নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

*----------একজন সাধারণ মানুয----------*

মোহামমদ ইকবাল হোসেন

শূন্য হাতে এলাম আমি/শূন্যে বসবাস/জলের মাঝে জন্ম আমার/জলে সর্বনাশ।

মোহামমদ ইকবাল হোসেন › বিস্তারিত পোস্টঃ

স্যালুট মাবিয়া! স্যালুট মেহনতী মানুষদের! যাঁরা নিজেদের চেনে, যাঁরা কষ্টকে জয় করতে জানে!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬


(সোনার মেয়ে মাবিয়া আক্তার সীমান্ত)

বাংলাদেশের প্রতিটি নারী হয়ে উঠতে পারেন একজন মাবিয়া। মাবিয়া আক্তার সীমান্ত আজ তাই করে দেখালেন। তাইতো সে আজ সোনার মেয়ে নামে ক্ষ্যাত। এস এ গেমসে ভারত্তোলন প্রতিযোগিতায় স্বর্ণ জয় করে বিশ্ব দরবারে যে বাজায়েছেন স্বাধীন বাংলাদেশের জাতীয় সংগীত। চোখের জলে দেশের প্রতি ভালবাসায় সিক্ত মেয়ে মাবিয়া এখন মানুষের মুখে-মুখে, সামাজিক মিডিয়া সহ সকল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। অথচ সে মাবিয়া'র জীবনের অতীত ছিল এক বিষাদময় গল্প। যে গল্প এখন চোখের দেখায়ও বিশ্বাস করতে কষ্ট হবে অনেকেরই! নিজের প্রতি চরম বিশ্বাস আর উদ্দীপনায় মাবিয়া হয়ে ওঠেন সোনার মেয়ে। অভাব-অনটনে টানাটানির সংসার থেকে উঠে এসে জয় করে নিলেন বিশ্ব মানুষের ভালবাসা। জয় করে নিলেন কোটি-কোটি মানুষের হৃদয়। বাংলাদেশকে যে দু'হাতে তুলে ধরলেন সবার উপরে। বাংলাদেশের প্রতিটি নারী হয়ে উঠুক একজন মাবিয়া। এ প্রত্যাশা থাকল।

জয় হোক মেহনতী নারীদের। জয় হোক বাংলা ভাষা এবং বাংলাদেশের। আর শুভ কামনা রইল সকল মানুষের জন্য।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৪

স্বাধীনতাকামী বলেছেন: স্যালুট

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৫

স্বাধীনতাকামী বলেছেন:

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৬

অগ্নি কল্লোল বলেছেন: স্যালুট মাবিয়া।।।
আমরা বাঙালিরা সম্মান দিতে জানিনা।।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৪

রাশেদ রাহাত বলেছেন: স্যালুট মাবিয়া... এগিয়ে যাও....
ও...............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.