নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

*----------একজন সাধারণ মানুয----------*

মোহামমদ ইকবাল হোসেন

শূন্য হাতে এলাম আমি/শূন্যে বসবাস/জলের মাঝে জন্ম আমার/জলে সর্বনাশ।

মোহামমদ ইকবাল হোসেন › বিস্তারিত পোস্টঃ

আমি ছিলাম, আমি আছি :)

২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৩



(আমার ২০০০ইং সালের ছবি।)


আমার ইচ্ছেগুলো পূরণ হয় অতি ধীরে ধীরে। যে স্বপ্ন বা ইচ্ছেগুলোকে আমার মনের মাঝে খেলা করতে দেখেছিলাম ২০০০ থেকে ২০০৫ইং সালের দিকে- সেগুলো আমায় ধরা দিচ্ছে ইদানিংকালে। মানে দশ থেকে পনের বছর পর। তবে কী এখন দেখা স্বপ্ন কিংবা ইচ্ছেগুলো ধরা দিবে ২০২৫-২০৩০ ইং সালের পর? তবু আমি ব্যাথিত নই।

অনেক স্বপ্নাবাজ মানুষ হেরে যায় ধোকাবাজ স্বপ্নের কাছে। হাল ছেড়ে দেয় জীবনের। তারপর হয়ে যায় একজন আম-জনতা। যাদের কাছে জীবনের কোনো মানে নেই। আছে শুধু ভরপেট খাবার সাধনা।

আমার অনেক স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়েছে সত্যি, কিন্তু আমায় কখনো গুড়িয়ে দিতে পারেনি। কারণ-আমি এখনো স্বপ্ন দেখতে ভালবাসি।
আমার ২০১৫ইং সালের ছবি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.