নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি মানবিক পাখি, প্রকৃতি ও প্রেমিক কর্তৃক আহূত হয়ে হঠাৎ হঠাৎ আছড়ে পড়ি ভূ-পৃষ্ঠে তবুও মানুষের জীবনে ফিরে আসার সাধ নাই আর।

চন্দ্রনিবাস

খসে পড়া নক্ষত্রের দেহে পুনঃসংযুক্ত হইবার আশায় চন্দ্রপথে একাকি খুঁজিতেছি অতীত।

চন্দ্রনিবাস › বিস্তারিত পোস্টঃ

বায়োডাটা

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৪

চেয়েছিলে-
মানুষ এক ফিরে আসি ত্রিবেণীর ঘাটে,
হৃদয়ের আঁচে,
পতনোন্মুখ কম্পমান পর্বতের মুখ,
অব্যক্ত সুখসুরে কথা বলুক।

কেউ কেউ- কখনো ফিরেনা আর
যে মানুষগুলো পাখি হয়ে যায়।

দেহধরণীর অতৃপ্ত বাসনার ফেরে
আহূত মানবিক পাখি
যদিও হঠাৎ আছড়ে পড়ে,
মানুষ হবার সাধ জাগেনা আর-

আমি নয়নচকোর,
হাজার বছরের তিয়াস চোখে জেগে থাকা- এক অন্ধ।
পৃথিবীর বুকে শেষ জোছনা দেখার আশায় বার বার ফিরে ফিরে আসি।

ভাঙ্গনঃ
ত্রিবেণী- শব্দটি বাউলিজমে অধিক ব্যবহৃত, এই মত অনুযায়ী এটি নারী দেহের পবিত্র অঙ্গ, যা মূলত মানবের পৃথিবীতে উন্মোচনের পথ এবং জন্ম-মৃত্যুর ফের- এই দুনিয়ায় আসার একমাত্র পথ। নয়নচকোর- এক ধরনের পাখি, যারা জোছনা পান করে আত্মতৃপ্তি লাভ করে বলে প্রচলিত রয়েছে।

এই পদ্যটুকু আমি আগেও প্রকাশ করেছিলাম, 'নিখোঁজ' শিরোনামে। অথচ নিখোঁজ শব্দটির চেয়ে বরং এই পদ্যে আত্মপরিচয়েরই অধিক প্রকাশ রয়েছে। পদ্যটুকুর সংস্কার চলছে। সংস্কার অবস্থাতেই প্রকাশ করা হলো। নিখোঁজ শিরোনামে যা নিখোঁজ, প্রকৃত অর্থে তা-ই ব্লগলেখকের পরিচয়। সে অর্থেই 'বায়োডাটা' শিরোনামটিই বরং বেশি যুতসই বলে বোধ হলো।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মানুষ হবার সাধ জাগে না কেন? স্বাধীনতার অভাব? শেষ লাইন ভাল লেগেছে খুব।

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩২

চন্দ্রনিবাস বলেছেন: আপনাকে ধন্যবাদ প্রিয় অয়ন।
হ্যাঁ সে অর্থেই।

২| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ব্লগে দেখি পাঠক কমে গেছে। এ কবিতায় আরোও মন্তব্য আশা করছিলাম। সেটা ভাল বা খারাপই হোক।

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:১১

চন্দ্রনিবাস বলেছেন: পাঠকপ্রিয় হবার চাইতে আত্মপ্রিয় হবার বাসনাই বেশি কাজ করে। সেক্ষেত্রে মন্তব্য কিছু কম হলেও দু-একটি মন্তব্যে কিংবা সমালোচনাও প্রাপ্তির খাতায় যোগ বলে ধরা যায়। তবে লেখার মানোন্নয়নে পাঠক ভালো ভূমিকা রাখতে পারে বলে আমি বিশ্বাস করি। আর এ জন্যেই ব্লগে লেখা প্রকাশ। আপনাকে ধন্যবাদ।

৩| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:১৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমি অবশ্য পাঠকপ্রিয়তা নিয়ে বেশি ফোকাস করতে চাই নাই। আলোচনা হোক, সব যোগ্য পোস্টেই। এটাই চাচ্ছিলাম আরকি।

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:১৯

চন্দ্রনিবাস বলেছেন: হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আলোচনা-সমালোচনার একটি দারুণ প্লাটফর্ম হিসেবেই ব্লগের পরিচিতি বলে আমি ধারণা করি। যদিও এখন লেখক ও পাঠক দুইই বোধ হয় কম। আর তাই হবার কথা। এখন 'নিষিদ্ধ সময়' চলছে। যাকে এক সময় বলা হতো, অন্ধকার যুগ। আমার তাই মনে হয়। এই নিষদ্ধ সময়ে কাব্য চর্চা চালিয়ে যাওয়া মনে হয় প্রতিবাদ। তবে এই যে, আপনার সঙ্গে আড্ডা হচ্ছে, এটাও তো দারুণ কিছু হয়ে উঠতে পারে। ভালো লাগলো আপনার "মধুর প্রতীক্ষা"। আমিও ব্লগে লেখক হিসেবে নতুন। পাঠক হিসেবে যদিও পুরাতন। ধন্যবাদ।

৪| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৩১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভাল বলেছেন। আড্ডা থেকে দারুণ কিছু! :)
আপনার মানবিক পাখি হয়ে উঠা নিয়ে কিছু লিখুন সামনে।

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৩

চন্দ্রনিবাস বলেছেন: বেশ ভালো একটা প্লট সামনে নিয়ে এসেছেন বলে আপনাকে ধন্যবাদ। তবে যেটা হয় আমার ক্ষেত্রে প্রস্তুতি নিয়ে ঠিক লিখা হয়ে উঠে না। চলে আসে। তবে দু-একবার লিখেছিলাম। ভাবছি, কখনো চলে আসলে মানুষের পাখি হয়ে যাওয়া নিয়ে লিখবো। আপাতত, একটা বিষয় নিয়ে লিখছিলাম, এটা অনেকটা প্রতিকীমূলক প্রতিবাদ, নগরায়নের ফলে সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার নামে যে আমরা সভ্যতা ধ্বংস করছি- এই বিষয় নিয়ে। গল্পটা শুরুটা এরকম- প্রতিটা শহরের বুকেই নিঃশব্দে কাঁদতে থাকে একটি হারিয়ে যাওয়া গ্রামের ইতিহাস। জানিনা কোনোদিন শেষ হবে কিনা!

৫| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তাহলে আপাতত বিষয়টা মাথায় রাখুন। জোর করে লিখতে চাইলে হয়ত স্বতস্ফূর্ততা আসবে না।

হ্যা, শহরকে কেমন হিংস্র কদাকার জঘন্য মনে হয়। এই শহরকে নিয়ে আর পারি না। পালাতে চাই।

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৬

চন্দ্রনিবাস বলেছেন: যদি জানতাম জাদুর শহরে একবার কেউ ঢুকে গেলে আর কখনো বের হতে পারে না। তাহলে কখনোই এই শহরে আসতে চাইতাম না। এই শহর, জাদুর শহর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.