নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মধ্যে লিখি

এম এম করিম

মাঝে মধ্যে লিখি

এম এম করিম › বিস্তারিত পোস্টঃ

হাওয়া হাওয়া এ হাওয়া খুশবু লুটা দে - ছেলেবেলার গান

২১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২০



১৯৮৭ সাল। পাকিস্তানের উঠতি পপ সিঙ্গার হাসান জাহাঙ্গীরের একটি এলবাম বের হলো। এলবামের নাম 'হাওয়া হাওয়া'। এলবামটি রেকর্ড করা হয়েছিল ১৯৮৬ সালে। দু'একটা গান জনপ্রিয় হবে এমনটা আশা করলেও, কারুরই ধারণা ছিলনা সেটা এত আলোড়ন তুলবে। রিলিজের পর পাকিস্তান তো বটেই, পুরো উপমহাদেশ দাপিয়ে বেড়িয়েছে এলবামের গানগুলো। যারা সে সময়টা পার করেছে তাদের নিশ্চয়ই মনে আছে কতটা ক্রেজ ছিল হাসান জাহাঙ্গীরের সেই এলবাম - বিশেষ করে 'হাওয়া হাওয়া এ হাওয়া খুশবু লুটা দে' গানটি। তিন দশক পেরিয়ে গেছে। সেই সুর যে এখনো মানুষের মনে সমান আলোড়ন তুলতে সক্ষম তার প্রমাণ গত বছরের 'মুবারাকান' সিনেমার 'বয়ফ্রেন্ড বানা দে' গানটির শ্রোতাপ্রিয়তা দেখে। এখন পর্যন্ত প্রায় সাড়ে আট কোটিবার দেখা হয়েছে গানটি।

হাওয়া হাওয়া। সুর ও কন্ঠঃ হাসান জাহাঙ্গীর

তবে গানটিকে মৌলিক বলতে আমার আপত্তি আছে। মূল সুরের কৃতিত্ব দিতে হবে বিপ্লব-পূর্ববর্তী ইরানিয়ান শিল্পী কোরৌশ ইয়াঘমাঈ - কে। ইরানে psychedelic রকের জনক বলা হয় তাঁকে। ইরানিয়ানরা তাঁকে জিমি হেন্ড্রিক্স বা জিমি পেইজের সমতুল্য গিটারিস্ট মনে করতেন। ১৯৭৪ সালে বের হয় তাঁর প্রথম এলবাম 'গোল-এ-ইয়াখ'। সেই এলবামের একটি গান 'হাভার হাভার' (বাংলা অর্থ চিৎকার চিৎকার)। ইরানী দাদরা-য় আরোপিত সুরের গানটির প্রায় হুবহু কপি হাসান জাহাঙ্গীরের গানটি। যদিও পরে সাক্ষাৎকারে হাসান জাহাঙ্গীর সেটা স্বীকার করেছেন, আমার মনে হয় না উপমহাদেশে খুব বেশি লোক আশির দশকে এই তথ্যটি জানতেন।

হাভার হাভার

সে জন্যই বোধ করি মুবারাকান সিনেমার প্রযোজক জাহাঙ্গীরের অনুমতি না নিয়েই তাঁর সুর ব্যবহার করেন।

মুবারাকান সিনেমার হাওয়া হাওয়া গান। শিল্পী মিকা সিং ও প্রকৃতি কাকার

তবে এটাই প্রথম নয়। জাহাঙ্গীরের হাওয়া হাওয়া গানের কপি/রিমেক বলিউডে আগেও হয়েছে।

গানঃ জাওয়া জাওয়া ইশক জাওয়া মুভিঃ বিল্লু বাদশাহ (১৯৮৯) সুরকারঃ জগজিৎ সিং শিল্পীঃ গোবিন্দ


আয়া আয়া ও আয়া মুভিঃ আগ কা গোলা (১৯৮৯) সুরকারঃ বাপি লাহিড়ী শিল্পীঃ অলকা ইয়াগনিক, বাপি লাহিড়ী

বাংলাদেশও পিছিয়ে নেই।
ও টুনির মা সুরঃ আজমির বাবু শিল্পী প্রমিত

ব্যবহৃত হচ্ছে ধর্মীয় শিক্ষার ক্ষেত্রেও !!

হুজুর গাইছেন 'ও টুনির মা'

আর আপনি গাইতে চাইলেঃ
হাওয়া হাওয়া কারাওকি

ঈদ মোবারাক সবাইকে!!

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৫

ভুয়া মফিজ বলেছেন: স্বীকার করে নিলে ক্রিয়েটিভ কাজগুলো কপি করা দোষের না।
একটা গানের সুরের দেশে দেশে ভ্রমন, ভালোই লাগলো আর সেইসঙ্গে আপনার বিস্তারিত লেখাটাও।

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০৯

এম এম করিম বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
ঈদ মোবারাক!

২| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২০

রাজীব নুর বলেছেন: ঈদ মোবারক।

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২২

এম এম করিম বলেছেন: ঈদ মোবারক ভাই!

৩| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২০

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই কালকে আমি সারাদিন বাসায়, একটা ভালো গানের নাম বলেন যেটা ১০০ বার শুনতে পারি।

২১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪৫

এম এম করিম বলেছেন: ভাই কোন ধরনের গান এটা জানলে ভাল হত।

২১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৪

এম এম করিম বলেছেন: বাংলা
https://www.youtube.com/watch?v=t4TAB6ohPQM&list=PLwHVj8zT1YOs-PXTDU4oDFKRR759b3VjJ

ইংরেজী

https://www.youtube.com/watch?v=hLQl3WQQoQ0

https://www.youtube.com/watch?v=RBumgq5yVrA&list=PL64G6j8ePNupLwEYEHhcc9WffXyHvXEin

https://www.youtube.com/watch?v=jsPxjJDRIGE

ইউটিউব খুঁজে দিলাম।

৪| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪৮

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনার পছন্দের একটা! আমার বয়স ১৬ বছর, এখন বিবেচনা করেন!

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০০

এম এম করিম বলেছেন: আপনার মন্তব্য দেখার আগেই উপরের মন্তব্যে পাঠিয়ে দিয়েছি। প্লেলিস্ট বেশি। শুনে দেখতে পারেন। আমি পুরনো গান শুনি। সেসব হয়তো ভাল লাগবে না। আপনার ছুটি নষ্ট করতে চাই না।

৫| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫১

বাকপ্রবাস বলেছেন: সুর কপি হতে পারে সেটাকে আমার কিছুই মনে হয়না, সুর প্রকৃতির দান, সেটা মানুষ শব্দে প্রকাশ করে শব্দ থেকে শব্দে প্রভাবিত হতে পারে, স্বীকার করাটা ভাল তাতে তার প্রতি ভক্তিটা চলমান থাকে, ঘুরেফিরে সৃষ্টিকর্তা ছাড়া মৌলিক আর কিছুই নাই।

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩১

এম এম করিম বলেছেন: ধন্যবাদ। ঈদ মোবারাক!

৬| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৯

ব্লগার_প্রান্ত বলেছেন: adele/ passengers এর গান আগেই শুনেছি B-) B-) থ্যাংকু

https://www.youtube.com/watch?v=rnKbImRPhTE

https://www.youtube.com/watch?v=Lin-a2lTelg

https://www.youtube.com/watch?v=SCOHx9rkado&start_radio=1&list=RDSCOHx9rkado

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২৯

এম এম করিম বলেছেন: আপনার পছন্দের তারিফ করতে হয়।

আমার চোখে উপমহাদেশের সেরা দুই পুরুষ প্লেব্যাক সিঙ্গারের গান শোনার অনুরোধ থাকলো - মোহাম্মদ রফি এবং কে এল সায়গল। নিচে একটা করে স্যাম্পল।

https://www.youtube.com/watch?v=ORFczJpiwfI

https://www.youtube.com/watch?v=7lZLePeN7BA

৭| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:



এটা একটা ফালতু বিদেশি গান....

২২ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:২৮

এম এম করিম বলেছেন: আমি তো বলি নি যে এটা ভাল গান।
বেশিরভাগ জনপ্রিয় গানই তো ফালতু।

৮| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫১

চাঙ্কু বলেছেন: শুনি নাই। আফসুস

২২ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:০৪

এম এম করিম বলেছেন: আফসোস রাইখেন না।

ঈদ মোবারাক!

৯| ২২ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৪৮

স্রাঞ্জি সে বলেছেন:

@প্রীশু নিবেন। ঈদ মোবারক।

২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪০

এম এম করিম বলেছেন: ঈদ মোবারক!

১০| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৪

মীর শাহেদুর রহমান বলেছেন: এই গান টা শুধু পিওরলি শোনা যায় এটা দিয়ে । নইলে এর প্রকৃত সুর , লয়, তাল বুঝা যায়না ।

২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৩২

এম এম করিম বলেছেন: ধন্যবাদ। ঈদ মোবারক।

১১| ২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১০

রায়হান০৭৩ বলেছেন: গানটা ঐ সময় রাসতাঘাঠে ্ব বাজতে থাকত। বিশেষ করে মহললার ভিডিও club গুলোতে।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৪

এম এম করিম বলেছেন: হ্যা অসম্ভব পপুলার ছিলো গাইনটা।

১২| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১২:৫৬

কুয়াশা বলেছেন: আরো একটা সিনেমায় এই গানটা ব্যবহার হয়েছে নিচে তার লিংক Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.