নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৃষ্টিসুখের উল্লাসে

মোঃ ইয়াসির ইরফান

পৃথিবীর সব রাজনীতিবিদ যদি কবিতা ভালোবাসতেন অথবা সব কবি যদি রাজনীতিবিদ হতেন তাহলে পৃথিবীটা আরো সুন্দর ও বাসযোগ্য হয়ে উঠতে পারত। -জন এফ কেনেডী

মোঃ ইয়াসির ইরফান › বিস্তারিত পোস্টঃ

আমি মনে রেখেছি শুধু সেই ক্ষণ

১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৯


ছবির জন্য কৃতজ্ঞতা

আমি ভুলে গেছি, তাঁর অতীতের সব ইতিহাস।
ভুলে গেছি তাঁর মাঠে-ময়দানে ছুটে বেড়ানো,
আগাগোড়া সংগ্রাম দিয়ে মুড়ানো-
পুরনো জীবন।
আমি ভুলে গেছি-
তিনি নিরন্তর ছুটেছেন মানুষের জন্য
গিয়েছেন মানুষের দ্বারে,
হেঁটেছেন মেটোপথ থেকে রাজপথ জুড়ে।
মানুষের অধিকারের কথা বলতে গিয়ে-
বরণ করেছেন কারাগার,
সয়েছেন একাকীত্বের দুঃসহ যন্ত্রণা
আর জুলুমবাজের নিঃসীম নির্যাতন।
তিনি মানুষের মুক্তির জন্য-
বিসর্জন দিয়েছেন পরিবার, সুখ, শান্তি, সমৃদ্ধি, বিত্ত-বৈভব।
আমি ভুলে গেছি সেসব।

আমি ভুলে গেছি-
সেই সময়ের সব মিছিল, মিটিং, সমাবেশের প্রথম সারির
প্রথম সৈনিকটিকে।
ভুলে গেছি-
রেসকোর্সের সেই আঙুল,
সেই রক্ত-গরম করা ভাষণ,
বজ্রকন্ঠে ‘স্বাধীনতার সংগ্রাম’ ঘোষণার সেই উচ্চারণ।

আমি ভুলে গেছি-
তাঁর স্বেচ্ছাচার, তাঁর একনায়কত্ব, তাঁর ক্ষমতা-অভিলাষ।
তাঁর হাতে গড়া রক্ষীবাহিনী,
তাঁর বাকশাল,
ক্ষমতার সর্বোচ্চ চূঁড়ায় আরোহণের তাঁর সুতীব্র ইচ্ছা...
আমি সব ভুলে গেছি।

আমি মনে রাখিনি-
তাঁর আকাশচুম্বী জনপ্রিয়তার হ্রাস পাওয়া,
তাঁর প্রতি মানুষের ভালোবাসার ঘৃণায় বদলে যাওয়া,
তাঁর জীবনের উত্থান-পতন, ভালো-মন্দ
কিছুই মনে রাখিনি আমি।

আমি মনে রেখেছি শুধু,
যে মানুষটি বাংলাদেশকে দিয়েছিল-
স্বাধীনতার রক্তিম সূর্য;
স্বাধীন বাংলাদেশে এক নতুন সূর্যোদয়ের প্রাক-কালে,
সেই মানুষটিরই এক পৃথিবী ভালোবাসায় পূর্ণ বুকটাকে-
ঘৃণার বুলেটের এফোঁড়-ওফোঁড় করে দেওয়া!
ঝাঁজরা হয়ে যাওয়া তাঁর শরীর!
রক্তাক্ত হয়ে পড়ে থাকা তাঁর নিথর দেহ!

আমি মনে রেখেছি শুধু সেই ক্ষণ,
যে ক্ষণে-
তাঁর সাথে বাংলাদেশের প্রবল ভালোবাসার মৃত্যু হয়েছে।
আমি আর সব-
সবকিছু ভুলে গেছি।
আমি মনে রেখেছি শুধু সেই ক্ষণ,
যে ক্ষণে-
একটি ভালোবাসা খুন হয়,
বাংলাদেশকে প্রচন্ড ভালোবাসা মানুষটি খুন হন!

১৫/০৯/২০১৭

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৫

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.