নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই জীবনে কোন সম্পর্কই নেই, কি লিখব আর নিজের সম্পর্কে।

মেহেদী হাসান জাহিদঅ

“তোমার উত্থানে হোক অন্ধকার শেষ, প্রবল উচ্ছাসে তুমি জাগাও স্বদেশ।”

মেহেদী হাসান জাহিদঅ › বিস্তারিত পোস্টঃ

প্রেমিকরা ভালবাসতে জানে না

১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৪

দ্রোহের অনলে জ্বলছে হৃদয়;
সাথে জ্বলছে পুট-পুট শব্দে তামাক পাতা;
প্রেমের মদিনায় রাজ কাদের?
কাদের চলছে সাম্রাজ্য; কাদের শাসন ব্যবস্থা?
প্রেমিকার চোখের নালিশে; প্রেমিকরা সব কাঠগড়ায়।

ভালোবাসার অপরাধে কারো হয়েছে আমরণ যাবজ্জীবন;
কেউ বা হয়েছে দেবদাস; কেউ বা কবি।

বেদনার বিষন্ন বালিশে; প্রেমিকরা সব অন্তিম শয্যায়;
প্রেমিকারা খোলস বদলেছে; খুঁজছে প্রেমহীন রঙিন জীবন;
কারো চোখ ব্যস্ত সিরিয়ালে; সোম থেকে রবি।

পাষাণপুরীর প্রতিশোধ মহলে ছলনাময়ীরা বৈঠকে ব্যস্ত,
প্রেমিকদের শায়েস্তা করণের গুরুদায়িত্ব হয়েছে ন্যস্ত।

মহল্লা জুড়ে কুৎসা রটেছে; হাঁসছে পুরো জামানা,
বাতাসে ধ্বনিত হচ্ছে; প্রেমিকরা নাকি ভালোবাসতে জানে না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

ধ্রুবক আলো বলেছেন: প্রেমিকরা নাকি ভালোবাসতে জানে না। খুব হতাশার বিষয়।
কবিতা ভালো হয়েছে।

শুভ নববর্ষ

০২ রা মে, ২০১৭ দুপুর ১২:৪৪

মেহেদী হাসান জাহিদঅ বলেছেন: কথাটা কিন্তু আমি বলিনি।
বর্তমানের এই সমাজ বলে।


যাই হোক, মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.