নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি মানবিক পাখি, প্রকৃতি ও প্রেমিক কর্তৃক আহূত হয়ে হঠাৎ হঠাৎ আছড়ে পড়ি ভূ-পৃষ্ঠে তবুও মানুষের জীবনে ফিরে আসার সাধ নাই আর।

চন্দ্রনিবাস

খসে পড়া নক্ষত্রের দেহে পুনঃসংযুক্ত হইবার আশায় চন্দ্রপথে একাকি খুঁজিতেছি অতীত।

চন্দ্রনিবাস › বিস্তারিত পোস্টঃ

নগ্নসুর

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৩৬



তোমার নগ্ন কোমড় স্পর্শ করে শুরু হয়েছিলো,
আমার ধ্যান।
প্রণাম!

যখন বাজাতে শুরু করলাম,
তখন তুমি, কাঁপছিলে-
আর বলছিলে-
থামো, থামো-

অথচ তুমি জানো,
একবার সুরে বাঁধলে আমি আর থামতে জানি না।
ততোক্ষণে, ঢেউ উঠে গেছে দেহনদীতে।
তোমার দেহের সুরে সুরে আমিও
শুরু করলাম,সুরে বাজতে
এবং বাজাতেও।

যখন গেলাম হারায়ে,
ভূবিশ্বকাল ভুলে
মহাপ্রাণে-
আদিতে-
দেহহীন
প্রাণ বেঁধেছিল তখন-
প্রথম অভিন্ন এক নগ্নসুরে,

মহাকাল স্বাক্ষী রেখে-
প্রেম এলো, প্রেম এলো বুঝি আজ অন্তঃপুরে।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৫৭

বিলুনী বলেছেন: সুন্দর কবিতা পাঠে খুব ভাল লাগল ।

২৭ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:০০

চন্দ্রনিবাস বলেছেন: বিলুনী আপনাকে ধন্যবাদ। মাঝ রাতে নগ্নসুরে সঙ্গ দেয়ার জন্যে। শুভকামনা।

২| ২৭ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কবিতাতে নগ্নতা, চটি থাকতে হবে - কে যে এই ক্রাইটেরিয়া শুরু করেছিল কে জানে। এসব চটি শব্দ দিয়ে বাক্য বিন্যাস লেখা কোন বাহাদুরি নয়...

২৭ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:২১

চন্দ্রনিবাস বলেছেন: কে শুরু করেছিলো জানি না। নগ্নতা প্রকৃতির আদি রুপ। একে অস্বীকার করেই যে কেবল মিথ্যে সভ্য হবার ভান ধরতে হবে কিংবা কবিতা লিখতে হবে, এই ক্রাইটেরিয়াই যে কে দিলো- সে নিশ্চয়ই তাঁর নিজেকেই অস্বীকার করবে। (আপনার মুখস্থ মন্তব্যের প্রেক্ষিতে আমার উত্তর)

এবার আসি, কবিতা প্রসঙ্গে- দুঃখজনক হলেও সত্যি, আমার লেখনী আপনার বোধগম্য হয়নি। কখনো বোধগম্য হলে কমেন্টটা মুছে দেবার অনুরোধ রইলো। তবে হ্যাঁ কোনো অধিক চটিপড়ুয়া পাঠক যদি নিতান্তই সহজ প্রাকৃতিক শব্দগুলোকে যদি চটিশব্দ মনে করে থাকেন, তাহলে এই নিয়ে আমার তেমন কোনো জিজ্ঞাসা নেই। আপনাকে ধন্যবাদ।

৩| ২৭ শে অক্টোবর, ২০১৭ ভোর ৫:২৫

চিন্তক মাস্টারদা বলেছেন: কবিতা আরো সুন্দর হত, যদি যদি চটি শব্দগুলোর জায়গায় ভাল, শব্দ আসতো

২৭ শে অক্টোবর, ২০১৭ ভোর ৫:২৭

চন্দ্রনিবাস বলেছেন: দুঃখিত এর চেয়ে সুন্দর করা গেলো না। চটিশব্দগুলোই মধুর লাগছে।

৪| ২৭ শে অক্টোবর, ২০১৭ ভোর ৬:৩৭

রাবব১৯৭১ বলেছেন: অসাধারন কবিতা, যারা এ কবিতাকে চটি মনে করেন, তাদের স্কুলে যাওয়ার দরকার

২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৩

চন্দ্রনিবাস বলেছেন: আমি আসলে কিছুই বুঝে উঠতে পারিনি, এখানে 'চটি' শব্দটা আসাই প্রমাণ করে আমরা হয়তো এখনো সুবোধ পাঠক হয়ে উঠিনি। অনেক ধন্যবাদ।

৫| ২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:১৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর হয়েছে।





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৪

চন্দ্রনিবাস বলেছেন: শুভ সকাল। ধন্যবাদ প্রিয় দেশ প্রেমিক বাঙ্গালী। ভালো থাকবেন। শুভকামনা রইলো।

৬| ২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন সুর লহরীময় মিলন কাব্য :)

আদিতে-
দেহহীন
প্রাণ বেঁধেছিল তখন-
প্রথম অভিন্ন এক নগ্নসুরে ... গভীর মৌলিক তত্ত্ব।

নগ্নতার নান্দনিকতাই শ্রেষ্ঠ সৃষ্টি! ;)

+++

২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩২

চন্দ্রনিবাস বলেছেন: নগ্নতার নান্দনিকতাই শ্রেষ্ঠ সৃষ্টি! ;)
বাহ। দারুণ।

ধন্যবাদ বিদ্রোহী ভৃগু। কেমন আছেন। আপনার সঙ্গে আগেও একবার কথা হয়েছিলো। আমি আপনার একটি কবিতা ব্যবহার করেছিলাম, আপনার সঙ্গে কথা বলেই, আপনার নামেই- একটা রাত খুঁজছি ঘুমাবো বলে – কতকাল ঘুমাইনি। বেশ ভালো লেখনী। ভালো থাকবেন।

৭| ২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: চটি শব্দ খুঁজলাম। অবশেষে পায়ে পরা চটি ছাড়া কিছুই পেলাম না।
আমার কাছে ভালো একটা আবৃত্তিযোগ্য কবিতা মনে হইছে।

২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৬

চন্দ্রনিবাস বলেছেন: অসংখ্য ধন্যবাদ রাজপুত্র। মহান চটি লেখকগণ এখন আর নতুন কিছু দিতে পারছে না। আধুনিক চটিসাহিত্য হয়তো এরকম কাব্যময় হয়।

খুবই অদ্ভুত! কিছু মানুষ খুব অল্পতেই শিহরিত হয়। এতোটাই প্রভেদ্য তাদের অনুভূতি!

৮| ২৭ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: দারুণ অর্থবোধক রূপক কবিতা। তবে আমি দুইটা অর্থ দাড় করাচ্ছি। বাদ্য যন্ত্র অথবা মানব-মানবীর মিলন। আমার পর্যবেক্ষণ ভুল ও হতে পারে।

২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৪

চন্দ্রনিবাস বলেছেন: আপনি একেবারে ঠিক ধরেছেন। মূলত এই লেখনীর সৌন্দর্য্য আমার কাছে এটাই যে, এখানে নীরেট এক প্রেম দেখানো হয়েছে- দেহ-মনের মানুষের সঙ্গে প্রিয়তমারুপ দোতারার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.