নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মধ্যে লিখি

এম এম করিম

মাঝে মধ্যে লিখি

এম এম করিম › বিস্তারিত পোস্টঃ

সিনেমায় ২০১৬ঃ বিশ্ব সিনেমার বছরের সেরা সিনেমাগুলো

২১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৯



শেষ হয়ে আসছে আরো একটি বছর - ২০১৬। এ বছর মুক্তিপাওয়া সিনেমাগুলো নিয়ে বেশ কয়েকটি সেরা মুভি তালিকা প্রকাশিত হয়েছে। এই লেখায় আমেরিকান ফিল্ম ইন্সটিটিউট, সাইট এন্ড সাউন্ড, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড, মেটাক্রিটিক, রটেন টমাটোজ, ইন্ডিওয়াইয়ার, রজার ইবার্ট ডট কম এবং কাইয়্যে দু সিনেমা -র সেরা দশ তালিকা, অস্কার বিদেশী ভাষার সিনেমার শর্টলিস্টের ৯টি সিনেমা এবং ২০১৬ সালের সর্বোচ্চ আয়কারী দশটি সিনেমা ও তাদের পরিচালকের নাম দেয়া হয়েছে। আছে ২৩ টি মুভির কাহিনী সংক্ষেপ (স্পয়লার-ফ্রী) এবং ৪৫ টি মুভির ট্রেইলার। ১০টি লিস্টে সর্বমোট ৫৫টি মুভি স্থান পেয়েছে। সংগ্রহে রাখুন আর দেখতে থাকুন। হ্যাপি ভিউয়িং।


আমেরিকান ফিল্ম ইন্সটিটিউট-এর সেরা দশঃ এ বছরের জুরি প্রধান ছিলেন প্রযোজক এবং এএফআই বোর্ড অফ ট্রাস্টিজ এর ভাইস চেয়ার টম পোলক। এই তালিকায় স্থানপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছেঃ
অ্যারাইভল - ডেনিস ভিলনুয়েভ - ড্রামা, মিস্ট্রি, সাইফাই - সামরিক বাহিনী একজন ভাষাবিদকে নিয়োগ দেয় ভিনগ্রহের প্রাণীদের বার্তা অনুবাদ করার জন্য। ট্রেইলার
ফেন্সেস - ডেঞ্জেল ওয়াশিংটন - ড্রামা - ৫০ এর দশকের এক কৃষ্ণাঙ্গ আমেরিকান বাবার পরিবার প্রতিপালন করতে গিয়ে বর্ণবাদের সাথে সংগ্রাম এবং জীবনের ঘটনাপ্রবাহের সাথে মানিয়ে নেয়ার গল্প।
ট্রেইলার
হ্যাক স রিয - মেল গিবসন - ড্রামা, হিস্ট্রি, ওয়ার - দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকান আর্মি মেডিক ডেসমন্ড টি ডস মানুষ মারতে অস্বীকৃতি জানায়। ৭৫ জন সৈন্যের জীবন বাঁচান তিনি। এজন্য একটিও গুলি ছুঁড়তে হয়নি তাকে।
ট্রেইলার
হেল অর হাই ওয়াটার - ডেভিড ম্যাকেঞ্জি - ক্রাইম, ড্রামা, ওয়েস্টার্ন - একজন ডিভোর্সড পিতা ও তার প্রাক্তন অপরাধী বড় ভাই ওয়েস্ট টেক্সাসে পারিবারিক র‍্যাঞ্চ বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠে, গ্রহণ করে দুঃসাহসী পরিকল্পনা। ট্রেইলার
লা লা ল্যান্ড - ডেমিয়েন চ্যাজেল - কমেডি, ড্রামা, মিউজিকাল - লস এঞ্জেলেস-এর এক জ্যাজ পিয়ানো বাদক প্রেমে পড়ে যায় এক উঠতি অভিনেত্রীর।
ট্রেইলার
ম্যানচেস্টার বাই দ্য সী - কেনেথ লোনারগান - ড্রামা - কিশোর ভ্রাতুষ্পুত্রের দায়িত্ব এসে পড়ে চাচার কাঁধে যখন ছেলেটির বাবা মারা যায়।
ট্রেইলার
মুনলাইট - ব্যারি জেনকিন্স - ড্রামা - মায়ামির রুঢ় পরিবেশে বেড়ে উঠা এক কৃষ্ণাঙ্গ তরণের জীবনপঞ্জি - শৈশব থেকে পূর্ণবয়স পর্যন্ত।
ট্রেইলার
সাইলেন্স - মার্টিন স্করসেসি - ড্রামা, হিস্ট্রি - সতেরো শতকের দুই জেজুইট যাজক জাপানে তাদের মেন্টোর-কে খুঁজতে গিয়ে এবং ক্যাথলিসিজম প্রচার করতে গিয়ে সহিংসতা ও নিপীড়নের শিকার হয়।
ট্রেইলার
সালি - ক্লিন্ট ইস্টউড - বায়োগ্রাফি - ড্রামা - আমেরিকান বিমানচালক চেজলি সোলেনবার্গার-এর কাহিনী। দুর্ঘটনা কবলিত বিমানকে হাডসন নদীতে অবতরণ করিয়ে যাত্রী ও ক্রু-দের জীবন বাঁচিয়ে বীরে পরিণত হন।
ট্রেইলার
জুটোপিয়া - বায়রন হাওয়ার্ড, রিচ মুর - এনিমেশন, এডভেঞ্চার, কমেডি - প্রাণীদের মহানগর জুটোপিয়া। নতুন পুলিশ সদস্য খরগোশ এবং নৈরাশ্যবাদী অপরাধী শেয়ালকে অবশ্যই একসাথে কাজ করতে হবে যদি তারা একটি ভয়ানক ষড়যন্ত্র উদঘাটন করতে চায়।
ট্রেইলার


সাইট এন্ড সাউন্ড-এর সেরা দশঃ ব্রিটিশ ফিল্ম ম্যাগাজিনটির অনুরোধে এ বছর ১৬৩ জন ক্রিটিক ও কিউরেটার বছরের সেরা পাঁচ সিনেমার তালিকা প্রদান করেন। তার উপর ভিত্তি করে নির্বাচিত সেরা দশ সিনেমা হচ্ছেঃ
১। টনি এর্ডমান (৪৯ ভোট) - মারেন অ্যাডে - কমেডি, ড্রামা - বাবা তার বয়ঃপ্রাপ্ত মেয়ের সাথে আবার যোগাযোগ স্থাপনের চেষ্টা করে।
ট্রেইলার
২। মুনলাইট (৩৮ ভোট)
৩। এল (৩৩ ভোট) - পল ভারহোভেন - ড্রামা, থ্রিলার - একজন সফল নারী ব্যবসায়ী তার অপরিচিত ধর্ষনকারীকে খুঁজে বের করতে গিয়ে ইঁদুর-বিড়াল খেলায় জড়িয়ে পড়ে।
ট্রেইলার
৪। সার্টেইন উইম্যান (২৫ ভোট) - কেলি রাইকার্ড - ড্রামা - ছোট আমেরিকান শহরের তিন নারী। তারা সবাই নতুন কিছু করার চেষ্টা করছে, অপূর্ণভাবে।
ট্রেইলার
৫। আমেরিকান হানি (২০ ভোট) - অ্যান্ড্রিয়া আর্নল্ড - ড্রামা - একটি ভ্রমণ বিষয়ক পত্রিকায় বিক্রয়কর্মী হিসেবে যোগ দেয় এক কিশোরী যার কিছু হারাবার ভয় নেই। পার্টিতে মেতে থাকা, আইন ফাঁকি দেয়া, নবীন ভালবাসার ঘূর্ণাবর্তে পড়ে যায়। একদল বেখাপ্পার সাথে ঘুরে বেড়ায় মিডওয়েস্ট।
ট্রেইলার
৬। আই, ড্যানিয়েল ব্লেইক (১৭ ভোট) - কেন লোচ - ড্রামা- মাঝবয়েসী এক কাঠমিস্ত্রী দুর্ঘটনার পর স্টেট ওয়েলফেয়ারের সাহায্য নেয়। সেখানে দেখা হয় একই অবস্থায় পড়া একজন একাকী মায়ের।
ট্রেইলার
৭। ম্যানচেস্টার বাই দ্য সী (১৬ ভোট)
৮। থিংস টু কাম (১৫ ভোট) - মিয়া হানসেন লাভ - ড্রামা - দর্শনের শিক্ষিকা তার মা'র মৃত্যু, চাকরী-চ্যুতি, প্রতারক স্বামী ইত্যাদির মধ্যেই নিজেকে পুনঃআবিষ্কারের প্রয়োজনীয়তা অনুভব করে।
ট্রেইলার
৯। প্যাটারসন (১৪ ভোট) - জিম জারমাশ - কমেডি, ড্রামা - দৈনন্দিন জীবনের জয়, পরাজয়, তার ভেতরের কাব্যের নীরব পর্যবেক্ষন।
ট্রেইলার
১০। দ্য ডেথ অব লুইস ১৪ (১৩ ভোট) - আলবার্ট সেররা - বায়োগ্রাফি, ড্রামা, হিস্ট্রি - শিকার থেকে ফিরে রাজা লুইস ১৪ পায়ে তীব্র ব্যাথা অনুভব করেন। শয়নকক্ষে অনুচর পরিবেষ্টিত হয়ে মৃত্যুর দিকে এগিয়ে যেতে থাকেন তিনি।
ট্রেইলার

পুরো লিস্টটি এখানে


ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডঃ
ব্রডকাস্ট ফিল্ম ক্রিটিক্স এসোসিয়েশন এবং ব্রডকাস্ট টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের তিন শতাধিক মার্কিন ও কানাডীয় টিভি/রেডিও/অনলাইন সমালোচকের ভোটে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে লা লা ল্যান্ড। মনোনয়ন পাওয়া মুভিগুলো হচ্ছেঃ
অ্যারাইভল
ফেন্সেস
হ্যাক স রিয
হেল অর হাই ওয়াটার
লা লা ল্যান্ড (বিজয়ী)
লায়ন - গার্থ ডেভিস - ড্রামা - কলকাতায় হারিয়ে যাওয়া পাঁচ বছর বয়েসী এক ভারতীয় বালক চলে যায় কয়েক হাজার মাইল দূরে। এক অস্ট্রেলিয়ান দম্পতি দত্তক নিলে তার সংগ্রামের অবসান হয়। পঁচিশ বছর পর সে তার হারানো পরিবারকে খুঁজে বের করার অভিযানে নামে। সত্য ঘটনা অবলম্বনে।
ট্রেইলার
লাভিং - জেফ নিকোলস - বায়োগ্রাফি, ড্রামা, রোমান্স - ভার্জিনিয়ার আন্তবর্ন দম্পতি রিচার্ড লাভিং ও মিল্ড্রেড লাভিং এর গল্প। বিয়ের পর, পরিবার হিসেবে থাকার জন্য তাদের সংগ্রাম করতে হয় দীর্ঘ নয় বছর, যেতে হয় সুপ্রীম কোর্ট পর্যন্ত। ট্রেইলার
ম্যানচেস্টার বাই দ্য সী
মুনলাইট
সালি
বিস্তারিত এখানে



মেটাক্রিটিকের সেরা দশঃ
অবস্থান - মুভি - পয়েন্টস
১। মুনলাইট - ১০৯
২। লা লা ল্যান্ড - ৬৫
৩। ম্যানচেস্টার বাই দ্য সী - ৫৮
৪। টনি এর্ডমান - ৪২
৫। ওজেঃ মেইড ইন আমেরিকা- ৩৭
ট্রেইলার
৬। হেল অর হাই ওয়াটার - ৩০
৭। অ্যারাইভল - ২৩
৮। প্যাটারসন - ২১
৯। এল / জ্যাকি - ১৯
ট্রেইলার

পুরো লিস্ট এখানে


Rotten Tomatoes এর সেরা দশঃ রিভিউর সংখ্যা ব্র্যাকেটে।
১। জুটোপিয়া (২২৬)
২। হেল অর হাই ওয়াটার (২০৭)
৩। অ্যারাইভল (২৮১)
৪। মুনলাইট (১৮২)
৫, দ্য জাঙ্গল বুক (২৬৬)
৬। লাভ এন্ড ফ্রেন্ডশীপ (১৬৭)
৭। ফাইন্ডিং ডোরি (২৫৬)
৮। হান্ট ফর দ্য ওয়াইল্ডার পিপল (১৫৪)
ট্রেইলার
৯। কিউবো অ্যান্ড দ্য টু স্ট্রিংস (১৭৫)
ট্রেইলার
১০। ম্যানচেস্টার বাই দ্য সী (১৬৬)

পুরো লিস্ট এখানে



ইন্ডিওয়াইয়ার এর সেরা দশঃ
ইন্ডিওয়াইয়ার এর বাৎসরিক জরিপে এবার দু শতাধিক সমালোচক অংশ নিয়েছেন। প্রত্যেকের লিস্টের প্রথম সিনেমাকে ১০ পয়েন্ট, দ্বিতীয়টিকে ৯ পয়েন্ট ..... দেয়া হয়েছে। সবার ভোটে নির্বাচিত সেরা দশ সিনেমা হচ্ছে।
অবস্থান - সিনেমা - প্রাপ্ত পয়েন্ট
১। মুনলাইট - ৯৬৭
২। ম্যানচেস্টার বাই দ্য সী - ৬৭৪
৩। লা লা ল্যান্ড - ৫১৩
৪। টনি এর্ডমান - ৫০১
৫। ওজেঃ মেইড ইন আমেরিকা - ৩৮৮
৬। প্যাটারসন - ৩২৩
৭। দ্য হ্যান্ডমেইডেন - ৩০৭
ট্রেইলার
৮। অ্যারাইভল - ২৮৯
৯। হেল অর হাই ওয়াটার - ২৮৬
১০। জ্যাকি - ২৭৩
সম্পূর্ণ লিস্ট এখানে



রজার ইবার্ট ডট কম এর সেরা দশঃ দশজন নিয়মিত ক্রিটিক ও দু'জন সহকারী এডিটর -কে বছরের সেরা দশ তালিকা জমা দিতে বলা হয়। প্রতি তালিকার ১ নম্বর মুভিকে দেয়া হয় ১০ পয়েন্ট, ২ নম্বর মুভিকে দেয়া হয় ৯ পয়েন্ট ....। প্রতি সিনেমার জন্য সব পয়েন্ট যোগ করে সর্বোচ্চ পয়েন্টপ্রাপ্ত ১০ টি সিনেমা হচ্ছেঃ
১। মুনলাইট
২। প্যাটার্সন
৩। লা লা ল্যান্ড
৪। ম্যানচেস্টার বাই দ্য সী
৫। এল
৬। টনি এর্ডমান
৭। 13th - এভা ডুভারনে - ডকুমেন্টারি, ক্রাইম - যুক্তরাষ্ট্রের কারা ব্যবস্থার গভীর পর্যবেক্ষণ। তুলে এনেছে বর্ণবৈষম্যকেও।
ট্রেইলার
৮। ক্যামেরাপারসন - কার্স্টেন জনসন - ক্যামেরার পেছনে নিজের ভূমিকা তুলে ধরতে কার্স্টেন ব্যবহার করেছেন কয়েক দশকে বিশ্ব জুড়ে শুট করা ফুটেজ।
ট্রেইলার
৯। লাভ এন্ড ফ্রেন্ডশীপ - উ্যইট স্টিলম্যান - কমেডি, ড্রামা, রোমান্স - লেডি সুজান ভারনন তার আত্মীয়ের এস্টেটে থাকতে আসেন অস্থায়ীভাবে। উদ্দেশ্য - মেয়ের বিয়ে দেয়া, সেই সাথে নিজের বর জুটানো।
ট্রেইলার
১০। আই, ডেনিয়েল ব্লেইক



অস্কার বিদেশী ভাষার সিনেমা - শর্টলিস্টঃ
টানা - বেন্টলী ডীন, মার্টিন বাটলার
ট্রেইলার
ইট'স ওনলি দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড - জেভিয়ার ডোলান
ট্রেইলার
ল্যান্ড অব মাইন - মার্টিন জানভিয়েট
ট্রেইলার
টনি এর্ডমান
দ্য সেলসম্যান - আসগার ফারহাদী
ট্রেইলার
দ্য কিং'স চয়েস - এরিক পোপ্পে
ট্রেইলার
প্যারাডাইস Paradise - আন্দ্রেই কনকালাভস্কি
ট্রেইলার
আ ম্যান কল্ড ওভে - হ্যান্স হোম
ট্রেইলার
মাই লাইফ অ্যাজ আ জুককিনি - ক্লড ব্যারাস
ট্রেইলার


কাইয়্যে দু সিনেমা' র সেরা দশঃ বিখ্যাত ফরাসী ম্যাগাজিন কাইয়্যে দু সিনেমা'র সেরা দশ সিনেমা -
১। টনি এর্ডমান
২। এল
৩। দ্য নীঅন ডীমন - নিকোলাস উইন্ডিং রেফন
৪। অ্যাকোয়ারিয়াস
৫। স্ল্যাক বেই - ব্রুনো ডুমোt
৬। জুলিয়েটা - পেড্রো আলমোডোভার
৭। স্টেয়িং ভার্টিকাল - অ্যালান গিওদি
৮। লালোয়া দোনাশ - আন্তোনা পেরেতিয়াকো
৯। ক্যারল - টড হেইন্স
১০। দ্য উডস ড্রীমজ আর মেইড অব - ক্লেয়া সাইমন



হাইয়েস্ট গ্রোসিং ফিল্মস অব ২০১৬ঃ
র‍্যাঙ্ক - সিনেমা -বিশ্বজুড়ে আয় - ট্রেইলার
১। ক্যাপ্টেন আমেরিকাঃ সিভিল ওয়ার $১,১৫৩,৩০৪,৪৯৫
ট্রেইলার
২। ফাইন্ডিং ডোরি - $১,০২৭,৩৬৪,৩২৬
ট্রেইলার
৩। জুটোপিয়া $১,০২৩,৭৮৪,১৯৫
৪। দ্য জাঙ্গল বুক $৯৬৬,৫৫০,৬০০
ট্রেইলার
৫। দ্য সিক্রেট লাইফ অব পেটস $৮৭৫,০৮৬,৫৯৮
ট্রেইলার
৬। ব্যাটম্যান v সুপারম্যান: ডন অব জাস্টিস $৮৭৩,২৬০,১৯৪
ট্রেইলার
৭। ডেডপুল $৭৮২,৬১২,১৫৫
ট্রেইলার
৮। সুইসাইড স্কোয়াড $৭৪৫,৬০০,০৫৪
ট্রেইলার
৯। ফ্যান্টাস্টিক বীস্টস অ্যান্ড হোয়ার টু ফাইন্ড দেম $৬৮৫,৯৫১,০৯৫
ট্রেইলার
১০। ডক্টর স্ট্রেঞ্জ $৬৪৯,১০৬,৭৪৮
ট্রেইলার


সূত্রঃ
উইকি (হাইয়েস্ট গ্রোসিং ফিল্মস অব ২০১৬ ,১২/১৭/২০১৬)
জরিপ সংশ্লিষ্ট ওয়েবসাইট
আইএমডিবি
ইউটিউব

মন্তব্য ১৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

সুমন কর বলেছেন: নামগুলো এক নজর দেখে গেলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ।

২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৯

এম এম করিম বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

শুভকামনা রইল।

২| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৪৮

কালীদাস বলেছেন: সুপারহিরো মুভিগুলো দেখেছি কেবল (হায়েস্ট গ্রসিং লিস্টের), ড. স্ট্রেন্জ বাকি আছে যদিও। কেবল ডেডপুলটা ভাল লেগেছে, বাকিগুলো মিডিওকার, সবচেয়ে জঘণ্য হল ব্যাটম্যান সুপারম্যানেরটা। যতদিন দেখার চেষ্টা করেছি, প্রতিদিন গভীর ঘুমে তলিয়ে গেছি, কাজের চাপ যাই থাকুক না কেন।

২২ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৯

এম এম করিম বলেছেন: হাহাহা, ঘুমিয়ে না গেলেও হায়েস্ট গ্রোসিং মুভিগুলোর ব্যাপারে আমার মতামত একই।

শুভকামনা।

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:৫৫

সোহানী বলেছেন: ওরে বাপরে যা দিয়েছেন তা দেখার সময় নেই। একটু শর্টকার্ট করে দেয়া যায় না..........

২২ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৭

এম এম করিম বলেছেন: হাহাহা, আপনার পছন্দমতো কেটে ফেলুন - ছোট হয়ে যাবে।

সব মিলিয়ে ৫৫টা মুভি, সারা বছরের জন্য।

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সিনেমায় ২০১৬ঃ বিশ্ব সিনেমার বছরের সেরা সিনেমাগুলো শিরোনামটা দেখে বড়ই উৎসাহ নিয়ে পোষ্টে ঢুকলাম।

কিন্তু ভিতরে এসে বড়ই আশ্চার্য হলাম। আমাদের দেশের গুণী/পরিচালক/নাট্য অভিনেতা বা শিল্পীদের কোন মুভি দেখলাম না।
ওই যে যারা বিশ্ব দরবারে আমাদের ছবির মান মর্যদা নিয়ে চিন্তিত।
আরে ভাই ঔযে, যারা রাস্তায় নেমে কোর্ট টাই পড়ে আন্দোল করছে, তাদের কোন ভাল সংবাদ নেই।
আপনি দেখছি সমস্যায় পড়বেন!
বিদেশী ছবির লিষ্টই দিলেন আমাদেরটা কই?
আমাদের ইন্ড্রাস্ট্রির বারোটা বাজালেন। :|| |-) :#)

তারাতারি মুচলেকা হিসেবে, সিঙ্গারা, সমুচা পাঠিয়ে দেন। না হয় ডাইরেক্ট রোডে নেমে যাব কিন্তু।

২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪০

এম এম করিম বলেছেন: হাহাহাহা, খাওয়া পাঠাচ্ছি প্রেসক্লাবের সামনে !!!!

৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০১

ডি মুন বলেছেন: চমৎকার পোস্ট

+++

২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৬

এম এম করিম বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার

৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: উরিব্বাস!!!!!!!!!!!!

পুরাই মুভি পিডিয়া :)

দারুন পরিশ্রেমর পোেষ্ট চোখ বন্ধ করে লাইক! অসাধারন! রেখে দিনু প্রিয়তে....

++++++++++++++++++

২৮ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৩

এম এম করিম বলেছেন: ধন্যবাদ
ধন্যবাদ
এবং আবারো ধন্যবাদ।

৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪১

মহামহোপাধ্যায় বলেছেন: এবছর বেশ ম্যুভি দেখা হয়েছে, ভেবেছিলাম সব কমন পড়বে :( এখন দেখি অনেক দেখা বাকি :(

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৫২

এম এম করিম বলেছেন: অনেকগুলোই এখনো এদেশে দেখার উপায় নেই। মার্চ-এপ্রিল লেগে যাবে সব পেতে।
হ্যাপি ভিউয়িং।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.