নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি মানবিক পাখি, প্রকৃতি ও প্রেমিক কর্তৃক আহূত হয়ে হঠাৎ হঠাৎ আছড়ে পড়ি ভূ-পৃষ্ঠে তবুও মানুষের জীবনে ফিরে আসার সাধ নাই আর।

চন্দ্রনিবাস

খসে পড়া নক্ষত্রের দেহে পুনঃসংযুক্ত হইবার আশায় চন্দ্রপথে একাকি খুঁজিতেছি অতীত।

চন্দ্রনিবাস › বিস্তারিত পোস্টঃ

প্রগতি

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৩

খুঁজে দেখো নিষিদ্ধ পুস্তকে, সেখানেই পাবে আমাকে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:
প্রগতির গালে থাপ্পড় দিলেন মনে হচ্ছে :P

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১২

চন্দ্রনিবাস বলেছেন: আপনার মন্তব্যটা দারুণ লেগেছে। এটা একটা দৃষ্টিভঙ্গি। এর স্বপক্ষেও যুক্তি তুলে ধরা যায়।

তবে আমি এর ভিন্ন মতের পক্ষ নিয়ে লিখেছিলাম। আমার মনে হয়, সভ্যতার গদাইলশকরি চালে এগিয়ে যাবার কারণ শাসকশ্রেণী আর ক্ষমতাবান মানুষেরা যারা মুখে প্রগতির কথা বললেও তাদের মানসিক অবস্থান মধ্যযুগে বা কলিযুগে। তাই তারা যুগে যুগে প্রকৃত প্রগতির পক্ষের লোকদের হত্যা করেছে, তাদের পুড়িয়ে মেরেছে, হেমলক দিয়ে হত্যা করা হয়, শূলে চড়ানো হয়। এমনকি তাদের রেখে যাওয়া বই-পুস্তকও নিষিদ্ধ করা হয়। আমি আসলে বলতে চেয়েছি, সভ্যতা আরো অনেক দ্রুত এগিয়ে যেতো। যদি প্রকৃত প্রগতির গতিকে কেউ থামিয়ে না দিতো। তাই ঐ সময়ের চেয়ে আধুনিক হয়েও নিষিদ্ধ পুস্তকে চুপ করে বসে কাঁদে প্রগতি। যদিও এই গতিকে আটকে রাখার সুযোগ নেই। প্রগতির গতি সম্মুখমুখী, সভ্যতারও, প্রকৃতিরও।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

নেক্সাস বলেছেন: ১ লাইনের দারুন কবিতা। ভন্ডামির মুখে চপেটাঘাত

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

চন্দ্রনিবাস বলেছেন: অনেক ধন্যবাদ প্রকৃত অনুধাবনের জন্য। চন্দ্রনিবাসের ব্লগে স্বাগতম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.