নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাকসুদ আলম মিলন

মাকসুদ আলম মিলন › বিস্তারিত পোস্টঃ

"উপর্যপরিশরে,উপচেপরি অতলে"

০৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

এতো পটভূমি,এতো প্রেক্ষাপটের ছড়াছড়ি,
যেখানে যায়,সেখানে দেখি উপচেপরা ভরাডুবি!!!

যাত্রা-শুরু বাস পরিবহন,
তিল ধারণের ঠাই খুঁজে পাই না
গদগদে মানুষের ভিড়ে উপচেপরা বিস্ময়ন।

বন্ধুর ভর্তি পরীক্ষা যেতে হবে তড়িঘড়ি,
বাসে ঝুলে উপুর্যপুরি পরিসরে ভিড় ঠেলে
গিয়ে দেখি ভর্তি পরীক্ষার্থী উপচেপরা হুরোহুরি।

ভর্তি-পরীক্ষার ছিট আর বাসের ছিট বড়ই সংঙ্কীর্ণ,সংকট
অনহিনুকূল উপচেপরা যেন উভয় সংকট!!!

সেখান থেকে ভৌ দৌড় চাকরির ইন্টরভিউয়ে,
লাইনের অতলে,তলিয়ে যেন খাবি-খাচ্ছি
চোখ কচলিয়ে চেয়ে দেখি উপচেপরা চাকরি-প্রার্থী!!!

খেই হারিয়ে,ধৈর্যের সীমা উতরিয় যায় ভিতরে
ইন্টারভিউয়ে পটাপট,
প্রশ্নকর্তা হাত কচলিয়ে প্রশ্ন ছুড়ে
উপচেপরা টাকা আছেনি বলো ফটাফট????

চলছে উপচেপরা নীতির ভাঙন,
অনিয়কে নিয়ম করে হচ্ছে প্রচলিত বহন,
খেই হারিয়ে খুঁজে পাই না কোন অবলম্বন!!!

জনগণ মূলশক্তি,জনগণই পারে দেশের উন্নতি,
সমস্যা সমাধানের উপচেপরা দেয় প্রতিশ্রুতি,
রাজনীতিবিদরা লম্বা গলায় উপচেপরা বাক্য ঝাঁরে,
উপচেপরা উন্নয়নের কথা উপচে ভাবে ব্যক্ত করে।

কথার সাথে কাজের অমিল,
উপচেপরা মিথ্যার অথই সামিল।

একরাশ উপচেপরা হাইহুতাসের ফুলঝুরি,
উপচেপরে,উবু হয়ে দিন গুণে খেই হারাচ্ছি!!!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

ধ্রুবক আলো বলেছেন: ভর্তি-পরীক্ষার ছিট আর বাসের ছিট বড়ই সংঙ্কীর্ণ,সংকট
অনহিনুকূল উপচেপরা যেন উভয় সংকট!!!
বেশ ভালো লাগলো, +++

২| ০৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

মাকসুদ আলম মিলন বলেছেন: বাস্তব সত্য রে ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.