নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মধ্যে লিখি

এম এম করিম

মাঝে মধ্যে লিখি

এম এম করিম › বিস্তারিত পোস্টঃ

পেলে ম্যারাডোনা মেসি রোনালদো কে সেরা?

১৪ ই জুন, ২০১৮ বিকাল ৫:০৫



আন্তর্জাতিক ম্যাচঃ

পেলেঃ ম্যাচ ৯২, গোল ৭৭, ম্যাচপ্রতি গোল ০'৮৩৭
ম্যারাডোনাঃ ম্যাচ ৯১, গোল ৩৪, ম্যাচপ্রতি গোল ০'৩৭৪
রোনালদোঃ ম্যাচ ৯৮, গোল ৬২, ম্যাচপ্রতি গোল ০'৬৩২
জিদানঃ ম্যাচ ৫৩, গোল ১৮, ম্যাচপ্রতি গোল ০'৩৩৯
মেসিঃ ম্যাচ ১২৪, গোল ৬৪, ম্যাচপ্রতি গোল ০'৫১৬
ক্রিস্টিয়ানোঃ ম্যাচ ১৫০, গোল ৮১, ম্যাচপ্রতি গোল ০'৫৪



ফিফা বিশ্বকাপঃ
পেলেঃ ম্যাচ ১৪, গোল ১২, অ্যাসিস্ট ১০, লাল/হলুদ কার্ড ০/০
ম্যারাডোনাঃ ম্যাচ ২১, গোল ৮, অ্যাসিস্ট ৮, লাল/হলুদ কার্ড ১/৪
রোনালদোঃ ম্যাচ ১৯, গোল ১৫, অ্যাসিস্ট ৪, লাল/হলুদ কার্ড ০/২
জিদানঃ ম্যাচ ১২, গোল ৫, অ্যাসিস্ট ২, লাল/হলুদ কার্ড ২/৪
মেসিঃ ম্যাচ ১৫, গোল ৫, অ্যাসিস্ট ৩, লাল/হলুদ কার্ড ০/০
ক্রিস্টিয়ানোঃ ম্যাচ ১৩, গোল ৩, অ্যাসিস্ট ২, লাল/হলুদ কার্ড ০/২

আপনিই বলুন কে সেরা?


মন্তব্য ৬০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৫:০৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অবশ্যই পেলে।

১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

এম এম করিম বলেছেন: আমারো তাই মনে হয়। ধন্যবাদ হেনা ভাই।

২| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৫:১৩

চাঁদগাজী বলেছেন:


এখনও পেলে সেরা

১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

এম এম করিম বলেছেন: সহমত।

৩| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৫:১৮

সিগন্যাস বলেছেন: পেলে পেলে =p~

১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

এম এম করিম বলেছেন: ধন্যবাদ।

৪| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৩

তারেক_মাহমুদ বলেছেন: পেলের ধারে পাশেও কেউ নেই।

১৪ ই জুন, ২০১৮ রাত ৯:২১

এম এম করিম বলেছেন: সহমত।

৫| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৫

একাল-সেকাল বলেছেন: কালো মানিক

১৪ ই জুন, ২০১৮ রাত ৯:৫৭

এম এম করিম বলেছেন: ও রেই - দ্য কিং।

৬| ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫৭

রবিন বোস বলেছেন: এখনো পেলে

১৪ ই জুন, ২০১৮ রাত ১০:০২

এম এম করিম বলেছেন: এখনো !!!

৭| ১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০০

জোকস বলেছেন:

১৪ ই জুন, ২০১৮ রাত ১১:০০

এম এম করিম বলেছেন: দ্য আল্টিমেট নাম্বার ১০।

৮| ১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০১

জহুরল হক বলেছেন: জিদান সবচেয়ে ওভাররেটেড। টেকো রোনালদো এর চেয়ে ঢের ভাল প্লেয়ার ছিল।

১৪ ই জুন, ২০১৮ রাত ১১:৩০

এম এম করিম বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ।

৯| ১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

শরাফচৌ বলেছেন: মেসি বা রোনালদো এবার বিশ্বকাপ জিতলেও পেলের পর্যায়ে যাবার সম্ভাবনা নেই।

১৫ ই জুন, ২০১৮ সকাল ৮:৪০

এম এম করিম বলেছেন: সে সম্ভাবনা আমিও দেখছি না।

১০| ১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

রিফাত হোসেন বলেছেন: argentina argentina. ---maradona--- messi
পেলের সময় হয়তো লাল হলুদ কার্ড ছিল না। আমি sure না।
-মারাদোনা শারীরিক ক্ষমতা অনেক বেশি ছিল, যেখানে পেলে foul tackle করতে পারত না।
-মারাদোনার ক্ষিপ্রতা পেলে থেকে অনেক বেশি।
-মারাদোনার ড্রিবলিং ক্ষমতা অসাধারণ, যা পেলেরও ছিল, তবে মারাদোনার মত নয়।


৩টা combo হলে কি রকম খেলোয়াড় হতে পারে শুধু চিন্তা করুন।

কেউ যদি বলে পেলের সময় foul করার সুবিধা বেশি ছিল,তাকে করা হত, ইত্যাদি ইত্যাদি। তখন বলব মারাদোনা ঐ সময়ে যদি খেলত তাহলে foul কে উপেক্ষা করে বল নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখে।

মানুষ হিসেবে হয়ত মারাদোনা worldcup এ হাতে গোল হয়েছে, নেশাগ্রস্ত করে ভুল পথে জীবনকে নিয়ে গিয়েছে। কিন্তু তার খেলোয়াড়ী দক্ষতা ভুলা যাবে না।

১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

এম এম করিম বলেছেন: ম্যারাডোনা বলছেনঃ 'আমি পেলের খেলা খুব একটা দেখিনি। কিন্তু হয়তো সে আমার চেয়ে ভাল ছিল।'
https://www.youtube.com/watch?v=y-m9Et3FbeE

দেখুন এখানে ম্যারাডোনা কী বলছেনঃ 'না, ম্যারাডোনা ম্যারাডোনা। পেলে সবার সেরা, আমি একজন সাধারণ খেলোয়াড় '
https://www.youtube.com/watch?v=Uqx9PbV7gRc

আর্জেন্টিনার ১৯৭৮ এর বিশ্বকাপ জয়ী কোচ, বার্সেলোনায় ম্যারাডোনার কোচ এবং ২০১০ বিশ্বকাপ বিপর্যয়ের পর ম্যারাডোনা যাকে দলের দায়িত্ব দেয়া উচিত বলে মনে করতেন - সীজার লুই মেনোত্তি, ম্যারাডোনার স্বদেশী আর্জেন্টাইন বলছেনঃ "কারো যদি সিদ্ধান্ত নিতে হয় যে পারফেক্ট ফুটবল প্লেয়ারের কী থাকা উচিত তাহলে আমি মনে করি সেটা পেলে। ম্যারাডোনা একটু বেশি জৌলুসপূর্ণ ও একটু বেশি অভিজাত, বাঁ পায়ের খেলোয়াড়দের সবসময়ই বিশেষ মনে হয়, যেহেতু তাদের সংখ্যা কম তারা বিশেষ কিছু। শারীরিকভাবে পেলে ছিল অবিশ্বাস্য, সে লাফিয়ে উঠবে এবং বাতাসে থাকবে। সে সবকিছু করতে পারতো। একারণেই সে আমার কাছে ইতিহাসের সেরা। আমি মনে করি তার মত আর কখনো কেউ আসবে না।"

https://www.youtube.com/watch?v=l-ePrnv0_VE

১১| ১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

আমর বলেছেন: পারফরম্যান্স বলে পেলেই সেরা।

১৫ ই জুন, ২০১৮ সকাল ৮:৫৮

এম এম করিম বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। শুভকামনা।

১২| ১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১২

শিহাবমু বলেছেন: ধন্যবাদ ইনফরমেটিভ পোস্টের জন্য।

১৫ ই জুন, ২০১৮ সকাল ৮:৫৯

এম এম করিম বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। শুভকামনা।

১৩| ১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

তুতুহিন বলেছেন: গোল করতে এবং করাতে সমান দক্ষ পেলে।
অসাধারণ!!!

১৫ ই জুন, ২০১৮ সকাল ৮:৫৯

এম এম করিম বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। শুভকামনা।

১৪| ১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২০

ইনফোক বলেছেন: ৫০-৬০ বছর পেরিয়ে যাবার পরেও যখন সবাই তার কথা বলে, তখন নিশ্চিতভাবেই তিনি বিশেষ কিছু ছিলেন।

১৫ ই জুন, ২০১৮ সকাল ৮:৫৯

এম এম করিম বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। শুভকামনা।

১৫| ১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

কাইকর বলেছেন: এখনো পেলে

১৫ ই জুন, ২০১৮ সকাল ৯:০০

এম এম করিম বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। শুভকামনা।

১৬| ১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মেসি - ম্যারাডোনা। এই দুইজন অলরাউন্ডার। বাকীরা(জিদান বাদে) খালি ডি ব্ক্স-এ লুকিয়ে থাকে গোল দেয়ার জন্য =p~

১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

এম এম করিম বলেছেন: হাহাহা বিশাল ফুটবল জ্ঞান।

ম্যারাডোনা বলছেনঃ 'আমি পেলের খেলা খুব একটা দেখিনি। কিন্তু হয়তো সে আমার চেয়ে ভাল ছিল।'
https://www.youtube.com/watch?v=y-m9Et3FbeE

দেখুন এখানে ম্যারাডোনা কী বলছেনঃ 'না, ম্যারাডোনা ম্যারাডোনা। পেলে সবার সেরা, আমি একজন সাধারণ খেলোয়াড় '
https://www.youtube.com/watch?v=Uqx9PbV7gRc

আর্জেন্টিনার ১৯৭৮ এর বিশ্বকাপ জয়ী কোচ, বার্সেলোনায় ম্যারাডোনার কোচ এবং ২০১০ বিশ্বকাপ বিপর্যয়ের পর ম্যারাডোনা যাকে দলের দায়িত্ব দেয়া উচিত বলে মনে করতেন - সীজার লুই মেনোত্তি, ম্যারাডোনার স্বদেশী আর্জেন্টাইন বলছেনঃ "কারো যদি সিদ্ধান্ত নিতে হয় যে পারফেক্ট ফুটবল প্লেয়ারের কী থাকা উচিত তাহলে আমি মনে করি সেটা পেলে। ম্যারাডোনা একটু বেশি জৌলুসপূর্ণ ও একটু বেশি অভিজাত, বাঁ পায়ের খেলোয়াড়দের সবসময়ই বিশেষ মনে হয়, যেহেতু তাদের সংখ্যা কম তারা বিশেষ কিছু। শারীরিকভাবে পেলে ছিল অবিশ্বাস্য, সে লাফিয়ে উঠবে এবং বাতাসে থাকবে। সে সবকিছু করতে পারতো। একারণেই সে আমার কাছে ইতিহাসের সেরা। আমি মনে করি তার মত আর কখনো কেউ আসবে না।"

https://www.youtube.com/watch?v=l-ePrnv0_VE

১৭| ১৪ ই জুন, ২০১৮ রাত ৮:০০

সত্যান্বেষ১২৩ বলেছেন: পেলে পাগলা ...

১৫ ই জুন, ২০১৮ সকাল ৯:০১

এম এম করিম বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। শুভকামনা।

১৮| ১৪ ই জুন, ২০১৮ রাত ৮:৪৮

অর্ক বলেছেন:

জাস্ট ফন্টেইন। ফ্রান্স। একাই তেরো গোল করেন সুইডেন (১৯৫৮) বিশ্বকাপে। অবিশ্বাস্য এক রেকর্ড। আজও অক্ষত। পরিসংখ্যান সবসময় সঠিক কথা বলে না। এরকম আরও কিছু খেলোয়াড় বিশ্বকাপ মাতিয়ে রেখেছিলেন, গার্ড মুলার (জার্মানি, রবার্তো ব্যাজিও (ইতালি), ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (জার্মানি), ইউসেবিও (পর্তুগাল) ইত্যাদি। এখানে সবচেয়ে পরিপূর্ণ ফুটবলার (আমার দেখা) জিনেদিন জিদান। ১৯৯৮ সালে বিশ্বকাপ বিশ্বকাপ জয়ে সিংহভাগ কৃতিত্বই তাঁর।

১৪ ই জুন, ২০১৮ রাত ৯:৪৫

এম এম করিম বলেছেন: পরিসংখ্যান কী বলবে, কতটা বলবে তা নির্ভর করে কিভাবে পরিসংখ্যান উপস্থাপন করা হল বা কোন ধরনের পরিসংখ্যান দেয়া হল। ১৯৫৮ তে জাস্ট ফন্টেইনের এক বিশ্বকাপে তের গোল ছাপিয়ে মানুষ ১৭ বছর বয়েসী পেলের কথা বলে। পেলে কোয়ার্টার ফাইনালে দলের একমাত্র গোল করেন, সেমিফাইনালে হ্যাট্রিক (দল জেতে ৫-২ এ), ফাইনালে দুই গোল (দল আবারো জেতে ৫-২ এ)। ১৯৭০ এ গার্ড মুলার ১০ গোল করেন। ৪ গোল করে আর ৫টি গোলে এসিস্ট করে পেলে তাকে ছাপিয়ে যান। ১৯৭০ এ পেলের মিসগুলোও ফুটবল রুপকথার অংশ।

আমি মনে করি জিদান ২০০৬ তে বেশি ভাল খেলেছে। ১৯৯৮ তে লাল কার্ড পাওয়ায় ১ বা ২ ম্যাচ জিদানকে ছাড়াই খেলতে হয়েছে ফ্রান্সকে। আর ১৯৯৮ ফাইনালে রোনালদোর অসুস্থতা এবং তার ফলে ভঙ্গুর ব্রাজিলকে হারানো খুব একটা কঠিন ছিল না।

১৯| ১৪ ই জুন, ২০১৮ রাত ৯:৩১

প্রামানিক বলেছেন: পেলের কাছে কেউ না।

১৫ ই জুন, ২০১৮ সকাল ৯:০২

এম এম করিম বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই মন্তব্যের জন্য। শুভকামনা।

২০| ১৪ ই জুন, ২০১৮ রাত ৯:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: পেলে সেরা খেলোয়ার। ৬৬ তে তাকে ফাউল করে আহত করে না ফেললে পেলে তথা ব্রাজিল সে বিশ্বকাপও জিততো। তারপরও ৪টির ৩টি বিশ্বকাপ কোন সাধারণ ঘটনা নয়। পেলের তুল্য কোন ফুটবলার এই গ্রহে জন্মেনি বাসও করে না ।

১৫ ই জুন, ২০১৮ সকাল ৯:০৩

এম এম করিম বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই মন্তব্যের জন্য। শুভকামনা।

২১| ১৪ ই জুন, ২০১৮ রাত ১০:০৮

অর্ক বলেছেন: সবাই নিঃসন্দেহে ভালো ফুটবলার! আরে ভাই মানুষের বলার কি আছে! ইউসেবিও ৬৬ বিশ্বকাপ এন কোরিয়া পর্তুগাল’র খেলা পরে দেখেছি। অতিমানবীয় ফুটবল খেলেছিল ইউসেবিও, একাই চার গোল করেছিল!

১৯৯৮ই জন্ম দিয়েছে জিদানকে। আপনি যেভাবে সরলীকরণ করছেন যে, রোনাল্ডো ছিল না বলে ৯৮ বিশ্বকাপ হারানো কঠিন ছিল না একেবারেই হাস্যকর, অত্যন্ত হাস্যকর! গোলশূন্য নিয়ে যেতো পুরো খেলা! এরকম সরলীকরণ ব্যাখ্যা, এর ওর উক্তি দিয়ে গঠনমূলক আলোচনা হয় না। কার্লোস ভালদোরামা বলেছিলেন, ম্যারাডোনা তাঁর জীবদ্দশায় দেখা সেরা খেলোয়াড়। বিভিন্নজন বিভিন্ন মত দিতেই পারে। সবাই যার যার অবস্থানেই থাকবেন।

১৪ ই জুন, ২০১৮ রাত ১০:৪৪

এম এম করিম বলেছেন: আপনিও তো মানুষ! আপনি যেমন জিদান ইউসেবিওর কথা বলেন এরকম অগুনতি মানুষ পেলের কথা বলে। ইউসেবিওর বেনফিকাকে পেলের সান্তোস কিভাবে হারিয়েছে ষাটের দশকে ইউটিউবে দেখেন, তারপর বলেন।

"১৯৯৮ই জন্ম দিয়েছে জিদানকে।" হতে পারে। যারা সেসময় ক্লাব ফুটবল ফলো করত তাদের কাছে অনেক আগেই জিদানের জন্ম হয়েছে। আর ১৯৯৮ এ ফ্রান্সের সেরা খেলোয়াড় জিদান নয়, লিলিয়ান থুরাম। চোখ কচলে ম্যাচগুলো আবার দেখুন।

বিয়েলসার পূর্ববর্তী সময়ের সেরা আর্জেন্টাইন ফুটবল পন্ডিত ধরা হয়ে মেনোত্তি কে। "বিভিন্নজন বিভিন্ন মত দিতেই পারে। সবাই যার যার অবস্থানেই থাকবেন।" আপনার সবকিছুকে সামারাইজ করে এটা। সে যাহোক - ডি স্টেফানো, বেকেনবাওয়ার, পুসকাস, ক্রুয়েফ, প্লাতিনি, জিকো, রোমারিও - (যাদের অনেকেই কোচ হিসেবেও বিখ্যাত ছিলেন) এদের মতামত কে আপনি যদি গঠনমূলক আলোচনার অংশ মনে না করেন তবে তো আর কথাই চলে না।

২২| ১৪ ই জুন, ২০১৮ রাত ১১:৩৬

অর্ক বলেছেন: আরেহ আপনি তো দেখছি বিশ্বকাপ থেকে ৬০ দশকের ক্লাব ফুটবলে চলে গেছেন! সম্ভবত আমার নানা দাদার বয়সী আপনি! পেলে নিঃসন্দেহে ভালো ফুটবলার। একটা খেলায় সে সময় যে একজনই ভালো খেলতেন তা নয়, আরও প্রচুর ভালো খেলোয়াড় ছিল! পেলে’র সময় ব্রাজিলেই আরও প্রচুর ভালো ফুটবলার ছিল, তাদের ভালো সাপোর্ট পেয়েছিলেন।

থুরাম নিশ্চয়ই ভালো খেলোয়ার, বিশ্বকাপ জয়ে বিরাট অবদান তাঁর, যেমন জিদান’র। বুঝলাম না, ৯৮ বিশ্বকাপ বিশ্বজুড়ে স্বীকৃত জিদানময় একটি বিশ্বকাপ। ক্লাব ফুটবলে আগে ভালো খেলে থাকবেন, আপনি যেমন বলছেন। ক্লাব ফুটবলে ম্যারাডোনা তাঁর সময়ে একবার ইতালি’র একটি মধ্যম সারি’র দল নেপোলিকে সম্ভবত আশি’র দশকের শেষে একাই লীগ চ্যাম্পিয়ন করে। সময় থাকলে ইন্টারনেটে চেক করে দেখতে পারেন। ইউরোপের ওরকম একটা প্রতিযোগিতামূলক ফুটবল টুর্নামেন্টে একক কৃতিত্বে (কথাটা প্রচলিত) নেপোলি’র মতো সাধারণ একটা দলকে লীগ শিরোপা জেতানো নিশ্চয়ই তাঁর ফুটবল দক্ষতার পরিচয় বহন করে।

আপনি যাদের কথা বলেছেন, তাদের সম্ভবত পেলের সমসাময়িক (রোমারিও ছাড়া) তাঁরা তাঁদের সাথী খেলোয়াড়কেই এগিয়ে রাখবেন, এটা না বোঝার কিছু নেই। এগুলো আদৌ তর্ক বিতর্কের বিষয় নয়! উভয়ই তাঁদের সময়ে শ্রেষ্ঠ খেলোয়াড়। সকলেরই বহু অর্জন আছে, যে কারণে তাঁরা কিংবদন্তি।

১৫ ই জুন, ২০১৮ সকাল ৮:৫৬

এম এম করিম বলেছেন: ১। ৫৮, ৬৬ র বিশ্বকাপ দেখেও যদি নাতিন থাকেন, সেই সময়ের ওয়ার্ল্ড ক্লাব কাপ দেখলে নানী/দাদী হয়ে যাবেন না।
২। ১৯৯৮ জিদানময়! গোল্ডেন বল কে জিতেছিল? গোল্ডেন বুট কে জিতেছিল? জিদান কয়টি গোল করেছিল এবং কয়টি করিয়েছিল? কয়টা ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিল?
৩। ক্লাব ফুটবলে পেলের সাফল্যের ব্যাপারে আপনার কোনো ধারণা আছে? সান্তোস যে গত শতকের সেরা পাঁচটি ক্লাবের একটি তা পুরোপুরিভাবে পেলের অবদান। নাপোলির নামই সেখানে নেই।
৪। "আপনি যাদের কথা বলেছেন, তাদের সম্ভবত পেলের সমসাময়িক (রোমারিও ছাড়া) তাঁরা তাঁদের সাথী খেলোয়াড়কেই এগিয়ে রাখবেন, এটা না বোঝার কিছু নেই।" এতই যখন বুঝলেন, তর্কে আসলেন কেন?

দেখুন, পড়ুন, জানুন ।
শুভকামনা।

২৩| ১৪ ই জুন, ২০১৮ রাত ১১:৪৪

কিশোর মাইনু বলেছেন: পেলের সাথে তুলনা করার দুঃসাহস স্বয়ং ম্যারাদোনা ও করতেননা।পরিসংখ্যানের কথা বললে পেলের একার জুলিতেই আছে ৩টি বিশ্বকাপ।ফ্রান্স+পর্তুগাল+আর্জেন্টিনা মিলে মোট কয়টা কাপ জিতেছে?!?!?
আর করিম ভাইয়ের কথায় বলব,পুরো দুনিয়া যেখানে পেলে কে চোখ বন্ধ করে সেরা হিসেবে মেনে নেয়,সেখানে আপনাদের গুটি কয়েকের মানা-না মানায় কিছুই যায় আসেনা।

১৫ ই জুন, ২০১৮ সকাল ৯:০৩

এম এম করিম বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। শুভকামনা।

২৪| ১৫ ই জুন, ২০১৮ রাত ১২:৪১

আবু তালেব শেখ বলেছেন: পেলেই সেরা বলা যায় নিঃসন্দেহে,,,,,,,,
ম্যারাডোনা সাহেব অনেক কুকীর্তি তে ভরপুর

১৫ ই জুন, ২০১৮ সকাল ৯:০৪

এম এম করিম বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। শুভকামনা।

২৫| ১৫ ই জুন, ২০১৮ রাত ১:২৪

হাসান রাজু বলেছেন: হা হা হা ....
এই পরিসংখ্যান ভুল তথ্য দেয়। এখানে অনেক গুলো ব্যাপার কাজ করে । সময়ে সময়ে খেলার নিয়ম পরিবর্তন করা হয়েছে । যেমন তখন অফসাইড ছিলনা।
পেলে পেয়েছেন সর্বকালের সেরা টিম যারা পেলে ছাড়াই ১৯৬২ সালে বিশ্বকাপ জিতে দেখিয়েছে।
ফুটবল তখন এতটা বৈজ্ঞানিক ও বুদ্ধিদিপ্ত ছিলনা। এখন যেমন একটা টিমকে রুখে দেয়ার জন্য ট্রেকটিস করতে প্রচুর ভিডিও ডেটা এনালাইসিস করা হয় এবং সফলতা ও প্রচুর।
পেলে অবশ্যই গ্রট খেলোয়াড়। কিন্তু গত শতাব্দীর সেরা খেলোয়াড় ছিলেন ম্যারাডোনা । ফিফার ভোটাভুটিতে সেটাই দেখা গেছে।জানেন সেই ফলাফল কেমন ছিল? পেলে ১৮% আর ম্যারাডোনা৫৩%।

১৫ ই জুন, ২০১৮ সকাল ৯:৩২

এম এম করিম বলেছেন: হাহাহাহাহা
তখন অফসাইড ছিল না ? কোত্থেকে পেলেন এই তথ্য। না জেনে কথা বলেন কেন?

১৯৭৮ সালে ১৮ বছরের ম্যারাডোনাকে দলে না নিয়েও বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা।

ফিফা ইন্টারনেট পোলে ম্যারাডোনা জিতেছিল। এটাই স্বাভাবিক কারণ নতুন প্রজন্ম পেলের খেলা দেখেনি। পেলের খেলা যারা দেখেছে তারা হয়তো ইন্টারনেট ব্যবহার করতেই জানে না।
1 Maradona Argentina 53.6%
2 Pelé Brazil 18.53%
3 Eusébio Portugal 6.21%

ফুটবল জার্নালিস্ট, অফিসিয়াল এবং কোচদের ভোটে পেলে জিতেছিল। পেলে ৭২'৭৫%, ম্যারাডোনা ৬%।
1 Pelé Brazil 72.75%
2 Alfredo Di Stéfano Argentina 9.75%
3 Diego Maradona Argentina 6.0%

ক্লদিও ক্যানিজিয়া কে মনে আছে? ২০১২ তে এক সাক্ষাৎকারে তিনি বলছেনঃ 'সেরা খেলোয়াড় পেলে, দিয়েগো এবং ইয়োহান ক্রুয়েফ - এই ক্রমানুসারে'। লিঙ্ক নিচে।

https://www.cronista.com/deportes/Caniggia-sorprende-Pele-fue-mejor-que-Maradona-20120311-0005.html

২৬| ১৫ ই জুন, ২০১৮ রাত ১:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: আমার প্রিয় খেলোয়াড় রোমারিও ।

২২ শে জুন, ২০১৮ দুপুর ২:৩১

এম এম করিম বলেছেন: ৯৪ এ আমিও তার ফ্যান ছিলাম।

২৭| ১৫ ই জুন, ২০১৮ রাত ২:১৬

সৈয়দ ইসলাম বলেছেন: এখানের বাহিরে হইলে হইবে?

২২ শে জুন, ২০১৮ দুপুর ২:৩২

এম এম করিম বলেছেন: আপনার নিজস্ব মতামতে যে কেউ হতে পারে।

২৮| ১৫ ই জুন, ২০১৮ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: হুম।

২২ শে জুন, ২০১৮ দুপুর ২:৩২

এম এম করিম বলেছেন: হুম।

২৯| ১৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক।

২২ শে জুন, ২০১৮ দুপুর ২:৩৩

এম এম করিম বলেছেন: ঈদ মোবারক।

৩০| ২৩ শে জুন, ২০১৮ সকাল ৭:৫২

এভো বলেছেন: মারাডোনাকে পেলের পরের শ্রেষ্ঠ খেলোয়ার হিসাবে বর্তমানে প্রায় প্রতিষ্ঠিত হয়ে গেছে কিন্তু বিশ্বের ফুটবল বোদ্দারদের মতে পেলের পরের শ্রেষ্ঠ খেলোয়ার মারাডোনা নন , তিনি হোলেন আরেক আর্জেন্টিনিয়ান কিন্তু পরে স্পেনে চলে গিয়েছিলেন মেসির মত এবং আর্জেন্টিনা দলে মেসির মত খেলেন নি , তিনি হোলেন আলফার্ডো স্টিফানো , পেলের আবির্ভাবের আগে বিশ্বের শ্রেষ্ঠ খেলোয়ার । তখন কার অন্য সেরা খেলোয়ার ছিলেন ফ্রেন্চ পুসকাস । এখানে উল্লেখ পেলে সহ ঐ সমস্ত খেলোয়ারের খেলা বিশ্বের মানুষ সচক্ষে এখনকার মত দেখতে পায় নি এবং নতুন জেনারেশন ততখানি অবগত নহেন ।

২০০০ সালে শতাব্দির সেরা ফুটবল খেলোয়ার নির্বাচন করার জন্য ফিফা অন লাইনে ভোটের ব্যবস্থা করে এবং নিয়ম ভঙ্গ করে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন তাদের দেশের মানুষকে মারাডোনার পক্ষে ভোট দেওয়ার জন্য প্রচারনা চালায়, যার কারনে ব্যপক সংখ্যক আর্জেন্টিনিয়ান অন লাইনে মারাডোনার পক্ষে ভোট দিয়ে তাকে চাম্পিয়ান করে দেয় , ফিফা এই রেজাল্টাকে স্থগিত করে , বিশ্বের সব দেশের বড় বড় খেলোয়ার , কোচ এবং ক্রীড়া সংবাদিকদের নিয়ে শ্রেষ্ঠ খেলোয়ার নির্বাচনের উদ্দোগ নেনে , তাদের ভোটে ( ৭২% ) ভোটে পেলে প্রথম হন , ৯% ভোটে আলফার্ডো স্টিফানো হন দ্বিতীয় এবং ৬% ভোট পেয়ে মারাডোনা হন তৃতীয় ।
যেহেতু কন্ট্রভার্শিয়াল অন লাইন ভোটে মারাডোনা প্রথম হন এবং এই ভোটে মুলত নতুন জেনারেশন অংশ গ্রহন করে , তাই পেলে এবং মারাডোনাকে যৌথভাবে সেরা খেলোয়ার ঘোষনা করে ফিফা ।
মারাডোনা যেমন মিডিয়ার সাপোর্টে পেলের পরের স্থান পেয়ে গেছে , ঠিক তেমনি মেসি মিডিয়ার বদৌলতে পেলে , মারাডোনা , ক্রউফ , বেকেনবাওয়ার , জিকোর লেবেলে নিয়ে আসা হয়েছে । মেসি নি:সন্দেহে এ যুগের সেরা খেলোয়ার কিন্তু তাকে কিন্তু উপরের লেবেলে নেওয়া যায় না , মেসিকে ব্রাজিলের রোনাল্ডো বা জেনেদিন জিদান -- এই সমস্ত খেলোয়ারের সাথে এক কাতারে আনা যায় এবং সেটাই তার সঠিক অবস্থান এবং ক্রিস্টিয়ানা রোনাল্ড , নেইমার এই লেবেলের ই খেলোয়ার । মেসি যদি মারাডোনার লেবেলের হয়, তাহোলে ক্রিস্টিনা রোনাল্ড বা নহে কেন ??? মেসির সাথে সি আর ৭ পার্থক্য কতখানি ?
আজকে মেসির সাথে সি আর ৭ যে হাড্ডা হাড্ডি লড়াই , ঠিক তেমনি হাড্ডা হাড্ডি লড়াই ছিল জিকো এবং মারাডোনার মধ্যে কিন্তু ১৯৮৬ সালে মারাডোনার নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপ বিজয়ের পর মারাডোনার স্টাটাস জিকোর উপরে চলে যায় । ১৯৮৬ বা ১৯৮২ তে ব্রাজিল চাম্পিয়ান হলে জিকোর স্টাটাস অন্য রকম হোত ।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৫

এম এম করিম বলেছেন: ধন্যবাদ আপনার বিস্তারিত মন্তব্যের জন্য। সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.