নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৃষ্টিসুখের উল্লাসে

মোঃ ইয়াসির ইরফান

পৃথিবীর সব রাজনীতিবিদ যদি কবিতা ভালোবাসতেন অথবা সব কবি যদি রাজনীতিবিদ হতেন তাহলে পৃথিবীটা আরো সুন্দর ও বাসযোগ্য হয়ে উঠতে পারত। -জন এফ কেনেডী

মোঃ ইয়াসির ইরফান › বিস্তারিত পোস্টঃ

ছয় সহস্রাধিক শিক্ষার্থীর শান্তিপূর্ণ সমাবেশে সন্ত্রাসবাদকে না বললো, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম

০১ লা আগস্ট, ২০১৬ রাত ৯:৫৯

ঘটনাটা অভূতপূর্ব, অভাবনীয় ।
আইআইইউসি’র গত দুই দশকের ইতিহাসে এমন ঘটনা আর কখনো ঘটেনি । এত শিক্ষার্থীর সমাগমে, এত বড় আয়োজন ইতিপূর্বে দেখেনি দেশের সবচেয়ে বড় বেসরকারী বিশ্ববিদ্যালয়টি ।




সন্ত্রাসবাদ আর অন্যায়ভাবে মানুষ হত্যা কে ‘না’ বলতে এক র‍্যালী ও মানব বন্ধনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । যেখানে বিভিন্ন অনুষদের ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে, প্রায় মাসাধিক কাল পরে প্রাণ চাঞ্চল্য ফিরে পায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ।
বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের পাশে অবস্থিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় দুই কিলোমিটার জুড়ে মানব বন্ধনেও অংশ নেয় এখানখার শিক্ষার্থী, শিক্ষক ও বিভাগীয় প্রধানরা ।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত উপচার্য্য এবং উপ-উপচার্য্য, ডক্টর দেলোয়ার হোসেন । ছিলেন বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকরা । প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য

দুপুরে লাঞ্চের ব্যবস্থা ছিল, সকল শিক্ষার্থী, কর্মচারী, শিক্ষক ও অতিথিদের জন্য । খাওয়া-দাওয়ার পরে, যোহরের নামায শেষে, দুপুর সোয়া দুইটার দিকে শিক্ষার্থীদের বাস চট্টগ্রাম শহর অভিমুখে যাত্রা করলে, এই মহা আয়োজনের সমাপ্তি ঘটে ।
এর আগে সকাল সাড়ে নয়টায় চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থান থেকে প্রায় শতাধিক বাস ছেড়ে যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে, কুমিরায় অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের লক্ষ্যে । গরমের তীব্রতা সত্ত্বেও ছয় সহস্রাধিক ছাত্র-ছাত্রীর মহা সম্মিলনে, শান্তিপূর্ণ এবং সুশৃংখলতার সাথে সন্ত্রাসবাদকে ‘না’ বলা হয় ।

সহস্র কন্ঠে ঘোষণা করা হয়, “জঙ্গীবাদের আস্তানা, আইআইইউসিতে হবে না” ।


সূত্র : "দেশের সবচেয়ে বড় প্রাইভেট বিশ্ববিদ্যালয় : সবচেয়ে বড় মানববন্ধন"

সূত্র : গুলশান হামলার প্রতিবাদে আই আই ইউ সির বিশাল মানববন্ধন

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ১১:০৩

ডঃ এম এ আলী বলেছেন: শুধু মুখে বললেই চলবেনা ছাত্রদেরকে সন্ত্রাস বিরূধী কর্মকার্ডে সক্রিয় ভুমিকা পালন করতে হবে । অনলাইন মিডিয়াতে অনেককেই দেখা যায় বেশ কায়দা করে সন্ত্রাসীদেরকে একটু কেমন যেন সাইড দিয়ে যাচ্ছেন , তাদেরকে প্রতিহত করার জন্য ছাত্ররা পারেন বেশী বেশী করে লিখতে বা সে সমস্ত মন্তব্য বা পক্ষপাতপুর্ণ কৌশলী লিখার দাতভাঙ্গ্ জবাব দিতে ।
শুভেচ্ছা রইল

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১২:২৯

মোঃ ইয়াসির ইরফান বলেছেন: জ্বী, অবশ্যই স্যার ।
সন্ত্রাসী ও সন্ত্রাসবাদকে সাইড নয় বরং প্রতিহত করতে হবে ।
ভাল থাকবেন, স্যার । শুভেচ্ছা নিবেন । :)

২| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১২:৫১

অরুনি মায়া অনু বলেছেন: এভাবেই মানুষের বিবেককে জাগ্রত করতে হবে, সন্ত্রাসীদের রুখতে হবে।

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১২:৫৫

মোঃ ইয়াসির ইরফান বলেছেন: হ্যাঁ, অবশ্যই ।
ইনশাআল্লাহ, মানুষের বিবেকও জাগ্রত হবে... হচ্ছে । সন্ত্রাসীরাও আর নিস্তার পাবে না ।
ধন্যবাদ । ভাল থাকবেন ।

৩| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১:২৭

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের জন্য ।

০২ রা আগস্ট, ২০১৬ সকাল ৯:২৭

মোঃ ইয়াসির ইরফান বলেছেন: ধন্যবাদ স্যার আপনাকেও । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.