নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাকসুদ আলম মিলন

মাকসুদ আলম মিলন › বিস্তারিত পোস্টঃ

লক্ষ্যে লক্ষ্যহীন

০৮ ই মে, ২০১৭ রাত ৩:১৭



নিজের জীবনের লক্ষ্য বলতে কিছু নাই..সেটা বাবা কিংবা মায়ের জীবনের লক্ষ্যে রূপান্তরিত হচ্ছে দিনকেদিন..ছোট বেলা থেকেই মা বাবার স্বপ্ন ছেলে/মেয়েকে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার বানাবে..তাদের ছেলে/মেয়ে পারুক কিংবা না পারুক অথবা তাদের ছেলে/মেয়ে কোনটাতে বেশী সাচ্ছন্দ্য বোধ করে কোনটাতে পারদর্শী বেশী সেদিকে নজর দেয়া নজির বিহীন ব্যাপার...তাদের মূলতন্ত্র হচ্ছে হয় ডাক্তার নচেৎ ইঞ্জিনিয়ার হতেই চাই...(এদের বাজার ভাল) এই ২পেশার মতো হাইটেম্পেরেচার ছাড়া আমাদের দেশে দামী ধান্ধা থুক্ক দামী পেশা নাই যা প্রত্যেক গার্ডিয়ানরা মনে করে....হয়তো মানব সেবা কিংবা দামিটামি হওয়া যায় চোখের পলকেই...!! অবাক হয়ে যায় তাদের চিন্তাধারা দেখে..কেনো!কেউ কি অন্য পেশায় মানব সেবা দামিটামি হচ্ছে না..কেউ খেলোয়ায় হয়ে..কেউ কৃষি গবেষণা করে..কেউ সাহিত্যে..কেউ নিউজ প্রেজেন্ট করে..কেউ দৌড়িয়ে..কেউ চিত্রাঙ্কন করে..কেউ অভিনয় করে..কেউ রাজনীতি করে(শর্ত প্রযোজ্য) শুধু দেশে নয় বিশ্বেও আলোকিত হয়েছেন আলোচিত হয়েছেন...!! কেনো আমাদের অভিভাবকরা তাদের লক্ষ্য আমাদের ঘাড়ে চাপিয়ে দিবে...?আমরা আমাদের ভালো করেই জানি যে... আমাদের দ্বারা কোনটা সম্ভব..!কোনটা অসম্ভব! (অসম্ভবকে সম্ভব করা সেটা জলন্ত জলিলেই থাক)..হুদাহুদি একগাদা বই চাপিয়ে দিয়ে..পড়া কচ কচ করে গিলিয়ে খাওলেই যে সে লক্ষ্য পৌছতে পারবে এমন তো নয়..!!!সে যেটাতে সহজেই নিতে পারে সহজেই আয়ত্ত করতে পারে সেটাতে সে ভালো কিছু করতে পারবে ক্রিয়েটিভ কিছু দেখতে পারবো..গতানুগতিক ধারার অবসান ঘটিয়ে ভিন্ন কিছু সৃষ্টির গতি বৃদ্ধি পাবেই...!!! তার ব্যক্তি স্বাধীনতায় পরাধীন থাকলে..ঞ্জানগুলো/কাজগুলোও পরাধীন থাকবে এটাই স্বাভাবিক নয়কি..?বুদ্বিদীপ্ততার ছিটেফোটাও থাকবে না এটা ধরেই নেয়া যায় !!! লক্ষ্যে লক্ষ্যভ্রষ্ট না করে নিজ লক্ষ্যে পৌছতে দিন...!!!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৭ ভোর ৪:৪০

চাঁদগাজী বলেছেন:



আপনি মা-বাবা, নাকি ছাত্র?

০৮ ই মে, ২০১৭ রাত ৮:০০

মাকসুদ আলম মিলন বলেছেন: "বিশ্বজোড়া পাঠশালা মোর,
সবার আমি ছাত্র,
নানান ভাবে নতুন জিনিস
শিখছি দিবারাত্র।
- কবি সুনির্মল বসু

২| ০৮ ই মে, ২০১৭ বিকাল ৩:১৩

ধ্রুবক আলো বলেছেন: সবাই এখন জিপিএ আর নম্বরের পেছনে ছুটে।
বাচ্চাদের লক্ষ্য এখন আর কেউ দেখেন।

০৮ ই মে, ২০১৭ রাত ৮:০৩

মাকসুদ আলম মিলন বলেছেন: শিক্ষাব্যবস্থায় যে গোড়ায় গলদ!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.