নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই জীবনে কোন সম্পর্কই নেই, কি লিখব আর নিজের সম্পর্কে।

মেহেদী হাসান জাহিদঅ

“তোমার উত্থানে হোক অন্ধকার শেষ, প্রবল উচ্ছাসে তুমি জাগাও স্বদেশ।”

মেহেদী হাসান জাহিদঅ › বিস্তারিত পোস্টঃ

অপারেশন ফর "স্টার জলসা অ্যান্ড জি-বাংলা"

০২ রা মে, ২০১৪ রাত ১২:২৭

বন্ধুরা আমাদের দেশের প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা পরিবারে একটি সমস্যা প্রায়ই দেখা যাচ্ছে। তা হলো- স্টার জলসা অ্যান্ড জি-বাংলা। এই চ্যানেল'গুলোর জন্য, প্রতিটি ঘরেই প্রতিদিন বিভিন্ন প্রকার সমস্যা লেগেই আছে। এখন দেশের প্রায় প্রতিটি ঘরেই এই সমস্যা বিরাট আকার ধারণ করেই চলেছে। আমরা চাই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতিসত্ত্বর এই চ্যানেল গুলো বন্ধ করার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। অতএব সকল ব্লগার বন্ধুরা, আমি আশা করবো, তোমরা সবাই আমাদের সাথে এই আন্দোলনে যোগ দিয়ে, আমাদের আন্দোলনকে সফল করবে।



*"বীর বাঙ্গালী আন্দোলন করো, স্টার জলসা/জি-বাংলা বন্ধ করো"*

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৪ ভোর ৬:৫৭

ভিটামিন সি বলেছেন: হ রে ভাই, বউয়ের কাছে ফোন দিলে একটু পরই শুরু হয় এই গুলার গল্প। আজকে এই পাত্র এই পাত্রী এই এই করেছে। পাত্রীর চুলের স্টাইলটা, ব্রুটা, হাসিটা, পোষাকটা এমন ছিলো। মেজাজটা খিইচ্চা যায় তখন। টিভিটা সামনে পাইয়া নিই, হয় রিমোটের একদিন; নয় ডিস লাইনের একদিন। আর আমার যে কয় মিনিট লাগে।

২| ০২ রা মে, ২০১৪ দুপুর ১:৫২

rakibmbstu বলেছেন: প্রধানমন্ত্রী নিজে এইগুলা দেখেন কিনা তা জেনে দাবি করলে হতো না? :-B :-B /:) /:)

৩| ০২ রা মে, ২০১৪ বিকাল ৫:০৮

মেহেদী হাসান জাহিদঅ বলেছেন: ভাই আমার মনে হয়, প্রধানমন্ত্রী নিজেও দেখেন। তা নাহলে অনেক আগেই তিনি ব্যবস্থা নিতেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.