নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই জীবনে কোন সম্পর্কই নেই, কি লিখব আর নিজের সম্পর্কে।

মেহেদী হাসান জাহিদঅ

“তোমার উত্থানে হোক অন্ধকার শেষ, প্রবল উচ্ছাসে তুমি জাগাও স্বদেশ।”

মেহেদী হাসান জাহিদঅ › বিস্তারিত পোস্টঃ

আমি স্মার্ট নই। কারণ............

৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৬

আমি স্মার্ট নই, কারণ.........
আমার কাছে স্মার্ট ছেলেদের মতো বাইক নেই।
*
আমি স্মার্ট নই, কারণ.........
আমি রাস্তায় বেরোলে আমার কানে ইয়ারফোন গোঁজা থাকে না।
*
আমি স্মার্ট নই, কারণ.........
আমি স্মার্ট ছেলেদের মতো চলতে পারি না।
*
আমি স্মার্ট নই, কারণ.........
আমি ৫/১০ টা মেয়ের সাথে প্রেমের অভিনয় করে ডেটিং করতে পারিনা।
*
আমি স্মার্ট নই, কারণ.........
আমার কোন প্রেমিকা নেই।
*
তার চেয়ে বড় কথা হলো-
আমি স্মার্ট নই, কারণ.........
আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান।
আর মধ্যবিত্ত পরিবারের সন্তানদের স্মার্ট হওয়া মানায় না।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩১

মোস্তফা সোহেল বলেছেন: তবুও আমার মনে হয় আপনিই আসল স্মার্ট ছেলে

০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩২

মেহেদী হাসান জাহিদঅ বলেছেন: হয়তোবা... হয়তোবা না...

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন:
simple is always smart...

ধুর মিয়া, আপনারে আর কি কমু B-)
এ যুক্তিগুলো কোথায় পেয়েছেন?

০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৫

মেহেদী হাসান জাহিদঅ বলেছেন: কি বলমু বলেন ভাই?
বর্তমান সময়ে সবাই শুধু বলে যে সে নাকি স্মার্ট।
যেমন ধরুন- কানে দুল পড়ে ধুরে বেড়িয়ে কেউ বলে সে নাকি স্মার্ট!!
৫-১০টা প্রেমিকা থাকলে বলে তুই বেটা ক্ষেত, তোর প্রেমিকা নাই, দেখ আমার কয়জন? তুই স্মার্ট না।
এরকম আরো অনেক কথা।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: এতো কিছু নেই হলে স্মার্ট হবেন কেম্নে??

০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৫

মেহেদী হাসান জাহিদঅ বলেছেন: সেটাই ভাই...

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫১

নতুন বলেছেন: স্মার্ট কি জিনিস ভাই? এর সঙ্গা কি?

কি কি করলে স্মার্ট হয়?

০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৭

মেহেদী হাসান জাহিদঅ বলেছেন: ভাই, আমি নিজে যদি জানতাম, তাহলে পোস্টের শিরোনাম “আমি স্মার্ট নই.....” এর জায়গায় লিখতাম “কিভাবে স্মার্ট হওয়া যায়? স্মার্ট হতে হলে কি কি থাকা জরুরী?” এইসব আর কি?

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: সবারই স্মার্ট হওয়ার প্রয়োজনটা কী?

০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৮

মেহেদী হাসান জাহিদঅ বলেছেন: সেটাইতো কথা।
সবাই স্মার্ট হলে, আনস্মার্ট হবে কে?

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪৫

ধ্রুবক আলো বলেছেন: স্মার্ট হওয়ার জন্যে সুন্দর মন প্রয়োজন!!

০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৯

মেহেদী হাসান জাহিদঅ বলেছেন: সুন্দর মন???

হা.হা.হা.হা.হা.

সেটা থাকলেও কেউ বুঝে না। এমনকি নিজের অনেক কাছের মানুষগুলোও না।

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১৭

দেশের পোলাপাইন বলেছেন: সব ছেলে স্মার্ট হলে... স্মার্ট মেয়ে পাওয়া কষ্ট হয়ে যাবে ভাই..... :) :-B

০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪১

মেহেদী হাসান জাহিদঅ বলেছেন: সেটা সত্যি কথা।

তবে ভাই এখন এমন একটা সময় চলছে যখন সব মেয়েরা শুধু স্মার্ট ছেলে খুঁজে। ঠিক আমার পোস্টের লিখার মতো।

৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৫

রাসেল ফেরদৌস নূর বলেছেন: ----------- চোখের সামনে যখন কোনো মেয়েকে কোনো ছেলে বা ছেলেরা মিলে উত্তক্ত করে , তখন আরও কয়েকজন কে ডেকে নিয়ে সেই সব বখাটেদের প্রতিহত করাই হলো স্মার্টনেস । মেয়ে পটিয়ে তাদের সাথে ডেটিং করা স্মার্টনেস নয় সেটা হলো লুইচ্চামি । রাস্তায় কিংবা কোনো প্রতিবেশি বয়স্ক মানুষ এর কাছ থেকে কোনো ভারি বোঝা নিজের হাতে নিয়ে সেই বয়স্ক মানুষটাকে বাড়ীতে পৌঁছে দেয়া হলো স্মার্টনেস । শুদ্ধ করে নিজের বাংলা ভাষায় কথা বলতে পারা এবং শুদ্ধ বাংলা বানান লিখতে পারা হলো স্মার্টনেস ।
মানুষের উপকার হয় , এমন কাজ করা হলো স্মার্টনেস । নেশা জাতীয় দ্রব্য - মদ , সর্বনাশা ইয়াবা ইত্যাদি থেকে মুক্ত থাকাই হলো স্মার্টনেস ।

০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৩

মেহেদী হাসান জাহিদঅ বলেছেন: সেটা চরম সত্যি কথা।

তবে এই কাজগুলো করলে এখন অনেক জন বলেই বসে যে, এই ছেলেতো ক্ষেতের মতো কাজ করতেছে।

৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

কালীদাস বলেছেন: ১ আর ৩ নাম্বার কারণটা আপনার লুপে কন্ট্রাডিকশন ঘটাচ্ছে, আসলে স্মার্ট হওয়ার কারণ কি সেটা নিয়ে!
আর যেই লোক স্মার্টনেস কি আর কিভাবে দেখানো যায় সেটা নিয়ে না ভেবে নিজের মত চলে, ভাবে, সে হচ্ছে সত্যিকারের স্মার্ট।

০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৪

মেহেদী হাসান জাহিদঅ বলেছেন: সুন্দর কথা। ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.