নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

*----------একজন সাধারণ মানুয----------*

মোহামমদ ইকবাল হোসেন

শূন্য হাতে এলাম আমি/শূন্যে বসবাস/জলের মাঝে জন্ম আমার/জলে সর্বনাশ।

মোহামমদ ইকবাল হোসেন › বিস্তারিত পোস্টঃ

কোনো মানুষই পরিপূর্ণ নয় কিন্তু পরিপূর্ণ হবার চেষ্টা আমরা সকলেই করবো।

২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৬

কোনো মানুষই পরিপূর্ণ নয়। এ কথা যেমন সত্যি। তেমনি পরিপূর্ণ একজন মানুষ হবার চেষ্টা সব মানুষ ই করতে পারে- এটাও শুভ্র সত্যি। হ্যা, এখন প্রশ্ন হলো-মানুষের পরিপূর্ণতা কী অথবা কীসে? তার উত্তর খুঁজে বের করবেন আপনি নিজে এবং হবেন একজন সাধক। আত্মতৃপ্তি হবে আপনার জন্য সবচেয়ে বড় পাওয়া। সফল মানুষ বলে এখন যা চলছে (যে কোনো উপায়ে ধনী হবার চেষ্টা কিংবা অধিক সম্পদের মালিক হওয়া)। ওটা আসলে সফলতা নয়। প্রকৃত সফলতা হচ্ছে আপনি কতখানি মানুষ!

আমরা সবাই এ পৃথিবী ছেড়ে যাবো। তাই বলে আমরা আশা কিংবা স্বপ্ন দেখা ছেড়ে দিতে পারি না। মানুষ বাঁচে আশায়। আমাদের স্বপ্ন থাকবে, স্বপ্ন পূরণের আশা থাকবে। তবেই আমরা বেঁচে থাকবো। আমাদের পায়ের দু'টি পাতাও আমাদের সামনেই যেতে শেখায়। কারণ বিধাতা আমাদের পায়ের পাতাগুলো পেছনের দিকে না দিয়ে সামনের দিকে দিয়ে দিয়েছেন যেন আমরা আশায় বুক বেঁধে সামনের দিকে যাই।

এ পৃথিবীটা ছেড়ে যাবার আগে একজন খাঁটি মানুষ হই। নিজেকে একজন মানুষ হিসেবে চিন্তা করি- যার বিবেক থাকবে, অন্য মানুষ সহ জগতের অনান্য প্রাণীদের প্রতি ভালবাসা থাকবে। আমাদের নিজেদের সন্তানের জন্য অঢেল টাকা বা সম্পত্তি নয়, রেখে যাবো এমন একটি পৃথিবী যেখানে সে অন্তত নিশ্চিন্ত মনে ঘুমাতে পারবে দরজা খুলে।

জয় হোক- মেহনতি মানুষদের, সৎ মানুষদের এবং শুভ্র চিন্তার মানুষদের।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৭

প্রবঞ্চিত যুবক বলেছেন: খুবই তাৎপর্যপূর্ণ লেখা, চালিয়ে যান

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪২

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: :) ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.