নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি মানবিক পাখি, প্রকৃতি ও প্রেমিক কর্তৃক আহূত হয়ে হঠাৎ হঠাৎ আছড়ে পড়ি ভূ-পৃষ্ঠে তবুও মানুষের জীবনে ফিরে আসার সাধ নাই আর।

চন্দ্রনিবাস

খসে পড়া নক্ষত্রের দেহে পুনঃসংযুক্ত হইবার আশায় চন্দ্রপথে একাকি খুঁজিতেছি অতীত।

চন্দ্রনিবাস › বিস্তারিত পোস্টঃ

সময়ের ফের

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪০



দুর্বৃত্ত চাঁদ-
অবশেষে এসেছো কি?
কত রাত নির্ঘুম অপেক্ষার পরে
নৈঃশব্দে- তারাদের প্রহরায়।

খালের ধারের জঙ্গলি গাছে নেই কোনো বনফুল।
শেষবার হেসেছিলো ফুটেছিল নাকে তার- বধু্দুল।
এ পথের সবুজে নেই আর কারো পায়ের ছাপ।
ইতিহাসের অলিতে-গলিতেও খুঁজেছি, নিখোঁজ-
যে পথ ধরে হেঁটেছিল পদযুগল রোজ-রোজ।

ঘাসের তলে মাটির গভীরে ঘুমায় কে?
দেখেছো কি তারে?
এতকাল পরে চিনেছো কি তারে?

লোকে বলে এক অন্ধ,
নয়নচকোর-
হাজার বছরের তিয়াস চোখে ছিলো তার,
পৃথিবীর শেষ জোছনা দেখার সাধ নিয়ে-
এইতো সেদিন গঙ্গাপ্রাপ্ত হলো।

অবশেষে তোমার আসার সময় বুঝি হলো?

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১২

সোহাগ শেখ বলেছেন: দারুণ একখান কবিতা পড়লাম ঘুমিয়ে যাওয়ার আগে। সব চেয়ে ভাল লাগছে শেষের লাইন টা,


অবশেষে তোমার আসার সময় বুঝি হলো?

ধন্যবাদ চমৎকার একটি কবিতা উপহার দেওয়ার জন্য।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫০

চন্দ্রনিবাস বলেছেন: বাহ দারুণ মন্তব্য। অনুপ্রাণিত হলাম।

চন্দ্রনিবাসের ব্লগে স্বাগতম।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২৭

নতুন বিচারক বলেছেন: অনেক ভালো লাগল শুভরাত্রী।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫১

চন্দ্রনিবাস বলেছেন: বিচারকের বিচারে ভালো লাগলে অবশ্যই ভালো। ধন্যবাদ আপনাকে। শুভ রাত্রী।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:২৬

রক্তিম দিগন্ত বলেছেন:
অবশেষে তো আসছে। তাইলে আর অভিযোগের দরকার কী!!! B-))

যাই হোক, কবিতা ভাল লাগলো। +

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

চন্দ্রনিবাস বলেছেন: হা হা হা অবশেষে আসলো। চলে যাবার পর আসলো। অভিযোগ সময়ের কাছে।

অনুপ্রেরণার জন্য ধন্যবাদ। :)

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:২৩

জনৈক অচম ভুত বলেছেন: মাটির তল থেকে হলেও চাঁদ তো দেখতে পারছেন। এই বা কম কিসে? :)
কবিতায় ভাললাগা।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

চন্দ্রনিবাস বলেছেন: দারুণ পর্যবেক্ষণ।

মরিয়াও মরে নাই। আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৫| ০১ লা অক্টোবর, ২০১৬ রাত ১০:২০

আহমেদ জী এস বলেছেন: চন্দ্রনিবাস ,



আপনি কি লিখেছেন , বুঝতে পারছেন ?
পৃথিবীর শেষ জোছনা .... মানে তো পৃথিবীর পঞ্চত্বপ্রাপ্তি ।!!!!!
আপনি সহ আমাদেরও তো গঙ্গাপ্রাপ্তি ঘটিয়ে ছাড়লেন । :( সময় নয়, লেখার ফেরে পড়ে গেছি আমরা । :((

খুব অভিমান ভরে লিখেছেন ----অবশেষে তোমার আসার সময় বুঝি হলো?

সবটা ভালো লাগলো ।

০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫১

চন্দ্রনিবাস বলেছেন: শেষ জোছনার অন্য কোনো ভাবার্থ থাকতে পারে! নয়নচকোরে শেষ জোছনা ছোয়ার সাধ বলতে 'দীর্ঘ অপেক্ষা' বুঝানোর চেষ্টা করেছিলাম।

আপনার গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.