নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মধ্যে লিখি

এম এম করিম

মাঝে মধ্যে লিখি

এম এম করিম › বিস্তারিত পোস্টঃ

সিনেমায় ২০১৭ঃ বিশ্ব সিনেমার বছরের সেরা সিনেমাগুলো

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৩


বিদায় ২০১৭ ! সুস্বাগতম ২০১৮! আসছে বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ২০১৭ সালের সেরা সিনেমার এই পোস্ট।
বছরের গোড়ায় জানুয়ারীতে সানড্যান্স ফিল্ম ফেস্টিভালের মিডনাইট সেকশনে অল্প কিছু দর্শকের উপস্থিতিতে প্রিমিয়ার হয় একটি সিনেমার। বছরের শেষে এসে সেই সিনেমাটিই সমালোচকদের আলোচনার কেন্দ্রে চলে এসেছে – পরিচালক জর্ডান পীলের প্রথম ছবি, ওয়াইল্ড সোশ্যাল থ্রিলার “গেট আউট”।

এই পোস্টে ৮টি ভিন্ন জরিপ/তালিকায় স্থান পাওয়া ৪২ টি সিনেমার তথ্য আছে, জুড়ে দেয়া হয়েছে তাদের ট্রেইলার। দেখে নিন ২০১৭ সালের সবচেয়ে প্রশংসিত সিনেমাগুলো।

সাইট এন্ড সাউন্ড জরিপে ২০১৭ সালের সেরা সিনেমা গেট আউট। প্রথম ছবিতেই বাজিমাত করেছেন জর্ডান পীল। ১৮০ জন ক্রিটিক, প্রোগ্রামার ও একাডেমিকস এর মতামতের ভিত্তিতে নির্বাচিত। প্রথমবারের মত এই তালিকায় এসেছে কোনো টিভি সিরিজ। এই জরিপ মতে ২০১৭ সালের সেরা ১০ সিনেমা হচ্ছেঃ
১। গেট আউট ট্রেইলার
২। টুইন পীকস (টিভি সিরিজ) ট্রেইলার
৩। কল মি বাই ইয়োর নেইম ট্রেইলার
৪। জামা ট্রেইলার
৫। ওয়েস্টার্ন ট্রেইলার
৬। ফেইসেস প্লেইসেস ট্রেইলার
৭। গুড টাইম ট্রেইলার
৮। লাভলেস ট্রেইলার
৯। ডানকার্ক ট্রেইলার
দ্য ফ্লোরিডা প্রজেক্ট ট্রেইলার



দ্য গার্ডিয়ানঃ গার্ডিয়ান পত্রিকার সেরা দশ তালিকায় ২০১৬ এর বেশ কয়েকটি ছবি স্থান পেয়েছে।
১। কল মি বাই ইয়োর নেইম
২। মুনলাইট ট্রেইলার
৩। দ্য ফ্লোরিডা প্রজেক্ট
৪। এল ট্রেইলার
৫। গেট আউট
৬। দ্য হ্যান্ডমেইডেন ট্রেইলার
৭। টনি এর্ডমান ট্রেইলার
৮। ব্লেইড রানার ২০৪৯ ট্রেইলার
৯। আ ঘোস্ট স্টোরি ট্রেইলার
১০। ম্যানচেস্টার বাই দ্য সী ট্রেইলার



বিবিসিঃ বিবিসি জরিপে সেরা সিনেমাগুলো হচ্ছে-
১। দ্য শেইপ অব ওয়াটার ট্রেইলার
২। হ্যাপি এন্ড ট্রেইলার
৩। প্যাডিংটন ট্রেইলার
৪। গুড টাইম ট্রেইলার
৫। গেট আউট
৬। দ্য ফ্লোরিডা প্রজেক্ট
৭। লেডি বার্ড ট্রেইলার
৮। দেয়ার ফাইনেস্ট ট্রেইলার
৯। আ ঘোস্ট স্টোরি
১০। ডাউনসাইজিং ট্রেইলার



ওয়াইয়ারডঃ
গেট আউট
দ্য শেইপ অব ওয়াটার
ওয়ান্ডার ওম্যান ট্রেইলার
লেডি বার্ড
গার্লস ট্রিপ ট্রেইলার
থোর র‍্যাগনারক ট্রেইলার
ব্লেইড রানার ২০৪৯
বেবি ড্রাইভার ট্রেইলার
স্টার ওয়ার্সঃ দ্য লাস্ট যেডাই ট্রেইলার
দ্য পোস্ট ট্রেইলার



রটেন টমাটোজঃ
১। গেট আউট (৯৯%)
২। দ্য বিগ সিক (৯৮%) ট্রেইলার
৩। ডানকার্ক (৯২%)
৪। ওয়ান্ডার ওম্যান (৯২%)
৫। লেডি বার্ড (৯৯%)
৬। লোগান (৯৩%) ট্রেইলার
৭। স্টার ওয়ার্সঃ দ্য লাস্ট যেডাই (৯২%)
৮। বেবি ড্রাইভার (৯৩%)
৯। কোকো (৯৭%) ট্রেইলার
১০। থোর র‍্যাগনারক (৯২%)



ইন্ডিওয়াইয়ারঃ
বিশ্ব জুড়ে দুই শতাধিক সমালোচক ও সাংবাদিকের অংশগ্রহণের কারণে এটি সিনেমা সংক্রান্ত এ বছরের সবচেয়ে বড় জরিপ। ইন্ডিওয়াইয়ার, টাইম ম্যাগাজিন, ভ্যারাইটি, এন্টারটেইনমেন্ট উইকলি এবং সিনে-প্রকাশনা Cineaste, Cinema Scope and RogerEbert.comপ্রভৃতির সমালোচকদের উপর চালানো হয় জরিপটি। সেরা সিনেমার তালিকায় সমালোচকরা তাদের দৃষ্টিতে বছরের সেরা সিনেমার তালিকা জমা দেন। তালিকার প্রথমে থাকা সিনেমাটিকে সর্বোচ্চ ওজন দেয়া হয়। সেরা সিনেমা ছাড়াও সেরা অভিষেক ও সেরা চিত্রনাট্যের সম্মান জুটেছে জর্ডান পীলের 'গেট আউট' এর ভাগ্যে।

সেরা সিনেমাঃ সমালোচকরা ওয়েটেড (weighted)সেরা দশ তালিকা প্রদান করেন। সব মিলিয়ে সর্বোচ্চ পয়েন্টপ্রাপ্ত সিনেমাটি প্রথম স্থান দখল করে।
গেট আউট ৭১৩ পয়েন্ট
লেডি বার্ড ৬৭৩ পয়েন্ট
ডানকার্ক ৫৪৯পয়েন্ট
ফ্যান্টম থ্রেড ৩৬৮পয়েন্ট ট্রেইলার
দ্য ফ্লোরিডা প্রজেক্ট ৩৪৮ পয়েন্ট
দ্য শেইপ অব ওয়াটার ৩২৪পয়েন্ট
কল মি বাই ইয়োর নেইম ৩১২ পয়েন্ট
পার্সোনাল শপার ২৯৬পয়েন্ট ট্রেইলার
থ্রী বিলবোর্ডস আউটসাইড এবিং, মিজৌরি ২৪৫পয়েন্ট ট্রেইলার
দ্য পোস্ট ১৮০পয়েন্ট


সেরা পরিচালকঃ সমালোচকরা ওয়েটেড (weighted)তালিকা প্রদান করেন। কত শতাংশ সমালোচক পরিচালককে প্রথম স্থানে রেখেছেন তা ব্র্যাকেটে।
পল থমাস এন্ডারসন, ফ্যান্টম থ্রেড (১৮.১৩%)
লুকা গোয়াদানিনো, কল মি বাই ইয়োর নেইম (১১.৬%)
গ্রেটা গারউইগ, লেডি বার্ড (১০%)
শন বেইকার, দ্য ফ্লোরিডা প্রজেক্ট (৮.৫%)
জর্ডান পীল, গেট আউট (৬%)

সেরা বিদেশী ভাষার সিনেমাঃ কত শতাংশ সমালোচক সিনেমাটিকে প্রথম স্থানে রেখেছেন তা ব্র্যাকেটে।
বিপিএম (১৪.৮৪%) ট্রেইলার
ফেইসেস প্লেইসেস (১৩.২৮%)
দ্য স্কোয়ার (৭.০৩%) ট্রেইলার
র (৭.৮%) ট্রেইলার
থেলমা (৬.২৫%) ট্রেইলার


ক্রিটিক্স চয়েস এওয়ার্ডঃ
মনোনয়নপ্রাপ্ত সেরা দশ ছবি
দ্য বিগ সিক
কল মি বাই ইয়োর নেইম
ডার্কেস্ট আওয়ার ট্রেইলার
ডানকার্ক
দ্য ফ্লোরিডা প্রজেক্ট
গেট আউট
লেডি বার্ড
দ্য পোস্ট
দ্য শেইপ অব ওয়াটার
থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিজৌরি
মনোয়নপ্রাপ্ত পরিচালকরা হচ্ছেনঃ
গিলিয়ার্মো দেল তোরো - দ্য শেইপ অব ওয়াটার
গ্রেটা গারউইগ - লেডি বার্ড
মার্টিন ম্যাকডনা - থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিজৌরি
ক্রিস্টোফার নোলান – ডানকার্ক
লুকা গোয়াদানিনো - কল মি বাই ইয়োর নেইম
জর্ডান পীল – গেট আউট
স্টিভেন স্পীলবার্গ - দ্য পোস্ট


ন্যাশনাল বোর্ড অব রিভিউঃ সেরা দশ মুভি
দ্য পোস্ট (বিজয়ী, সেরা সিনেমা)
বেবি ড্রাইভার
কল মি বাই ইয়োর নেইম
দ্য ডিজাস্টার আর্টিস্ট ট্রেইলার
ডাউনসাইজিং
ডানকার্ক
দ্য ফ্লোরিডা প্রজেক্ট
গেট আউট
লেডি বার্ড (বিজয়ী সেরা পরিচালক, গ্রেটা গারউইগ)
লোগান
ফ্যান্টম থ্রেড

মন্তব্য ২০ টি রেটিং +১১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৪

সকাল রয় বলেছেন: দারুন পোস্ট।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৮

এম এম করিম বলেছেন: ধন্যবাদ প্রিয় সকালদা। নতুন বছরের শুভেচ্ছা রইল।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫০

রাজীব নুর বলেছেন: গুড পোষ্ট।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৬

এম এম করিম বলেছেন: ধন্যবাদ। নতুন বছরের শুভেচ্ছা জানবেন।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৩

সুমন কর বলেছেন: গ্রেট পোস্ট। +।

সবগুলো ট্রেলার দেখলাম এবং এইমাত্র ৫টা ডাউনলোড দিলাম। বাকিগুলো আস্তে আস্তে....

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:০০

এম এম করিম বলেছেন:
সবগুলো আমারো দেখা হয়নি। লিস্ট করে নিয়েছি, এবার আস্তে আস্তে দেখবো।
নতুন বছরের শুভেচ্ছা রইল।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:৩৪

কল্পদ্রুম বলেছেন: ভালো একটা পোস্ট করেছেন।সবগুলো তালিকা একজায়গায় করেছেন।এখান থেকে পছন্দ করতে সুবিধা হবে।ধন্যবাদ আপনাকে।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪১

এম এম করিম বলেছেন: প্রতি বছর শেষে নিজের জন্যই এরকম একটি পোস্ট তৈরি করি।
আপনার কাজে আসবে জেনে ভাল লাগল।

নতুন বছরের শুভেচ্ছা।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:২৯

সোহানী বলেছেন: উপকারী পোস্ট। কাজকর্ম কম থাকলে তখন তালিকা ধরে ধরে দেখা শুরু করবো। আমাদের এখানে আবার নেটফ্লিক্স ছাড়াও আরেকটা মুভি লাইন আছে তাই ডাউনলোডের ঝামেলা নেই। সব মুভিই প্রায় পাওয়া যায়।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৩

এম এম করিম বলেছেন: ধন্যবাদ। সময় করে দেখতে থাকুন।
আনন্দে কাটুক ২০১৮।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪২

বিজন রয় বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮,......... নতুনের শুভেচ্ছা রইল।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৩

এম এম করিম বলেছেন: শুভেচ্ছা নতুন বছরের।
আনন্দে কাটুক ২০১৮।

৭| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৮

তামিম ইবনে আমান বলেছেন: বাংলায় মুভির নামগুলো odd লাগছে। ইংলিশে দিলে ভালো হতো।

০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৬

এম এম করিম বলেছেন: এটা বাংলায় লেখার প্ল্যাটফর্ম, বাংলায় লিখবো বলেই লেখা।
শুরুর দিকে ইংরেজীতে লিখতাম, তেমন কেউ পড়েও দেখতো না।

৮| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৩

তামিম ইবনে আমান বলেছেন: লেখক বলেছেন: এটা বাংলায় লেখার প্ল্যাটফর্ম, বাংলায় লিখবো বলেই লেখা।
শুরুর দিকে ইংরেজীতে লিখতাম, তেমন কেউ পড়েও দেখতো না।


পুরোটা ইংলিশে লিখতে কে বললো ভাই। B:-)

তামিম ইবনে আমান বলেছেন: বাংলায় মুভির নামগুলো odd লাগছে। ইংলিশে দিলে ভালো হতো।

শুধু মুভির নাম ইংলিশে দিলে চলতো বুঝাইলাম /:)

০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৪

এম এম করিম বলেছেন: আগের মন্তব্য রুড শোনালে দুঃখিত।
নাম ছাড়া পোস্টে তেমন কিছু নেই। নাম ইংরেজীতে দিলে পোস্টটাই ইংরেজী হয়ে যেত।
তবে ট্রেইলার দেখলে নাম নিয়ে যেকোনো কনফিউশন দূর হয়ে যাবে।

শুভকামনা নিরন্তর।

৯| ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০১

মশার কয়েল বলেছেন: প্‌রিয়তে

০৩ রা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

এম এম করিম বলেছেন: ধন্যবাদ।
নতুন বছরের শুভেচ্ছা।

১০| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

তৈয়বুর বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।

১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৭

এম এম করিম বলেছেন: শুভ হোক ২০১৮।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.