নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি মানবিক পাখি, প্রকৃতি ও প্রেমিক কর্তৃক আহূত হয়ে হঠাৎ হঠাৎ আছড়ে পড়ি ভূ-পৃষ্ঠে তবুও মানুষের জীবনে ফিরে আসার সাধ নাই আর।

চন্দ্রনিবাস

খসে পড়া নক্ষত্রের দেহে পুনঃসংযুক্ত হইবার আশায় চন্দ্রপথে একাকি খুঁজিতেছি অতীত।

চন্দ্রনিবাস › বিস্তারিত পোস্টঃ

প্রেম

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪১

দেহের মাঝে উত্তর খুঁজছিলাম, মহাবিশ্বের প্রথম প্রশ্ন মানবিক;
ছিলে তুমিও- আলিঙ্গনে, আমিও ছিলেম-
এক নির্ভীক নাবিক।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: উত্তর পেয়েছিলেন?

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৫

চন্দ্রনিবাস বলেছেন: প্রেম। প্রেমই উত্তর। প্রেমেই এই মহাবিশ্ব। আর প্রেমেই মানবজনম। ধন্যবাদ

২| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভালো বলেছেন তো! কিন্তু প্রেমে যন্ত্রণাও বেশি।

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৯

চন্দ্রনিবাস বলেছেন: প্রিয় অয়ন, স্রষ্টার প্রেমেই এই মহাবিশ্ব আর মানব জীবন। মানুষে মানুষে এই প্রেমেই তো মহাবিশ্ব। এই প্রেমে যন্ত্রণা নেই। আছে সৃষ্টি।

৩| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪১

কুঁড়ের_বাদশা বলেছেন:

খুব চুন্দর লিখিয়াছেন। =p~

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৫

চন্দ্রনিবাস বলেছেন: অক্কে। ধন্যযোগ।

৪| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫১

অপর্ণা মম্ময় বলেছেন: ছোট একটা লেখা কিন্তু আবেশ গভীর

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:১২

চন্দ্রনিবাস বলেছেন: প্রিয় অপর্ণা, আশা করি বানান ঠিক আছে, আজকে? লেখাটা আমার প্রিয়গুলোর একটি।

৫| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪০

অপর্ণা মম্ময় বলেছেন: হুম বানান ওকে। লাইন তিনটা চমৎকার

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৭

চন্দ্রনিবাস বলেছেন: আপনি তো বেশ দারুণ লিখেন। আর অনেক পুরাতন লেখক। দেখে ভালো লাগলো।

৬| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ২:০৯

কানিজ রিনা বলেছেন: নির্ভীক নাবিক কতটা বন্দর নোঙড় ফেলে
আলিঙ্গনে জড়ায়। চন্দ্র হাড়িয়ে খুজে ফিরে
তারায় তারায়।

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৭

চন্দ্রনিবাস বলেছেন: বাহ দারুণ। আপনার মন্তব্যে কেমন জানি মন খারাপ হয়ে গেলো। ভালো লাগলো। শুভকামনা।

'হারিয়ে' বানানটা বোধ হয় ভুল হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.