নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি মানবিক পাখি, প্রকৃতি ও প্রেমিক কর্তৃক আহূত হয়ে হঠাৎ হঠাৎ আছড়ে পড়ি ভূ-পৃষ্ঠে তবুও মানুষের জীবনে ফিরে আসার সাধ নাই আর।

চন্দ্রনিবাস

খসে পড়া নক্ষত্রের দেহে পুনঃসংযুক্ত হইবার আশায় চন্দ্রপথে একাকি খুঁজিতেছি অতীত।

চন্দ্রনিবাস › বিস্তারিত পোস্টঃ

বর্ষা বন্দনা

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৭


গাওয়ের পুসকুনির উপর বিদ্যুতের ঝিলিক-আছড়ে পড়িয়া উবিয়া যায়। বাউলের সুরে সুরে মেঘের সনে পাতার মিলনে বাতাস আসিয়া ভিজায় ক্ষণেক্ষণে, এই পৃথিবীর মানুষগুলোর অনাবিষ্কৃত সৌন্দর্যে বিভোর পথিকের মন। এমন বর্ষণে কৈ মাছেরও সাধ জাগে- সাধ জাগে স্থলে আসিয়া কাদা মাখামাখি খেলিবে। নাচিতে নাচিতে যত কৈ উঠিয়া পড়িলো গেয়োপথ, বৃষ্টির রাতে গরম ভাত আর কৈভাজা খাইবার আনন্দে, গায়ের লোকেরা খাঁচিতে ভরিলো তার সব। গরুগুলি ছুটাছুটি করে আশ্রয়ে। কুকুরগুলো, বিড়ালটাও। আশ্রয়ের আশায় পথে হাটিতেছিলো গায়ের লোক। মেঘে আর বিদ্যুতে শান্ত ধরণীর মাঠ এই আধার-এই আলোক। খরা মৌসুমে বারংবার ব্যর্থ ব্যাঙ্গেরাও তাহাদের প্রেমিকাকে উদ্দেশ্য করিয়া ডাকিতে থাকে। যেন তাহাদের হক বঞ্চিত হইতেছে। এমন ঘনকালে তাহারেই মনে পড়ে, চোখে আধার কোরে শত শত প্রেমিকের চোখে বর্ষা নামে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৯

ইমরান আল হাদী বলেছেন: সুন্দর প্রকাশ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৫

চন্দ্রনিবাস বলেছেন: অনেক ধন্যবাদ ইমরান আল হাদী।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২২

ভ্রমরের ডানা বলেছেন: বাহ! বেশ হয়েছে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৬

চন্দ্রনিবাস বলেছেন: ধন্যবাদ ভ্রমরের ডানা।


ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.