নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

*----------একজন সাধারণ মানুয----------*

মোহামমদ ইকবাল হোসেন

শূন্য হাতে এলাম আমি/শূন্যে বসবাস/জলের মাঝে জন্ম আমার/জলে সর্বনাশ।

মোহামমদ ইকবাল হোসেন › বিস্তারিত পোস্টঃ

তনু\'র কথা বলছি

২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০০



রাজার বাড়ি গেলাম আমি
শ্রী বিলাসী হতে
রাজা দেখে বলল আমায়
রাজ্য ছেড়ে দিতে।

বললাম আমি, রাজা মশাই
কোথায় আমি যাব?
বলল রাজা, তা না হলে
তোমায় আমি খাব।

ভয় পেয়ে যাই, দৌড়ে পালাই
রাস্তা খুঁজি যাবার
পান্থ পথে আমি হলাম
হিংস্র প্রাণীর খাবার।

- মোহাম্মদ ইকবাল হোসেন

উৎসর্গ: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ২য় বর্ষের ছাত্রী সোহাগী জাহান তনুকে। ক্যান্টনমেন্টের মত স্থানে নির্মমতার শিকার হতে হল যাকে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:১২

বাংলার নেতা বলেছেন: সমসাময়িক বেদনাদায়ক জটিল ছান্দনিক কবিতা!!!

সরি তনু, তোমার হত্যার বিচার হবে না কোন দিন!!!

আমাদের ক্ষমা করে দিশ বোন!!!

(চোখ মুছতে মুছতে!!!)

২৪ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৯

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: হয়ত হবে না হ্য়ত হবে ..! বিচার চাইতেই থাকব আমরা। যেদিন কান্নার দিন শেষ হবে, সেদিন থেকেই রুখে দেবার দিন শুরু হবে। শুভ কামনা রইল সকলের জন্যে।

২| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৪৬

বাংলার নেতা বলেছেন: বিচার চেয়ে আর লাভ কি বলুন। কারণ বিচারক আজ ধর্ষকের ভূমিকায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.