নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাকসুদ আলম মিলন

মাকসুদ আলম মিলন › বিস্তারিত পোস্টঃ

"বৃষ্টি যদি এসেই পড়ে"

২৯ শে মার্চ, ২০১৭ রাত ১২:৩৪

দু'হাত প্রশারিত করে বৃষ্টিকে ছোয়ে দেই,
আলিঙ্গন করি বৃষ্টিকে |
বৃষ্টিস্নানে মেতে উঠ
বৃষ্টি যদি এসেই পড়ে
ঠাই করে নিও প্রাপ্তি |
উত্তপ্ত মনে আনন্দের বর্ষণ শুরু হয়,
অজস্র ফোটায় বিলীন হতে থাকে অপেক্ষার প্রাপ্তি,
শীতল ঘ্রাণে শিহরিত, প্লাবিত অনুভূতি,
চোখে মুখে নেশার ছাপ,
বৃষ্টি যদি এসেই পড়ে
ছাতার নিচে শূন্য স্থানটা দখল করে নিও,
যেখানে তুমিই ছিলে,
তুমিই রবে |
স্নিগ্ধ হাওয়ায় দুলিয়ে দিও, দুটানার অবসান ঘটিয়ে
প্রিয় তুমি বৃষ্টি হয়ে ভিজিয়ে দাও,
আলিঙ্গন করে নাও
দুহাত প্রশারিত করে |
বৃষ্টি যদি এসেই পড়ে
উৎকষ্ঠার পরিশেষে,
নির্মল পরিবেশে,
নিযুক্ত করে নাও অঝোরে |
বৃষ্টি যদি এসেই পড়ে
থমকে না দাড়িয়ে থর থর কাপা হাতে হাত রাখো
আঙুলের ফাকে ফাকে আঙুল যুগলের দৃঢ় প্রলয় ঘটিও,
দ্বিধাহীন আবেগে জড়িয়ে নিও |
বৃষ্টি যদি এসেই পড়ে
কাপা কাপা ওষ্ঠ যুগলে
অনিচ্ছাকে সরিয়ে,
ওষ্ঠ যুগলের স্পর্শের ছোয়ায় স্পর্শকাতর করিও,
বৃষ্টির আবেষ্টে আবৃত করে,
বৃষ্টির প্রতিক্ষা প্রেরণায় পুলকিত করিও,
বৃষ্টি তো চলেই এসেছে,
বৃষ্টির কণা শরীরে মাখিয়েছে,
বৃষ্টি সঙ্গী,বৃষ্টি তুমি !!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.