নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মায়ার কানন

মাধব

নিশ্চুপ আঁধার...

মাধব › বিস্তারিত পোস্টঃ

ক্ষমা

০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭

আসেন ভাই ও বোনেরা
দেখেন এদিকে একটু, আমি ক্ষমা।
যার যতটুকু দরকার হোক বা নাই হোক
ডিসকাউন্ট আছে ভাইও বোনেরা, আমাকে নেন।
আমি ক্ষমা, যখন ইচ্ছা অপরাধ করুন
এইতো আমি আছি বেশ আপনাদের জন্যে।
এইতো আমি, ইচ্ছা বা অনিচ্ছায় বড় বা ছোট
কিনে নিন আমায়, আমি ক্ষমা।
পাড়ায় গিয়ে শরীর কিনে, শরীরের দাম স্বরূপ
আমি আছি তো ভাই ও বোনেরা।
শিক্ষিত হোক বা অশিক্ষিত
গালি হোক বা মাইর,
চাইলে হতে পারে পৈশাচিকত্ব
আমি তো আছি অপরাধ থেকে মুক্তি দিতে
ইংরেজীতে সরি আর বাংলায় ক্ষমা।
ক্ষমা করে দাও, ক্ষমা করুন আমায়, ক্ষমা!
চিঠি লিখে বা অনুনয় করে চিঠির সম্মান নষ্ট করে
ক্ষমা চেয়ে আমাকেও নিকৃষ্ট অপরাধী বানিয়েছে অনেকেই।
যদিও আমার স্থান অনেক উপরে, মুখের কথায় হোক
তাই আমি আজ খরিদ্দার
চাইলেই পাবেন আমাকে
যে কোন সময়ে যে কোন স্থানে
ভাই ও বোনেরা দেখেন আমায়,
খুব কমে এমনকি ডিসকাউন্ট হিসেবেও
আমি ক্ষমা।।

হাফিজা খাতুন নিপা

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০০

সনেট কবি বলেছেন: বেশ

০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৩

মাধব বলেছেন: ধন্যবাদ সনেট কবি

২| ০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১০

রাজীব নুর বলেছেন: আল্লাহ আমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিক।

০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬

মাধব বলেছেন: আমীন।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০২

মাহমুদুর রহমান বলেছেন: যে মানুষটা ক্ষমাশীল তার মনটা অনেক বড় হয়ে থাকে।

০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯

মাধব বলেছেন: সহমত তবে কিছু কিছু ক্ষেত্রে চাইলেও ক্ষমাশীল হওয়া যায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.