নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই জীবনে কোন সম্পর্কই নেই, কি লিখব আর নিজের সম্পর্কে।

মেহেদী হাসান জাহিদঅ

“তোমার উত্থানে হোক অন্ধকার শেষ, প্রবল উচ্ছাসে তুমি জাগাও স্বদেশ।”

মেহেদী হাসান জাহিদঅ › বিস্তারিত পোস্টঃ

গান- অন্ধকার ঘরে!!!

১৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

(এই গানটি আমার জীবনের খুব পছন্দের একটি গান)
***
অন্ধকার ঘরে
কাগজের টুকরো ছিঁড়ে
কেটে যায় আমার সময়
তুমি গেছো চলে
জানিনি স্মৃতিরাও দলে
যেমন শুকনো ফুল বইয়ের মাঝে রয়ে যায়।
রেখেছিলাম তোমায় আমার হৃদয় গভীরে
তবু চলে গেলে,
এই সাজানো বাগান ছেড়ে-
আমি রয়েছি তোমার অপেক্ষায়!!!
নির্কষ কালো এই আঁধারে
স্মৃতিরা সব খেলা করে,
রয় শুধু নির্জনতা
নির্জনতায় আমি একা
একবার শুধু চোখ মেলো
দেখ আজ পথে চাঁদনী আলো
তুমি আবার আসবে ফিরে
বিশ্বাসটুকু দু-হাতে আঁকড়ে ধরে!
কিছু পুরনো গান
কিছু পুরনো ছবির এ্যলবাম
এসবই আমার সাথী হয়ে রয়।
কাক ডাকা ভোরে
যখন সূর্য ঢোকে ঘরে
কালো পর্দা বাতাসে সরে যায়।
আমার এ জগৎ বড় আগলে রাখে আমায়
তবু মাঝে মাঝে মনে হয়
মৃত্যুই কি শ্রেয় নয়...
আমি রয়েছি তোমার অপেক্ষায়!!!
নির্কষ কালো এই আঁধারে
স্মৃতিরা সব খেলা করে,
রয় শুধু নির্জনতা
নির্জনতায় আমি একা
একবার শুধু চোখ মেলো
দেখ আজ পথে চাঁদনী আলো
তুমি আবার আসবে ফিরে
বিশ্বাসটুকু দু-হাতে আঁকড়ে ধরে!
আমার স্বপ্ন ধূলোয় মিশে যেতে চায়
অস্তিত্বের প্রয়োজনে
চাই তোমাকে এখানে...
আমি রয়েছি তোমার অপেক্ষায়!!!
নির্কষ কালো এই আঁধারে
স্মৃতিরা সব খেলা করে,
রয় শুধু নির্জনতা
নির্জনতায় আমি একা
একবার শুধু চোখ মেলো
দেখ আজ পথে চাঁদনী আলো
তুমি আবার আসবে ফিরে
বিশ্বাসটুকু দু-হাতে আঁকড়ে ধরে!
নির্কষ কালো এই আঁধারে
স্মৃতিরা সব খেলা করে,
রয় শুধু নির্জনতা
নির্জনতায় আমি একা
একবার শুধু চোখ মেলো
দেখ আজ পথে চাঁদনী আলো
তুমি আবার আসবে ফিরে
বিশ্বাসটুকু দু-হাতে আঁকড়ে ধরে!

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

হাসান মাহবুব বলেছেন: কথিত আছে যে পেপাররাইমের এই গানটির গীতিকার গানে উল্লেখিত মেয়েটিকে না পেয়ে আত্মহত্যা করে।

১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৩

মেহেদী হাসান জাহিদঅ বলেছেন: অবশ্যই তাই!!! আপনি ঠিক শুনেছেন।

২| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ২:২৭

বিপরীত বাক বলেছেন: সত্যি নাকি? জানতাম না তো।।

১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৪

মেহেদী হাসান জাহিদঅ বলেছেন: জ্বি, সত্যিই তাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.