নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাকসুদ আলম মিলন

মাকসুদ আলম মিলন › বিস্তারিত পোস্টঃ

মুন্ডুহীন আদমি

১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ২:২৮






নীতি বাক্যের যেখানে পাত্তা নেই।নীতিবান যখন বানের জলে ভাসে।অনিয়মই যেখানে নিয়ম।নিয়মের কি দরকার????নীতিবান,ন্যায়াবান হওয়া অনেক দূরহ ব্যাপার।নিয়মকে বৃদ্ধা আঙুল দেখিয়ে ভরাডুবিতে ভাসছে।অনিয়মের ছড়াছড়িতে হচ্ছে ছন্নছাড়া।অনিয়মের অলিখিত দখলে দগ্ধময় চারপাশ।অনিয়ম এমনভাবে প্রভাব বিস্তার করছে যেখানে নিয়ম দিশেহারা,দৃশ্যহারা। অনিয়মের থাবায় নিয়ম এখন গুম হয়ে যাচ্ছে।পালিয়ে বেড়াচ্ছে ফেরারির আসামীর মতো।অনিয়মের থাবার ক্ষত,এতো ভয়াবহ ভাবে আক্রান্ত যে, নিয়ম এখন দুরারোগ্যে ভুগছে।

মানুষ নিয়ম ভঙ্গুর।অনিয়মের দিকেই ঝুঁকে বেশি।যদি বাস পরিচালনার দায়িত্বে থাকা ড্রাইভার নড়বড়ে হয় তাহলে বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনাই বেশি।জাতি হিসেবেও ততটা শিক্ষিত না আমরা।তাহলে আলোর পথ দেখাবে কে????অবশ্যই মাথাআলা বুদ্ধিজীবীরা।কিন্তু সমস্যা হচ্ছে ঐ জায়গাতেই ঘাপলা।এই ঘাপলা চুয়ে চুয়ে ছড়িয়ে পড়ছে পুরো জাতিতে।

বুদ্ধিজীবীরা দেশের কর্ণধার।কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমাদের দেশের বুদ্ধিজীবীরা বর্ণধার।যেকোনো রঙের বর্ণেই বর্ণিত হ উস্তাদ।শুধু মালপানি ঢাললে কিংবা মন্ত্রী বানিয়ে দিলেই হলো।অন্যের ধন্যায় তৈলের বন্যা বইয়ে দিবে।তাদের কি আর বুদ্ধিজীবী বলা যায়।তাদের আগাছাই বলাই শ্রেয়।
দিন দিন আমরা মুন্ডুহীন আদমিতে পরিণত হচ্ছি।যারা আমাদের পথ দেখাবে...তারাই যদি পথ ভুলে যায়।তাহলে পথটা সংকীর্ণ,সংঙ্কুল,বক্র হওয়াটাই স্বাভাবিক নয় কি?????

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:৪০

কানিজ রিনা বলেছেন: সত্য কথা বলার জন্য ধন্যবাদ।

১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৭

মাকসুদ আলম মিলন বলেছেন: সত্যকে টুটি চেপে ধরে রাখা না...লাগাহীন ঘুড়ার মতো সর্বদা বেগমান....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.