নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মধ্যে লিখি

এম এম করিম

মাঝে মধ্যে লিখি

এম এম করিম › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের সেরা ৫০ ওয়েস্টার্ন সিনেমা

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৭



আমেরিকান ফিল্ম ইন্সটিটিউটের সংজ্ঞানুযায়ী ওয়েস্টার্ন হচ্ছে আমেরিকান পশ্চিমের প্রেক্ষাপটে নির্মিত সেসব সিনেমা যেগুলো নিউ ফ্রন্টিয়ার এর স্পিরিট, সংগ্রাম ও প্রস্থানকে ধারণ করে। জুলাই ১৯১২ তে মোশন পিকচার ওয়ার্ল্ড ম্যাগাজিনের একটি প্রবন্ধে একটি নির্দিষ্ট ঘরানার সিনেমা বুঝাতে ওয়েস্টার্ন শব্দটি প্রথম ব্যবহৃত হয়। ওয়েস্টার্ন সিনেমার বৈশিষ্ট্যসমূহ ১৯শতকের জনপ্রিয় ওয়েস্টার্ন গল্প-উপন্যাসের অংশ ছিল এবং সিনেমা জনপ্রিয় শিল্প-মাধ্যম হবার আগেই দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত ছিল। গত শতকের চল্লিশ থেকে ষাটের দশকে হলিউডে সবচেয়ে জনপ্রিয় ঘরানার সিনেমা ছিল ওয়েস্টার্ন। এডউইন এস পোর্টার পরিচালিত দ্য গ্রেট ট্রেন রবারি (১৯০৩) প্রথম ওয়েস্টার্ন সিনেমা হিসেবে বিবেচিত হয়। এডিসন কোম্পানী যদিও ওয়েস্টার্ন বিষয়বস্তু নিয়ে তার আগেই মোশন পিকচার বানিয়েছে, পোর্টারের সিনেমা ওয়েস্টার্ন ঘরানার সিনেমার প্রচলিত যে প্যাটার্ন - অপরাধ, পশ্চাদ্ধাবন, প্রতিফল - তাকে প্রতিষ্ঠিত করে।

ওয়েস্টার্ন পরিচালকদের মধ্যে সবচেয়ে বিখ্যাত জন ফোর্ড। অন্যদের মধ্যে আছেন - হাওয়ার্ড হক্স, এন্থনি ম্যান, স্যাম পেকিনপা, সারজো লিওনে, বাড বোটিচার, ক্লিন্ট ইস্টঊড প্রমুখ।

জন ওয়েইন নিশ্চিতভাবেই এই ঘরানার সেরা তারকা। আরো আছেন গ্যারি কুপার, জেমস স্টুয়ার্ট, হেনরি ফন্ডা, গ্রেগরি পেক, ক্লিন্ট ইস্টউড প্রমুখ। নির্বাক যুগের প্রথম ওয়েস্টার্ন মহাতারকা উইলিয়াম এস হার্ট বক্স অফিসে রাজত্ব করেন ১৯১৫-২৫ সময়কালে।

সেরা ৫০ ওয়েস্টার্ন

দ্য সার্চারস - জন ফোর্ড


দ্য ওয়াইল্ড বাঞ্চ - স্যাম পেকিনপা


রিও ব্রাভো - হাওয়ার্ড হক্স


ওয়ান্স আপন আ টাইম ইন দ্য ওয়েস্ট - সারজো লিওনে


দ্য ম্যান হু শট লিবার্টি ভ্যালান্স - জন ফোর্ড


স্টেইজকোচ - জন ফোর্ড


মাই ডার্লিং ক্লেমেন্টাইন - জন ফোর্ড


ম্যাককেইব অ্যান্ড মিসেস মিলার - রবার্ট আল্টম্যান


রেড রিভার - হাওয়ার্ড হক্স


দ্য গুড, দ্য ব্যাড এন্ড দি আগলি - সারজো লিওনে


আনফরগিভেন - ক্লিন্ট ইস্টউড


জনি গিটার - নিকোলাস রে


শেইন - জর্জ স্টিভেন্স


হাই নুন - ফ্রেড জিনম্যান


বুচ ক্যাসিডি এন্ড দ্য সানড্যান্স কিড - জর্জ রয় হিল


ডেড ম্যান - জিম জারমুশ


শি ওর আ ইয়ালো রিবন - জন ফোর্ড


রাইড দ্য হাই কান্ট্রি - স্যাম পেকিনপা


দি আউটল জোসি ওয়েলস - ক্লিন্ট ইস্টউড


প্যাট গ্যারেট এন্ড বিলি দ্য কিড - স্যাম পেকিনপা


হেভেন'স গেইট - মাইকেল চিমিনো


ডুয়েল ইন দ্য সান - কিং ভিডর


ওয়াগন মাস্টার - জন ফোর্ড


ম্যান অব দ্য ওয়েস্ট - এন্থনি ম্যান


দ্য মিসফিটস - জন হিউস্টন


দ্য ম্যাগনিফিস্‌ন্ট সেভেন - জন স্টার্জেস


ড্যান্সেস উইথ উল্ভজ - কেভিন কস্টনার


এল টোপো - আলেহান্দ্রো হোদোরোস্কি


পারসূড - রাউল ওয়ালশ


দ্য নেইকেড স্পার - এন্থনি ম্যান


দ্য ম্যান ফ্রম লারামি - এন্থনি ম্যান


দ্য লাস্টি মেন - নিকোলাস রে


এল ডোরাডো - হাওয়ার্ড হক্স


রিও গ্রান্ডে - জন ফোর্ড


দে ডাইড উইথ দেয়ার বুটস অন - রাউল ওয়ালশ


রাইড লোনসাম - বাড বোটিচার


দ্য ফার কান্ট্রি - এন্থনি ম্যান



বেন্ড অব দ্য রিভার - এন্থনি ম্যান


ফোর্ট অ্যাপাচে - জন ফোর্ড


উইনচেস্টার '৭৩ - এন্থনি ম্যান


দ্য ব্যালাড অব ক্যাবল হগ - স্যাম পেকিনপা


দ্য বিগ কান্ট্রি - উইলিয়াম ওয়াইলার


দ্য গানফাইটার - হেনরি কিং


হাউ দ্য ওয়েস্ট ওয়াজ ওঅন - জন ফোর্ড, হেনরি হ্যাথাওয়ে, জর্জ মার্শাল


নিয়ার ডার্ক - ক্যাথরিন বিগেলো


ওয়ান আইড জ্যাকস - মারলন ব্র্যান্ডো


দ্য অক্স বাউ ইন্সিডেন্ট - উইলিয়াম এ ওয়েলম্যান


পেইল রাইডার - ক্লিন্ট ইস্টউড


ট্রু গ্রিট - হেনরি হ্যাথাওয়ে


ভেরা ক্রুজ - রবার্ট অল্ডরিজ



২০০০ পরবর্তীঃ
দ্য অ্যাসাসিনেশন অব জেসি জেমস বাই দ্য কাওয়ার্ড রবার্ট ফোর্ড - এন্ড্রু ডমিনিক


ট্রু গ্রিট - কোয়েন ব্রাদার্স


নো কান্ট্রি ফর ওল্ড মেন - কোয়েন ব্রাদার্স


জ্যাঙ্গো আনচেইন্ড - কুইন্টিন টারান্টিনো



দ্য হেইটফুল এইট - কুইন্টিন টারান্টিনো


মীক'স কাট অফ - কেলি রেইকার্ট


দ্য মিসিং - রন হাওয়ার্ড


ওপেন রেইঞ্জ - কেভিন কস্টনার


দ্য প্রোপোজিশন - জন হিলকোট


দ্য থ্রি বেরিয়ালস অব মাকুইজ এস্ত্রাদা - টমি লী জোন্স


দ্য হোমজম্যান - টমি লী জোন্স


৩ঃ১০ টু ইউমা - জেমস ম্যাঙ্গোল্ড


অ্যাপালুসা - এড হ্যারিস


ইন আ ভ্যালি অব ভায়োলেন্স - টি ওয়েস্ট


রেড হিল - প্যাট্রিক হিউস


ব্ল্যাকথোর্ন - মাতেও হিল


বোন টমাহোক - ক্রেইগ জেলার

হেল অর হাই ওয়াটার - ডেভিড ম্যাকেঞ্জি


মন্তব্য ২৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০৮

বারিধারা বলেছেন: এই ৫০টা সিনেমার মধ্যে গানফাইট নিয়ে বানানো অসাধারন ছবি 'দ্যা কুইক এন্ড দ্যা ডেড (১৯৯৫)' এর জায়গা হলনা?

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫২

এম এম করিম বলেছেন: আমার মনে হয়না Sam Raimi - র সিনেমাটা সেরা পঞ্চাশে স্থান দাবী করে। ধন্যবাদ।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৯

উদাস মাঝি বলেছেন: আহ ওয়েস্টার্ন বলে কথা, সরাসরি প্রিয়তে :)

এতগুলি ওয়েস্টার্ন মুভি দেয়ার জন্য ধন্যবাদ ভাই ।
ভাল থাকবেন ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১০

এম এম করিম বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
শুভকামনা জানবেন।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১০

আখেনাটেন বলেছেন: ক্লিন ইস্টউডের Hang 'em high (১৯৬৮) ও দেখলাম না। রাসেল ক্রো, শ্যারন স্টোন, ডি ক্যাপ্রিও অভিনিত The Quick and The Dead (1995) নেই।

সাজানোটাও এবড়োথেবড়োভাবে করেছেন। তারপরেও ধন্যবাদ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২২

এম এম করিম বলেছেন: আমার মনে হয় না ও দু'টো সিনেমা সেরা পঞ্চাশে স্থান দাবী করে। সেরা পঞ্চাশের সিনেমাগুলো আমার নিজস্ব মতামতের নয়, সমালোচকদের মতামতের ভিত্তিতে নির্বাচিত হয়েছে।

সাজানোটা ১ থেকে ৫০। যেমন সেরা ওয়েস্টার্নের তালিকায় প্রথম স্থানে দ্য সার্চারস, দ্বিতীয় স্থানে দ্য ওয়াইল্ড বাঞ্চ। আশা করি এখন আর এবড়োথেবড়ো মনে হবে না।

তবে ২০০০ পরবর্তী সিনেমাগুলোর ক্ষেত্রে সেরকম ধারাবাহিকতা মেনে চলা হয়নি।

অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভকামনা জানবেন।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৯

মাহবুবুল আজাদ বলেছেন: প্রিয়তে রইল।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৩

এম এম করিম বলেছেন: ধন্যবাদ প্রিয়তে নেয়ার জন্য।

শুভকামনা জানবেন।

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: পোস্টটি ভালো লেগেছে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৭

এম এম করিম বলেছেন: ধন্যবাদ। শুভকামনা জানবেন।

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১১

রক বেনন বলেছেন: সিক্স শুটার, স্নাইপার, রুপার বাকল, পিসমেকার, শার্প শুটার, এপ্যাচি চীফ, কোমাঞ্চি, রেড ইন্ডিয়ান, রেমিংটন, কটনউড, বুটহিল, তোবড়ানো কাউবয় হ্যাট, স্পার, অ্যাপালুসা, লংহর্ন ........ :-0 :-0 :-0
পোস্টে প্লাস ++++++

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৩৯

এম এম করিম বলেছেন: ধন্যবাদ, ধন্যবাদ এবং ধন্যবাদ।

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৩

ফেরদৌসা রুহী বলেছেন: প্রিয়তে রাখলাম।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:০২

এম এম করিম বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার প্রিয়তে নেবার জন্য। শুভকামনা জানবেন।

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: ছবিগুলো দেখেই আমি অন্য রকম মজা পেলাম।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৪৯

এম এম করিম বলেছেন: হাহাহা,

ধন্যবাদ। ভাল থাকবেন।

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৫

জাহিদ অনিক বলেছেন: দুই এক লাইনের মিনি রিভিউ লিখে দিলে ভাল হত না !!


২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৩৭

এম এম করিম বলেছেন: সময় বেশি লাগত - তাই দিতে পারিনি।

১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:০৯

হাসান কালবৈশাখী বলেছেন:
একটা মনে হয় বাদ গেল - ম্যাকানাস গোল্ড

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৭

এম এম করিম বলেছেন: আর দু'একটা যোগ করলেই ঢুকে যেত।

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:২৯

সচেতনহ্যাপী বলেছেন: আমি ভাবছি দুইটি করে সিরিয়াল হলেও ভাল হতো যি সংক্ষিপ্ত রিভিউ থাকতো।।তবুও ধন্যবাদ কষ্টসাধ্য পোষ্টেরর জন্য।।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

এম এম করিম বলেছেন: অনেক ধন্যবাদ।

সংক্ষিপ্ত রিভিউ দেয়ার ইচ্ছে ছিল, কিন্তু তাতে এত সময় লাগত যে হয়তো লেখাটাই হয়ে উঠতো না।

১২| ০২ রা অক্টোবর, ২০১৭ ভোর ৬:২৯

জিসান আহমেদ অর্ণব বলেছেন: ধন্যবাদ ভাই, অনেক গুলাই দেখা হয় নাই,লিস্ট টা উপকার করলো

০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৬

এম এম করিম বলেছেন: অনেক ধন্যবাদ।

হ্যাপি ওয়াচিং।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.