নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি মানবিক পাখি, প্রকৃতি ও প্রেমিক কর্তৃক আহূত হয়ে হঠাৎ হঠাৎ আছড়ে পড়ি ভূ-পৃষ্ঠে তবুও মানুষের জীবনে ফিরে আসার সাধ নাই আর।

চন্দ্রনিবাস

খসে পড়া নক্ষত্রের দেহে পুনঃসংযুক্ত হইবার আশায় চন্দ্রপথে একাকি খুঁজিতেছি অতীত।

চন্দ্রনিবাস › বিস্তারিত পোস্টঃ

নিখোঁজ

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫২

চেয়েছিলে-
মানুষ এক
ফিরে আসি ত্রিবেণীর ঘাটে,
হৃদয়ের আঁচে,
পতনোন্মুখ কম্পমান পর্বতের মুখ
অব্যক্ত সুরসুখে কথা বলুক।

কেউ কেউ কখনো ফিরেনা আর
যে মানুষগুলো পাখি হয়ে যায়-
শরীর-শরিত্রীর অতৃপ্ত বাসনার ফেরে
আহূত মানবিক পাখি
হঠাৎ যদিও আছড়ে পড়ে,

মানুষ হবার সাধ জাগেনা তার।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৪

তানভীর আকন্দ বলেছেন: ব্লগে পোস্ট করা বেশিরভাগ কবিতা পড়লেই হতাশা ও বিরক্তি গ্রাস করে, হঠাৎ এটা পড়ে ভাল লাগল...

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩১

চন্দ্রনিবাস বলেছেন: অনেক ধন্যবাদ। এমন সুন্দর মন্তব্যে ঋণ বেড়ে যায় নিজের কাছে। চন্দ্রনিবাসের ব্লগে ভ্রমণের জন্য শুভেচ্ছা জানবেন।
শুভকামনা।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:০৪

রায়হানুল এফ রাজ বলেছেন: খুব ভালো লাগলো।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩১

চন্দ্রনিবাস বলেছেন: ভালো লাগলো শুনে খুশি হলাম :)
ব্লগে ভ্রমণের জন্য শুভেচ্ছা।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

খায়রুল আহসান বলেছেন: পতনোন্মুখ কম্পমান পর্বতের মুখ
অব্যক্ত সুরসুখে কথা বলুক
-- অসাধারণ ভাবনা!
যে মানুষগুলো পাখি হয়ে যায়-
শরীর-শরিত্রীর অতৃপ্ত বাসনার ফেরে
আহূত মানবিক পাখি
হঠাৎ যদিও আছড়ে পড়ে,
মানুষ হবার সাধ জাগেনা তার।
-- শেষ তিনটে চরণের কথা আপনার পরিচিতিতেও উল্লেখ করেছেন।
হঠাৎ পাখি হয়ে গেলেন কী করে?

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৬

চন্দ্রনিবাস বলেছেন: আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। যে মানুষগুলো মুক্ত জীবন চায়, সবাই পাখি হয়ে যেতে চায় বলে মনে হয়। যদিও বাস্তবতার কাঁটাতারে বন্দী হয়েও কেউ কেউ নিজের ভেতরে একটা পাখির দুনিয়া তৈরি করে সেখানেই বসবাস করে। আর ভেতরের দুনিয়ার স্বত্তাটাই প্রকৃত।

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫১

জনৈক অচম ভুত বলেছেন: ভাল লেগে গেল। :)
শুভকামনা।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১১

চন্দ্রনিবাস বলেছেন: এই প্রথম আমার ব্লগে ভূতের আগমনে আমি আনন্দিত, শুভেচ্ছা। :) অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য ধন্যবাদ। দুঃখিত আপনি তো ভুত, ভূত নন। তাহলে অভিনন্দন ভবিষ্যতের পথে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.