নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৃষ্টিসুখের উল্লাসে

মোঃ ইয়াসির ইরফান

পৃথিবীর সব রাজনীতিবিদ যদি কবিতা ভালোবাসতেন অথবা সব কবি যদি রাজনীতিবিদ হতেন তাহলে পৃথিবীটা আরো সুন্দর ও বাসযোগ্য হয়ে উঠতে পারত। -জন এফ কেনেডী

মোঃ ইয়াসির ইরফান › বিস্তারিত পোস্টঃ

আমার শহর আমার নগর

০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৬



ছবি : তৌহিদুল ইসলাম (আমার দেখা অন্যতম সেরা ফটোগ্রাফার)

আযানের সুমধুর সুরে
ভাঙে ঘুম কাক ডাকা ভোরে,
উঠে জেগে আগে-পরে
ব্যস্ত শহর চাটগাঁ ।
অলসতা ঝেড়ে ছোটাছুটি বাড়ে,
ঝোলাঝুলি চলে টেম্পু-বাস-রাইডারে,
হেলেদুলে কোলাহলে
মুখরিত নগর চাটগাঁ ।

এই নগর আমার নগর
এই শহর আমার শহর
এই পথে দৌড়ে হেঁটে, বেড়ে উঠে কত নাম
বেসেছি ভালো, বলেছি তাকে-
আমার প্রাণ, প্রিয় চট্টগ্রাম ।।

চকবাজারের ভিড়ে,
কত স্মৃতি কান্না হাসি ঘুরে ফিরে,
পা বাড়ালেই ডাকে প্যারেড মাঠ ।
খেলার পরে কিবা অবসরে,
জমেছে আড্ডা কথার ভিড়ে,
সে ক্ষণ বুঝি হয়েছে লোপাট ।

পলোগ্রাউন্ডের বাণিজ্য মেলা,
লালদীঘির বলিখেলা,
নানা রঙে রাঙা লাজে-
লাজুক নগর চাটগাঁ ।
সিআরবির সবুজ বটতলা,
চেরাগী পাহাড়ে বিকেল বেলা,
রঙে সঙে শত সাঁজে-
রঙিন শহর চাটগাঁ ।

এই নগর আমার নগর,
এই শহর আমার শহর,
এই খানে বামে ডানে, নানা কোণে কত নাম
বেসেছি ভালো, জেনেছি তাকে-
আমার প্রাণ, প্রিয় চট্টগ্রাম ।।


কর্ণফুলী নদীর তীরে,
সী বিচের সাগর পাড়ে,
মাতাল হাওয়ায় দোলে প্রকৃতির রুপোচ্ছাস ।
বর্ষা দিনে শহর জুড়ে,
জল কাঁদা তে ভিজে পুড়ে,
অম্ল মধুর যাতনায় উদাসী দীর্ঘশ্বাস ।

নতুন পুরনো অট্টালিকা,
কত না মানুষ পথে দেখা,
অষ্ট প্রহর মায়ার বহর
মায়াবী নগর চাটগাঁ ।
পূণ্যলোকের পদে আঁকা,
পূণ্যভূমির চিত্রলেখা,
ঐশী পরশে পূত হরষে-
প্রাণের শহর চাটগাঁ ।

এই নগর আমার নগর,
এই শহর আমার শহর,
এই ভূমে প্রীতি প্রেমে, দমে দমে কত নাম
বেসেছি ভালো, জেনেছি তাকে-
আমার প্রাণ, প্রিয় চট্টগ্রাম ।।

কিছু কথা :
চিরকুটের ‘জাদুর শহর’ গানটা শুনেছি একটানা অনেকবার । কলকাতা নিয়ে কত গান, শুনেছি । ঊষা উত্তুপের ‘কলকাতা কলকাতা’ গানটা তো রীতিমতো কিংবদন্তী পর্যায়ে পৌছে গেছে । কিছুদিন আগে মুক্তি পাওয়া ‘প্রাক্তন’ সিনেমায় অনুপমের গাওয়া ‘তুমিও হেঁটে দেখো কলকাতা’ গানটাও খুব ভালো লেগেছে । শহর নিয়ে এইসব গান শুনে শুনে খুব মনে হতো, ‘ইশ ! চট্টগ্রাম নিয়ে যদি এমন গান থাকত !’
সেই চেষ্টা থেকে এই অখাদ্যের সৃষ্টি ।
_______

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.