নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মায়ার কানন

মাধব

নিশ্চুপ আঁধার...

মাধব › বিস্তারিত পোস্টঃ

বেশরম

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৭

দেখেছি আমি অনেক কিছু
শুনেছিও আমি অনেক কিছু
যেমন জাগ্রত পানির জোয়ার-ভাটা
তেমনি অদৃশ্য আমার কাঁটা-ক্ষত ব্যাথা।।

যেমনটি দেখি মানুষকে ভাবতে
সাহায্য নয়, বাঁশ দেওয়াই মুখ্য ভাবনা। তাতে,
সব ই যেন অহংকারের পরিভাষা।

হয়েছি আমি বেশরম
হয়েছি বেহায়া
হয়েছি নির্লজ্জ, কোন অপরাধ না করে।

পেয়েছি উপাধি, পেয়েছি বদনামি
প্রেমে না পড়ে, না ভালোবেসে।

দেখা হয়েছিলো বিশ নিনিটে
বিয়ে হয়েছে তার সাথেই বাবা-মায়ের পছন্দে
তবু কেন শুনেছি, কূট হয়েছি
পেয়েছি এত তিতিক্ষা।

বোরখা পড়েও নির্লজ্জতা করেও
হয়েছে অনেকেই সম্মানিত।

তবে বলবো আমি,
আব্রু ঢেকে হওয়া যায় না সম্মানিত
যদি না থাকে চক্ষুলজ্জা।

তবুও আমি খোলা থেকে বেশরম হয়ে
হয়েছি অনেক সম্মানিত।

এই তো আমি বেশরম বলছি !!!


হাফিজা খাতুন নিপা

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ১:৫৪

ভ্রমরের ডানা বলেছেন: খুব সুন্দর বিষয় তুলে এনেছেন! ধন্যবাদ!

১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৮

মাধব বলেছেন: শুকরিয়া ভ্রমরের ডানা ।

২| ২০ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৩

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৬

মাধব বলেছেন: ধন্যবাদ রাজীব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.