নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই জীবনে কোন সম্পর্কই নেই, কি লিখব আর নিজের সম্পর্কে।

মেহেদী হাসান জাহিদঅ

“তোমার উত্থানে হোক অন্ধকার শেষ, প্রবল উচ্ছাসে তুমি জাগাও স্বদেশ।”

মেহেদী হাসান জাহিদঅ › বিস্তারিত পোস্টঃ

আপুদের উদ্দেশ্যে!!!!!!!!!!!!!!!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৮

আপুরা আপনাদের নিয়ে একটা পোস্ট লিখলাম, খারাপ লাগলে কিছু করার নেই আমার।
*
আমাদের দেশে বর্তমানে বেশিরভাগ আপুদেরকেই দেখতে পাই যে, রাস্তায় নিজের মনের মত করে চলাফেরা করেন। কিন্তু আপুরা, এই চলাফেরা আপনাকে জান্নাতে নিবে না। আপনারা অনেকেই দেখি রাস্তায় চলাচল করার সময় আপনাদের বুকের ওড়না থাকে না, আল্লাহ্ সুবাহানাহু তা’আলা আপনাদেরকে এজন্য দুনিয়াতে পাঠাননি! আপনারা পর্দা করেন না ঠিক আছে, তাই বলে রাস্তায় চলাফেরা করার সময় অন্তত বুকের ওড়নাটাতো ঠিক রাখুন। আপুরা আপনারা যদি ভাবেন যে, ‍দুনিয়াতে আপনারা যেভাবে চলেন তার জন্য আল্লাহ্-র কাছে কোন জবাব দিতে হবে না, তাহলে মাথায় রাখবেন যে, আপনাদের বিবেকভ্রম হয়েছে। আল্লাহ তা’আলা দুনিয়াতে যত মানুষ ও জীন জাতি পাঠিয়েছেন, তাদের প্রতিটি কর্মের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর যদি জবাব সঠিক হয়, তাহলে আপনি সুখী। আর যদি জবাব ভূল হয়, তাহলে আপনার মতো দুঃখী আর কেউ নেই। এখন আমরা সচরাচর দেখে থাকি যে, আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া আপুরা কিভাবে চলাফেরা করেন। আর কিছু লিখতে পারছি না। তাই সর্বশেষ আপুদের বলতে চাই যে, আপুরা এখনো সময় আছে একটু শালীনতা বজায় রেখে চলাফেরা করার চেষ্টা করুন। আপনারা যদি অশালীন চলাফেরা করেন, তাহলে আপনাদেরই ক্ষতি। কারণ মৃত্যু কাউকে বলে-কয়ে আসে না। আসা করি যেসব আপুরা অশালীন চলাফেরা করেন তারা কথাগুলো একটু বুঝবার চেষ্টা করবেন। কারণ আপনারা যদি শালীনতা বজায় রেখে চলেন, তাহলে ভালো আপনাদেরই হবে। আমাদের নয়।
আমার লেখায় কোন বিষয়ে ভূলত্রুটি থাকলে, দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.