নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাকসুদ আলম মিলন

মাকসুদ আলম মিলন › বিস্তারিত পোস্টঃ

হুড়োহুড়ি/যাতাযতি/পারাপারি

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ২:৪৭




এটা ঈদের মহাপ্রলংকার ভিড়ের ছবি না...!!! এটা মহামারি সভা সমাবেশরও কোন ছবি না...!!!এটা বাড়াবাড়ি রকমের খেলা না যে পাল্লা দিয়ে কার আগে কে ফাস্ট হবে...!!! কিংবা বাস ধরতে না পারলে যুদ্ধে পরাজিত হবে সেটাও না ...!!!!
এটা ফার্মগেট বাসস্ট্যান্ডের নিত্যদিনের অফিস টাইম শেষ হওয়ার পর গোধূলি বেলায় পাল্লা দিয়ে বাসে উঠার ছবি।সাধারণ মানুষের জীবনযুদ্ধের ছবি।
প্রতিদিন এরকম পাল্লাদিয়ে কার আগে কে হুড়োহুড়ি করে বাসে উঠতে সেই মনোভাব নিয়ে নিত্যদিন যুদ্ধে নামে মধ্যবিত্ত পরিবারের লোকেরা ।এরকম মসিবত নিত্যদিন ঘটেই চলেছে।
বেকায়দায়,মুশকিলে,জীবনের রিস্ক নিয়ে বাসে উঠাতে গিয়ে যাতাযতি,পারাপারির ঘটে যাচ্ছে নিত্যদিনই দেধারছে।মনে হচ্ছে বড় কোন ঘটনা না ঘটলে মানুষের তথা সরকারের টনক নড়বে না।এর তো একটা প্রতিকার হওয়া দরকার।নচেৎ অনতি বিলম্বে জীবন বিলম্ব হতে কতক্ষণ।।।।

বিশেষ করে অফিসের ছুটির ফার্মগটের ভয়াভহ পাল্লাপাল্লি দিয়ে বাসে উঠার অবস্থার অবসান ঘটানোর জন্য দৃটিকর্ষণ করছি।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:২৬

রিফাত হোসেন বলেছেন: সমাধান হবে সেদিন, যেদিন সরকারী উচ্চপদস্থ ব্যক্তিবর্গদের মোটামোটি সিংহভাগ পাবলিক যাতায়াত ব্যবস্থা ব্যবহার করবেন। :)

১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৯

মাকসুদ আলম মিলন বলেছেন: সিংহভাগ আর কেমনে. তারাতো বাপদাদার সিংআসন পাইয়া লইছে।

২| ১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৯

তারেক বলেছেন: সাইকেল কিনলেই কিন্তু এই সম্যাসার সমাধান হয়ে যায়। কিন্তু আমরা সেটা করব না।৭,০০০ টাকার মধ্যে একটা সুন্দর দেখে সাইকেল কিনলে এই কষ্ট থেকে চির মুক্তি পাওয়া যায়।

১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫০

মাকসুদ আলম মিলন বলেছেন: সাইকেলই ছিল কিন্তু পূর্বেকার জনপ্রিয় যাতায়াতের হাতিয়ার ।বাঙালী দিন দিন এতোটাই হাতি হয়ে যাচ্চে ২মিনিট হাটা লাগবো দেখে রিক্সা নেয়, ৫মিনিট হাটতে হবে দেখে আধঘন্টা বাসে বসে থাকে।আরামের অভ্যাস অতি ভয়ানক চাইলেই পরিবর্তন করা যায় না।

৩| ১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩১

অতঃপর হৃদয় বলেছেন: দেশের মানুষের সংখা বাড়তেছে!!!!! কমাতে হবে। পাচার করে দিক।

১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫২

মাকসুদ আলম মিলন বলেছেন: প্রাইভেটকার গুলো পাচার করে এরকম ভয়াবহ অবস্থা অনেকাংশেই কমে যাবে।

৪| ১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫০

পৌষ বলেছেন: একমাত্র সাইকেলই মুক্তি। আমি যখন ফার্মগেইট দিয়ে আসি তখন তাদের দেখি কি কষ্ট করছে এ মানুষগুলো। আর আমি আমার দ্বিচক্র নিয়ে তাদের দিকে তাকিয়ে আরামসে চলে আসি।

৫| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০০

মাকসুদ আলম মিলন বলেছেন: আগে দ্বিচক্র যানের সুবিধা এবং এর ব্যবহারে আগ্রহী করে তুলাটা অতি প্রয়োজন।

৬| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:২২

জাহিদ হাসান বলেছেন: =p~ =p~

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:২৮

মাকসুদ আলম মিলন বলেছেন: #:-S #:-S

৭| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আনিসুল হকের কথায় অনেক আশাবাদী হয়েছিলাম। উনি এই যানজট দূর করবেন বলেছিলেন। সব কোম্পানীর বাসকে ৫ কোম্পানীতে নিয়ে আসবেন। বাস বাড়বে। কবে যে রাজধানীতে একটা সুন্দর বাস সার্ভিস চালু হবে...

৮| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৩২

মাকসুদ আলম মিলন বলেছেন: ঐটা বোধহয় কোম্পানির প্রচারণার জন্য বলেছেন... ৩০০ টাকার এর্নজি বাল্ব মাত্র ১০০ টাকা।।।।। :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.