নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়তে ভালবাসি

প্রফেসর মরিয়ার্টি

পথিক, তুমি পথ হারাইয়াছ..

প্রফেসর মরিয়ার্টি › বিস্তারিত পোস্টঃ

যুগ্ম/যুক্ত বর্ণগুলো যেভাবে লিখতে হয় (আমার মত যারা বানানে অদক্ষ, শুধুমাত্র তাদের জন্য)

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৪

সামনে আসছে ভাষার মাস। আমরাই পৃথিবীতে একমাত্র জাতি যার সাহসী সন্তানেরা ভাষার জন্য জীবন দিয়েছিল। যার প্রেক্ষাপটে অমর একুশে ফেব্রুয়ারি- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বর্তমানে বিদেশী সংস্কৃতি ও ভাষার আগ্রাসনে আমরা অনেকেই নিজের মাতৃভাষা বাংলাকে কম গুরুত্ব দিই। এ কারণে বাংলা ভাষাকে সঠিকভাবে উচ্চারণ করতে পারিনা, শুদ্ধ বানানরীতিতে লিখতে পারিনা। ব্লগে প্রায় সময় দেখি আমার মত অনেক ব্লগার টাইপ করার সময় বানানের ক্ষেত্রে, বিশেষ করে যুগ্ম/যুক্ত বর্ণের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভুল করেন। আবার কিছু কিছু শব্দ লেখার ক্ষেত্রে অনেক সময় বুঝতেই পারিনা যুগ্ম/যুক্ত বর্ণটি কোন কোন বর্ণ দ্বারা গঠিত হয়েছে। যেমন- গঞ্জ, বিজ্ঞান, মনোবাঞ্ছা, অঙ্ক ইত্যাদি। যুগ্ম/যুক্ত বর্ণের সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করার জন্যই আজকের এই পোস্ট-



যারা টাইপ করার ক্ষেত্রে বিজয় কি-বোর্ড ব্যবহার করেন, তাদের জন্যই নিচের চার্ট-







আর যারা টাইপ করার ক্ষেত্রে অভ্র কি-বোর্ড ব্যবহার করেন, তাদের জন্য নিচের চার্ট-



আশা করি, এখন থেকে আমরা সবাই যুগ্ম/যুক্ত বানান লেখার ক্ষেত্রে ভুলগুলি পরিহার করতে পারব।

মন্তব্য ৩১ টি রেটিং +২/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:২০

প্রফেসর মরিয়ার্টি বলেছেন: সময় করে পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ ভাই :)

২| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৪

নুর ইসলাম রফিক বলেছেন: "jukto"

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:০৫

প্রফেসর মরিয়ার্টি বলেছেন: ভুল ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ ভাই।

এডিট করে দিয়েছি।

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৮

বেদুইন জাহিদ বলেছেন: কাজের পোস্ট । ধন্যবাদ প্রফেসর ভাই।

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:১০

প্রফেসর মরিয়ার্টি বলেছেন: আমিও প্রায় সময় এই সব ক্ষেত্রে ভুল করে ফেলি।
এই কারণেই এই পোস্টের প্রসব :P

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৯

সবুজসবুজ বলেছেন: ভালো পোস্ট। বিষয়টা অনেকের কাছে সহজ হলেও যারা নতুন তাদের কাছে প্রয়োজনীয়।


তবে পোস্টের টাইটেলটা একটু ঠিক করা প্রয়োজন। কারণ একই বর্ণ যুক্ত হলে তাকে "যুগ্ম বর্ণ" বলে {যেমন -- ক্+ক্=ক্ক } এবং ভিন্ন বর্ণ যুক্ত হলে তাকে ''যুক্ত বর্ণ" বলে {যেমন -- ক্+ত্=ক্ত }।


ভালো থাকবেন।

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:০৭

প্রফেসর মরিয়ার্টি বলেছেন: ভুল ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ ভাই।

এডিট করে দিয়েছি।

(আসলে এই কারণেই পোস্টের হেডলাইনেই স্বীকার করে নিয়েছি যে, আমি বানানের ক্ষেত্রে একটু অদক্ষ ;) )

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৭:২৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: চার্ট দুটোর ইমেজ দিতে পারলে ডাউনলোড করে বড় করে দেখা যেতো এবং সংগ্রহে রাখা যেতো। ভেবে দেখার অনুরোধ রইলো। পোস্টের ভিতরে সেঁটে দেয়ায় খুব ছোট দেখাচ্ছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

প্রফেসর মরিয়ার্টি বলেছেন: আসলে চার্ট দুটি ওয়ার্ড ফাইলে লিখছিলাম, পরে ইমেজ ফাইলে কনভার্ট করা হইছিল। এর চেয়ে ভাল কোয়ালিটি পাইতে হলে এটাকে অনেকগুলা ছোট ছোট ইমেজে ভাগ করতে হবে। সময় পাইলে করার ইচ্ছে আছে।

তবে এখান থেকেও ইমেজ দুইটা সেভ করা যায়।

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৫

চিরতার রস বলেছেন: নতুনদের সহায়ক হবে :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

প্রফেসর মরিয়ার্টি বলেছেন: হুম, আসলে আমিও নতুনতো, তাই এইগুলা নিয়ে নিজের জন্যই একটু ঘাটাঘাটি করছিলাম।

৭| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৬

সুমন কর বলেছেন: কাজের পোস্ট।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

প্রফেসর মরিয়ার্টি বলেছেন: ধন্যবাদ দাদা

৮| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫০

কাহাফ বলেছেন: কাজে অাসবে ! অনেক ধন্যবাদ অাপনাকে!!!

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

প্রফেসর মরিয়ার্টি বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই

৯| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৪

মামুন রশিদ বলেছেন: ভালো পোস্ট ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

প্রফেসর মরিয়ার্টি বলেছেন: ধন্যবাদ মামুন রশিদ ভাই

১০| ০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৯

ওয়্যারউলফ বলেছেন: একটি প্রয়োজনীয় প্রসবের জন্য ধন্যবাদ ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

প্রফেসর মরিয়ার্টি বলেছেন: তবে ভাই, এখন মনে হচ্ছে ডেলিভারি-টা একটু আগে হয়ে গেছে। আরেকটু সময় নিয়ে পোস্টটা দেয়া দরকার ছিল। ইচ্ছে আছে আরেকটু এডিট করার।

১১| ০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫১

তুষার কাব্য বলেছেন: কাজের পোস্ট ।শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

প্রফেসর মরিয়ার্টি বলেছেন: ধন্যবাদ ভাই।

ভ্রমণ কাহিনীর পাশাপাশি আপনার কাছ থেকে আরো অনেক বেশি কবিতা পাব আশা রাখি।

১২| ০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৪

নেক্সাস বলেছেন: একেবারে প্রফেসরের মত কাজ। ধন্যবাদ

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

প্রফেসর মরিয়ার্টি বলেছেন: প্রফেসর মানুষ লেখাপড়া ছাড়া তেমন কিছু ভাল বুঝিনা :(


ধন্যবাদ নেক্সাস ভাই

১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৪

আসিফ বলেছেন: বিষয় টা আরেকটু সহজ হলে ভালো হত

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০০

প্রফেসর মরিয়ার্টি বলেছেন: চেষ্টা করব এটাকে আরেকটু বিস্তারিতভাবে সহজ করে লিখতে।

১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৫

তানজীব তন্ময় বলেছেন: ধন্যবাদ , খুব উপকারি একটা লেখা দিয়েছেন ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০১

প্রফেসর মরিয়ার্টি বলেছেন: ধন্যবাদ ভাই

১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৭

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার পোষ্ট । ++++++

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

প্রফেসর মরিয়ার্টি বলেছেন: এত্তগুলা প্লাস দেয়ার জন্য আপনার জন্যও এক ঝুড়ি ধইন্যা পাতা রইল।

১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





সহযোগিতামূলক পোস্টটির জন্য প্রফেসর মরিয়ার্টিকে ধন্যবাদ... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.