নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মধ্যে লিখি

এম এম করিম

মাঝে মধ্যে লিখি

এম এম করিম › বিস্তারিত পোস্টঃ

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব, কত সময় লাগে এবং কত লাগা উচিত

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২৪




এমন ৃশ্য কেবল স্বপ্নেই দেখা যায়।

ছবিঃ Masum-al-hasan (https://commons.wikimedia.org/wiki/File:Dhaka_Chittagong_Highway.jpg)

সেদিন ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে এসি বাসে ৬৫ কিমি দূরত্ব অতিক্রম করলাম ৬ ঘন্টায়। অর্থাৎ প্রতি ঘন্টায় গড়ে প্রায় ১১ কিমি। মাইল হিসেবে ধরলে প্রতি ঘন্টায় ৬.৭৩ মাইল। বাসে বসে ভাবছিলাম হাইওয়েতে অন্যান্য দেশে গড় স্পীড কত? একটি উন্নত দেশে কয়েক বছর ছিলাম। সেখানে যে দূরত্ব গাড়ী হাঁকিয়ে লোকজন প্রতিদিন কর্মস্থলে যায়, সে দূরত্বে থেকে আমি প্রতি সপ্তাহে প্রিয়জনের কাছে আসতে ভয় পাই।

ঢাকা-চট্টগ্রামের দূরত্ব ২৫৬ কিমি বা ১৬০ মাইল। ধরে নিচ্ছি আপনি সাড়ে ৫ ঘন্টায় তা অতিক্রম করছেন। সেক্ষেত্রে আপনার গতিবেগ ঘন্টায় ২৯ মাইল।


জার্মানীতে এই দূরত্ব অতিক্রম করবেন ১৬০/৮০= ২ ঘন্টায়
ফ্রান্সে এই দূরত্ব অতিক্রম করবেন ১৬০/৮০= ২ ঘন্টায়
ইতালীতে এই দূরত্ব অতিক্রম করবেন ১৬০/৮০= ২ ঘন্টায়

যুক্তরাজ্যে এই দূরত্ব অতিক্রম করবেন ১৬০/৭০ = ২ ঘন্টা ১৫ মিনিটে

পর্তুগালে এই দূরত্ব অতিক্রম করবেন ১৬০/৭৫ = ২ ঘন্টা ২০ মিনিটে
ভিয়েতনামে এই দূরত্ব অতিক্রম করবেন ১৬০/৭৫ = ২ ঘন্টা ২০ মিনিটে
পাকিস্তানে এই দূরত্ব অতিক্রম করবেন ১৬০/৭৫ = ২ ঘন্টা ২০ মিনিটে

রাশিয়াতে এই দূরত্ব অতিক্রম করবেন ১৬০/৬৮= ২ ঘন্টা ৩০ মিনিটে
মেক্সিকোতে এই দূরত্ব অতিক্রম করবেন ১৬০/৬৮= ২ ঘন্টা ৩০ মিনিটে
মালয়েশিয়াতে এই দূরত্ব অতিক্রম করবেন ১৬০/৬৮= ২ ঘন্টা ৩০ মিনিটে

োৌদি আরবে এই দূরত্ব অতিক্রম করবেন ১৬০/ ৬২ = ২ ঘন্টা ৩৫ মিনিট থেকে
শ্রীলঙ্কায় এই দূরত্ব অতিক্রম করবেন ১৬০/ (৫০ থেকে ৬৮) = ২ ঘন্টা ৩০ মিনিট থেকে ৩ ঘন্টা ১০ মিনিট
কানাডায় এই দূরত্ব অতিক্রম করবেন ১৬০/ (৫০ থেকে ৬৮) = ২ ঘন্টা ৩০ মিনিট থেকে ৩ ঘন্টা ১০ মিনিট
চীনে এই দূরত্ব অতিক্রম করবেন ১৬০/(৫০ থেকে ৬২) = ২ ঘন্টা ৩৫ মিনিট থেকে ৩ ঘন্টা ১৫ মিনিট

যুক্তরাষ্ট্রে এই দূরত্ব অতিক্রম করবেন ১৬০/৫৫= ৩ ঘন্টার কম সময়ে
ভারতে এই দূরত্ব অতিক্রম করবেন ১৬০/৫৫= ৩ ঘন্টার কম সময়ে


বাংলাদেশে এই দূরত্ব অতিক্রম করবেন ১৬০/২৯= ৫ ঘন্টা ৩০ মিনিটে
এবং সত্যিই আপনি বাংলাদেশে এই দূরত্ব অতিক্রম করবেন ৭ থেকে ১২ ঘন্টায়














মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:১৫

মাহের ইসলাম বলেছেন: ঈদের বন্ধে সাড়ে ৪ ঘন্টায় চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়া গেছে।
অবশ্য, এমন দিন বছরে সচরাচর পাওয়া যায় না।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০১

এম এম করিম বলেছেন: আবার ঈদের আগের কথা ভাবুন!

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:২৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: কি আর করবেন দাদা; এভাবেই আমরা চলতে থাকি; যতক্ষণ পর্যন্ত না আমরা দাড়িয়ে যাই!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১১

এম এম করিম বলেছেন: সত্য কথা।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:১৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশ তো কোনো উন্নত দেশ নয় এমনকি মধ্যম সারির দেশও নয় যে সেখানে এই দূরত্ব ৩-৪ ঘন্টায় অতিক্রম করা যাবে ! রাজনীতিবিদদের দেশ নিয়ে ভুয়া প্রপোগান্ডায় মহাশুন্যে ভেসে না থেকে বাস্তব জগতে নেমে আসুন।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪২

এম এম করিম বলেছেন: বাস্তবেই আছি।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৪:১২

চাঁদগাজী বলেছেন:



আপনার ওজন ঠিক করেন, আপনি বাসে্ উঠলে বাসের গতি কমে যায়

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৪

এম এম করিম বলেছেন: হাহাহাহা আমার ওজন ৫৭ কেজি।

চাঁদের ওজন 7.35x10^22 kg। অবশ্য চাঁদ গাজী বা শহীদ হবার উপর ভিত্তিতে ওজনে তা্রতম্য হয় বলে জানা নাই।

ট্রাম্প না, আম্রিকারে তো মিয়া আপনে ডুবাইসেন !!!

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৪:৪৮

কলাবাগান১ বলেছেন:
মেট্রোরেল আসছে...জাপানে তৈরী বগীর ছবি দেখুন...

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৬

এম এম করিম বলেছেন: মেট্রো চড়ার স্বপ্ন দেখতে দেখতে বুড়া হয়ে গেলাম!!!

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৫:৩৪

কেএসরথি বলেছেন: কানাডায় যখন গাড়ী চালাই, আমার হিসাবটা অনেকটা এইরকম:
১০০ কি:মি: যেতে ১ ঘন্টা ১৫ মিনিট। তাহলে ১ কিমি যেতে ১ মিনিট ১৫ সেকেন্ড (খুচরা হিসাব)।

এখানে হাইওয়েতে হাই ওকুপেন্সী ভেহিকল বলেও একটি লেন থাকে, যা রাস্তার একবারে বামে (বাংলাদেশের জন্য বলে ডানে হবে)। এই লেনে আপনি গাড়ী চালাতে পারবেন, যদি আপনার গাড়ীতে যাত্রীর সংখ্যা ২ অথবা অধিক হয়।

কানাডায় যখন গাড়ী চালাই, আমার হিসাবটা অনেকটা এইরকম:
১০০ কি:মি: যেতে ১ ঘন্টা ১৫ মিনিট। তাহলে ১ কিমি যেতে ১ মিনিট ১৫ সেকেন্ড (খুচরা হিসাব)।

এখানে হাইওয়েতে হাই ওকুপেন্সী ভেহিকল বলেও একটি লেন থাকে, যা রাস্তার একবারে বামে (বাংলাদেশের জন্য বলে ডানে হবে)। এই লেনে আপনি গাড়ী চালাতে পারবেন, যদি আপনার গাড়ীতে যাত্রীর সংখ্যা ২ অথবা অধিক হয়।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৭

এম এম করিম বলেছেন: আমাদের যারা এসব কাজের সাথে জড়িত তারা দেশের বাইরে ঠিকই যান কিন্তু এসব দেখেন না।

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:২২

রাজীব নুর বলেছেন: তাহলে দেশ উন্নয়নের মহাসড়লে কিভাবে গেল?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৯

এম এম করিম বলেছেন: মহাসড়কে তো আছেই। কীভাবে বা কত বেগে যাচ্ছে সেটাই বিবেচ্য।

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৮

বাংলার মেলা বলেছেন: এসি বাসগুলো হানিফ/শ্যামলীর চেয়ে কিছুটা দ্রুতগতির হয়, কারণ এগুলোতে দ্রুত চালালেও জানালায় ঝাকাঝাকির বিশ্রী শব্দ হয়না। আমি গত নভেম্বরে রিল্যাক্স পরিবহণের একটি বাসে দুপুর আড়াইটায় দামপাড়া থেকে উঠি এবং অবিশ্বাস্যভাবে সন্ধ্যা সাতটায় কমলাপুরে এসে নামি। মাঝখানে চৌদ্দগ্রামের মিয়াবাজারে ২৫মিনিটের একটি যাত্রাবিরতি করেছিল। আরেকদিন দেশ পরিবহনের একটি এসি বাসে বিকাল চারটায় সময় উঠি এবং রাত দু'টার সময় কল্যাণপুরে এসে নামি। সন্ধ্যা সাতটায় ছিলাম কুমিল্লার গৌরীপুরে, আর রাত পৌনে একটার সময় সোনারগাঁয়ে। এই ২৫ কিলোমিটার পাড়ি দিতে সেদিন লেগেছিল প্রায় ছয় ঘন্টা।
বাকী ২৩১ কিলোমিটার পাড়ি দিয়েছি ৪ ঘন্টারও কম সময়ে। দুইটা ব্রিজ হল এই রূটের দুঃখ।

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৮

অপু দ্যা গ্রেট বলেছেন:



দেখুন আমি এখন যেই মন্তব্যটা করতে যাচ্ছি আপনার ভাল লাগবে না ।

সেটি হলো আপনি যদি জেনে থাকেন তবে বলা উচিত না । আর না জেনে থাকলে সেটা হলো ব্রিজের কাজ চলছে । আমি গত বছর যখন চট্টগ্রাম একটা প্রোগ্রামে গিয়েছি তখনও জ্যামের ব্রিজের জ্যামে জন্য ই দেরি হয়েছে । তবে ফেনীর পর আমাদের গাড়ি শুধু ছুটেছে । সকাল সাতটায় রওনা দিয়ে বিকেল তিনটায় চট্টগ্রাম পৌছাই ।

আগে ব্রিজ গুলো তো হতে দিন । এখন এটা বলবেন না যে আমি লীগ করি । আমি কিছুই করি না । শুধু সময় নিতে বলেছি ।

আপনার জন্য ই বলছি যে আমি মোহম্মদপুর থেকে গাজীপুর যেতে ভয় পাই । কারন উত্তরা পর্যন্ত যেতে আমার সময় লাগে দেড় ঘন্টা আর উত্তরা থেকে গাজীপুর তিন ঘন্টা । যেখানে আমি একটা সময় ২৫ মিনিটে যেতে পারতাম । রাস্তার কাজ শেষ হলে ২৫ মিনিট ই লাগবে ।

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনার লিস্টে উল্লেখিত দেশগুলোর জনসংখ্যা/আয়তন বিবেচনা করে দেখার অনুরোধ রইলো। আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ঘাটতির সাথে অতিরিক্ত পরিবহন এবং যাত্রী সংখ্যা দায়ী এই গতি স্থবিরতার জন্য।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২৯

এম এম করিম বলেছেন: "_____________________ অতিরিক্ত পরিবহন এবং যাত্রী সংখ্যা দায়ী এই গতি স্থবিরতার জন্য"

আমার মনে হয় না। মাথাপিছু মোটর গাড়ির সংখ্যায় বাংলাদেশের অবস্থান ১৯২টি দেশের মধ্যে ১৮৯ তম। নিচের লিঙ্কে বিস্তারিত।

https://en.wikipedia.org/wiki/List_of_countries_by_vehicles_per_capita

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩৫

এম এম করিম বলেছেন: ইথিওপিয়া, ঘানা, কেনিয়া, ইয়েমেন, আফগানিস্তান এসব দেশেও বাংলাদেশের চাইতে বেশি পরিবহণ আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.