নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি মানবিক পাখি, প্রকৃতি ও প্রেমিক কর্তৃক আহূত হয়ে হঠাৎ হঠাৎ আছড়ে পড়ি ভূ-পৃষ্ঠে তবুও মানুষের জীবনে ফিরে আসার সাধ নাই আর।

চন্দ্রনিবাস

খসে পড়া নক্ষত্রের দেহে পুনঃসংযুক্ত হইবার আশায় চন্দ্রপথে একাকি খুঁজিতেছি অতীত।

চন্দ্রনিবাস › বিস্তারিত পোস্টঃ

দূরে যেতে হয়না কো, চোখে চোখ রেখেই হই যদি অচিন!

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২১

অধোবদনে তোমার সিঁথির সড়কে উন্মোচিত হয় আমার চোখ।
হেটে যাই বরাবর পথে, মিশে যাই উপত্যাকার মুখে;
বলি আহা সুখ- পবিত্র সম্ভোগ।

তোমার চোখে আমার চোখ পড়ে,
দেখি কামবাঞ্ছার ভিত্তিসড়ক বিনির্মাণে ব্যস্ত ভেতরের শিশু।
যা কিছু আমার, সবই তোমার হয়ে যেতে চায়, অধিগত কি?

কি এক গভীর ভাবে এ অনিত্য ভবে আগমন!
ভাবতে ভাবতেই চোখসড়ক হাঁটতে থাকে একা
ভেতরমুখী অবিরত।
কে দিবে বলো অন্তঃপুরের খবর,
যদি আমি হারিয়ে যাই-

আমার চোখে চোখ রাখো তুমি,
আমি দেখি ঘনকাল- তোমার চোখে,
আধার করে মেঘ নেমেছে।

দূরে যেতে হয়না কো,
চোখে চোখ রেখেই হই যদি অচিন!

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৮

ভ্রমরের ডানা বলেছেন:
খুব সুন্দর রোমান্টিক কবিতা। ভাল লেগেছে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:২৬

চন্দ্রনিবাস বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগলো। লিখতে ইচ্ছে হয় নিজের ভালো লাগার জন্য আবার এটা অন্যদের ভালো লাগলে নিজের ভালো লাগাটা অনেকটা বেড়ে যায়।


শুভ কামনা রইলো। ভালো থাকবেন।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫৮

রক্তিম দিগন্ত বলেছেন:
বর্ণনাময় লেখা লিখতেছিলেন তাই তো ভাল আছিল। কবিতা ক্যান? /:)
কবিতা তো বুঝিই না আমি। :(

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:২৪

চন্দ্রনিবাস বলেছেন: রক্তিম দিগন্ত সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। বর্ণনাময় লিখতে সময় বেশি ক্ষেপণ হয়তো তাই একটু জিরিয়ে নিলাম :) কবিতা আমিও তেমন বুঝিনা। বুঝি কিছু অনুভূতিমাত্র। চলুন আপনাকে বুঝিয়ে দেবার চেষ্টা করছি। আশা করছি ভালো লাগবে।

এইখানে লেখকের দুই স্বত্তার বৈপরিত্যের প্রকাশ হয়েছে। একটা লেখকের নিজের স্বত্তা যে কেবল নিজমুখী ভ্রমণ করে নিজেকে জানতে বুঝতে চায়, আরেকটা স্বত্তা যা তার প্রেয়সীকে সম্ভোগ করতে ভালোবাসে। শেষে, প্রকটা স্বত্তার কাছে প্রচ্ছন্ন স্বত্তা হেরে যায়, প্রচ্ছন্ন স্বত্তা হয়ে পড়ে অচিন কেউ।

আরো সহজ করে দিচ্ছি, প্রথম স্তবকে তার প্রেয়সীর প্রতি ভালোবাসার অনুভূতিটাকে প্রকাশ করার চেষ্টা করা হয়েছে। আবার দ্বিতীয় স্তবকে দেখতে পাচ্ছি, লেখক তার নিজেকে হারিয়ে ফেলার একটা আশংকা করছে, যা হয়তো লেখক চায় না, "যা কিছু আমার, সবই তোমার হয়ে যেতে চায়, অধিগত কি?" এই লাইনে আশংকা বা শংকা প্রকাশিত হয়েছে। আবার আশংকার সাথে সাথে মনের মানুষের সামনে দাঁড়িয়ে থেকেই এমনকি চোখে চোখ রেখেই লেখক ভাবতে থাকে, যদি লেখক হারিয়ে যায় এই নারীর প্রেমে, তবে তার নিজেকে খুঁজতে থাকা যে প্রকট স্বত্তা তার কি হবে! মনের মানুষের চোখে চোখ রেখেও লেখক তখন হয়ে যান অন্য কেউ, একান্ত নিজের কেউ, ভালোবাসার মানুষটার জন্য একেবারে অচিন কেউ।

আশা করি, বুঝতে পেরেছেন ।

৩| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫০

অপর্ণা মম্ময় বলেছেন: কবিতা লিখেও বুঝিয়ে দিতে হলে এ বড় কষ্টের ব্যাপার।
বানানটা " সিঁথির" হবে। কোনো কিছু পড়তে গেলে বানানের দিকে আমার চোখ যায় পড়ার সাথে সাথে। কিছু মনে কইরেন না।

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ২:০৫

চন্দ্রনিবাস বলেছেন: আমি দুঃখিত এই কারণে যে, আমি হয়তো পাঠকের জন্য সহজবোধ্য করে লিখতে পারিনা। কারণটা আমার জানা আছে, আমি পাঠক সংশ্লিষ্ট করে লিখতে পারি না। বানানের দিকে আপনার দৃষ্টি গেলেই লেখনি আর শুদ্ধ হবে। অনেকগুলো ভুল ধরিয়ে দেবার জন্য আপনাকে বারংবার ধন্যবাদ দিচ্ছি না।

৪| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ২:০৮

অপর্ণা মম্ময় বলেছেন: এসব নিয়ে অনেকেই টিপ্পনি কাটে। নিজের জ্ঞান জাহির করতে নাকি বানান এর ভুল ধরি। এনিওয়ে, ধন্যবাদ লাগবে না। নির্ভুল বানানে কবিতা লিখে চোখের পীড়া থেকে বাঁচাবেন আমাদের পাঠককে, এই আশায় দেখিয়ে দিলাম। হা হা
শুভেচ্ছা রইলো

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১১

চন্দ্রনিবাস বলেছেন: যদিও আমার বানান ভুল হয়। তবে এটা সত্য যে, আমি ভুল বানান দেখতে খুব অপছন্দ করি। এবং এই বিষয়ে না বলে এড়িয়ে যাওয়াটাই বরং মূর্খতা।

৫| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১৯

চন্দ্রনিবাস বলেছেন: প্রিয় অপর্ণা, 'নিখোঁজ' শিরোনামে আমার একটি ব্লগ আছে, আপনি একবার ঘুরে আসলে ভালো লাগবে। এটা আমার অনেক আদরের। আর আপনার সঙ্গে মতামত বিনিময়ে যে আড্ডা হচ্ছে, এই আড্ডার রেশ ধরে আপনাকে আরেকটু ঘুরিয়ে নিয়ে আসতে চাইছি।

৬| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২২

অপর্ণা মম্ময় বলেছেন: আমি টাইপ করে খুঁজতে পারি না আসলে। লিংক দিয়েন

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২৪

চন্দ্রনিবাস বলেছেন: Click This Link

লিংক এভাবে দিলে সরাসরি প্রবেশ করা যায় কিনা আমার ধারণা নেই।

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২৭

চন্দ্রনিবাস বলেছেন: চেয়েছিলে-
মানুষ এক
ফিরে আসি ত্রিবেণীর ঘাটে,
হৃদয়ের আঁচে,
পতনোন্মুখ কম্পমান পর্বতের মুখ
অব্যক্ত সুরসুখে কথা বলুক।

কেউ কেউ কখনো ফিরেনা আর
যে মানুষগুলো পাখি হয়ে যায়-
শরীর-শরিত্রীর অতৃপ্ত বাসনার ফেরে
আহূত মানবিক পাখি
হঠাৎ যদিও আছড়ে পড়ে,

মানুষ হবার সাধ জাগেনা তার।

লিংকে কিছুই দেখা যাচ্ছে না। যাহোক। আমি এটি আপনার সাথে এখানেই শেয়ার করলাম। এটির নাম শুরুতে দিয়েছিলাম- নিখোঁজ। তবে এটির বর্তনাম নাম- বায়োডাটা।

৭| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৩১

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার ব্লপগ ঘুরে ফিডব্যাক জানাবো অবশ্যই

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৩৭

চন্দ্রনিবাস বলেছেন: শিওর। ভালো থাকবেন। বিদায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.