নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি মানবিক পাখি, প্রকৃতি ও প্রেমিক কর্তৃক আহূত হয়ে হঠাৎ হঠাৎ আছড়ে পড়ি ভূ-পৃষ্ঠে তবুও মানুষের জীবনে ফিরে আসার সাধ নাই আর।

চন্দ্রনিবাস

খসে পড়া নক্ষত্রের দেহে পুনঃসংযুক্ত হইবার আশায় চন্দ্রপথে একাকি খুঁজিতেছি অতীত।

চন্দ্রনিবাস › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের সর্ববৃহৎ ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০০



আপনার হাতে সময় আছে একদিন। তবুও অংশগ্রহণ করতে পারবেন না বলে মন খারাপ করার কোন কারণ নেই সেজন্যই দেরিতে হলেও আজকের এই পোস্ট। আপনার সংগ্রহে যদি নিজের তোলা বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার ছবি থেকে থাকে তবে আপনিও পারেন আমাদের দেশকে বিশ্বের সামনে তুলে ধরতে। UNESCO ও Wikipedia’র আয়োজনে বিশ্বের সব ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থাপনাকে একটি নির্দিষ্ট মুক্ত প্লাটফর্মে আনার প্রচেষ্টায় Wiki Loves Monument নামে ফটোগ্রাফির এই আয়োজনটিতে বিশ্বের প্রায় ৪১ টি দেশ অংশগ্রহণ করবে। আর এবারই প্রথমবারের মতো বাংলাদেশ এতে অংশগ্রহণ করতে যাচ্ছে। প্রতিযোগিতাটির সময়সীমার একেবারে শেষদিকে আমরা অবস্থান করছি। আঞ্চলিক উইকিপিডিয়া ও তার স্বেচ্ছাসেবকের মাধ্যমে এই প্রতিযোগিতাটি পরিচালিত হয়ে থাকে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে আপনাকে পাঠাতে হবে আপনার হাতে তোলা বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার ছবি। আপনারা অনেকেই দারুণ ফটোগ্রাফি করেন। অনেকেই নানান জায়গায় ঘুরে বেড়ান ও আপনাদের সংগ্রহে আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা প্রত্নতাত্ত্বিক স্থাপনার ছবি। তাহলে খুব সহজেই আপনারা এতে অংশগ্রহণ করতে পারেন। নিচের সহজ নিয়মকানুনগুলো একবার চোখ বুলিয়ে দেখে নিন, আপনি প্রস্তুত কিনা!

আপনার তোলা ছবিটি,

১. নিজের তোলা হতে হবে।
২. সেপ্টেম্বর ২০১৬ এর ভেতরে আপলোড করতে হবে
(ছবিটি যেকোনো সময়ের তোলা হতে পারে, হতে পারে কয়েক বছর আগের)
৩. আপনার ছবিটিকে মুক্ত প্লাটফর্মে ব্যবহারের অনুমতি দিতে হবে।
৪. উইকিপিডিয়ার তালিকা অন্তর্ভুক্ত স্থাপনার ছবি হতে হবে (নিচে দেয়া হলো)
৫. জাতীয় কোনো প্রতিযগিতার মধ্য দিয়ে আসতে হবে।
(চিন্তার কিছু নাই, আপনি আপনার ছবিটি পাঠিয়ে দিন এই ঠিকানায় [email protected] আমরা উইকিপিডিয়া বাংলাদেশের সংগ্রহে আসা ছবিগুলো থেকে নির্বাচিত ছবিগুলোই কেবল আপলোড করবো)

৪. নং এর ক্ষেত্রে, আপনার জেলা বা বিভাগ থেকে কোন কোন স্থাপনার ছবি দেয়া যাবে, এটি আপনি এই লিংকে গেলে সহজেই দেখতে পাবেন,

প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর থেকে প্রাপ্ত বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার তালিকা

আশা করি, উপরের নিয়মকানুনগুলো আমাদের সবারই কমন পড়েছে। তাই এবার দেখে নেই আপনার ছবিটি কেমন হলে আপনি বিচারকদের নজরে পড়তে পারেন এই বিষয়ে কিছু আলোচনা। সাধারণত উপরের নিয়মকানুনগুলোর ভেতরে পড়লেই আপনি ছবিটি পাঠাতে পারেন আমাদের কাছে। তবুও কিছু বেসিক নির্দেশনা দেয়া হলো, যদিও সাধারণত যারা ফটোগ্রাফী করেন তারা এই বিষয়গুলোর উপরই জোর দিয়ে থাকেন। যেমনঃ

১. সার্পনেস, আলোর ব্যবহার, দৃষ্টিভঙ্গি।
২. অভিনবত্ব ও সৃজনশীলতা
৩. সাইজের ক্ষেত্রে বাধ্যবাধকতা নেই। বড় হওয়াই ভালো।

কিছু প্রশ্ন ও উত্তরঃ


১. আমি কি অন্য কোনো দেশের ঐতিহাসিক স্থাপনার ছবি আপলোড করতে পারবো? উত্তর- হা
২. আমি কি একাধিক ছবি দিতে পারি? উত্তর- হা
৩. ছবিটি কি এই বছরেই তোলা হতে হবে? উত্তর- না, অয়াগে তোলা ছবিও হতে পারে।
৪. জাতীয় প্রতিযোগিতায় নির্বাচিত হয়ে আসতে হবে, কিন্তু আমিতো কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করিনি, তাহলে? উত্তর- লোকাল উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবকেরা এই নির্বাচনের কাজটি করবেন।
৫. অন্য কোথাও বা সোসাল মিডিয়ায় প্রকাশিত ছবি কি ব্যবহার করা যাবে? উত্তর- হা

এবার আপনি এক নজরে দেখে নিন গত কয়েক বছরে প্রথম পুরষ্কারপ্রাপ্ত ছবিগুলো। দেখে নিজেরাই সিদ্ধান্ত নিন আপনার তোলা ছবিটির উপর আপনার আস্থা আছে কিনা! যদি আস্থা থাকে তাহলে আর সময় নষ্ট না করে আপনার তোলা ছবিগুলো আপনার নাম, ছবির নাম ও আপনার ইমেইল এড্রেসহ পাঠিয়ে দিন আমাদের ইমেইলে। সবাইকে ধন্যবাদ।

পুরস্কারসমূহ কি? জানতে চাইলে Wiki Loves Monument লিখে সার্চ করে নিজে দেখে নিতে পারেন। আপনার ছবি আপনার দেশকে রিপ্রেজেন্ট করবে এর চেয়ে বড় পুরস্কার আর কিছু হয় না বলে, এই বিষয়ে আমি কিছু লিখছি না।


২০১০ সালের পুরষ্কারপ্রাপ্ত ছবিঃ Vijzelstraat 31 in Amsterdam



২০১১ সালে পুরষ্কারপ্রাপ্ত ছবিঃ Winter picture of Chiajna Monastery. The monastery is situated on the outskirts of Bucharest.


২০১২ সালে পুরষ্কারপ্রাপ্ত ছবিঃ Tomb of Safdarjung, New Delhi, India


২০১৩ সালে পুরষ্কারপ্রাপ্ত ছবিঃ A RhB Ge 4/4 II with a push–pull train crosses the Wiesen Viaduct between Wiesen and Filisur, Switzerland



২০১৪ সালে পুরষ্কারপ্রাপ্ত ছবিঃ Holy Mountains Monastery, Sviatohirsk, Ukraine


২০১৫ সালে পুরষ্কারপ্রাপ্ত ছবিঃ Westerheversand Lighthouse



২০১৬ সাল?
হয়তো অপেক্ষা করছে আপনারই জন্য।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৬

রক্তিম দিগন্ত বলেছেন:
এই শেষ দিনে এসে দুইটা পোস্ট আসলো এই টপিকে। আগে আসলে কী হত এগুলো??? :(

জমা পড়া ছবি গুলো দেখা যাবে কি? নাকি ফলাফলের পর ভালো গুলোই শো করাবে?

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫১

চন্দ্রনিবাস বলেছেন: সময় করতে পারছিলাম না। তবে আপাতত ছবি প্রস্তুত থাকলে ইমেইলে পাঠিয়ে দিতে পারেন। ফলাফলের পর দেখা যাবে যদিও একটা ওয়েবসাইট আছে যেখানে আপনার নামে প্রকাশিত হওয়া সবগুলো ছবি কেবল আপনি দেখতে পারবেন। আপাতত লিংকটা দিতে পারছি না। আর বিষয়বস্তুর সাথে আমি সদ্য পরিচিত বলে পোস্ট দিতে দেরি হলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.