নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাকসুদ আলম মিলন

মাকসুদ আলম মিলন › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক নয়,চাই ফ্রেসবুক

১৫ ই জুলাই, ২০১৭ রাত ১:১৬



মিথ্যা চাহিদা আমাদের প্রয়োজনীয় চাহিদাকে ছাপিয়ে এমনভাবে সেটে যাচ্ছে যা অত্যাবশ্যকীয় আবশ্যিক প্রয়োজনী করে তুলছে দিনকেদিন।যার ফলশ্রুতিতে প্রাকৃতিক,বাস্তবিক বিষয়গুলো ধামাচাপা পড়ে অবাস্তবিক,অনাকাঙ্ক্ষিত ঘটনা,আগ্রাসিক মনোভাব বৃদ্ধি পাচ্ছে।অবসর সময়,ভ্রমণ সঙ্গী হিসেবে সবচেয়ে বড় মাধ্যম যখন ছিল বই।জ্ঞানচর্চার,বিনোদনের,জীবন গঠনের অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় মাধ্যম হচ্ছে বই।যার আলোতে নিজেকে আলোকিত করতে পারি, পৃথিবীতে আলো ছড়াতে পারি সবমিলিয়ে যেটা আমাদের নৈমিত্তিক প্রয়োজনীয় চাহিদা।আর সেই অত্যাবশ্যকীয়,নৈমিত্তিক প্রয়োজনীয় বইয়ের মাধ্যমকে দূরে ঠেলে দিয়ে কাছে টেনে নিচ্ছি অপ্রয়োজনীয়,অনিয়ন্ত্রিত চাহিদা ফেসবুক নামক মাধ্যম।
সত্যিকার অর্থে ফেসবুক কি আমাদের আদৌ প্রয়োজনীয় কিছু?অবসর সময় কাটাতে,বন্ধুদের সাথে আড্ডা দিতে,যোগাযোগের সহজ মাধ্যম হিসেবে বিশেষ করে ফেসবুকের প্রয়োজন হয়ে উঠে।আমরা কি শুধু অবসর সময়ে ফেসবুক চালাচ্ছি নাকি প্রয়োজনীয়,মূল্যবান সময় নষ্ট করে ফেসবুকে আসক্ত হয়ে পড়ছি।যদি যোগাযোগের সহজ মাধ্যম হিসেবে ধরি তাহলে ভার্চুয়াল যোগাযোগ এবং বাস্তবিক যোগাযোগের মধ্যে পার্থক্য দেখা যেতে পারে। ভার্চুয়াল যোগাযোগ কখনোই সহজবোধ্য না বলা যায়,সম্পর্ক শিথিল হওয়ার অন্যতম কারণও বটে।যা বাস্তবিক যোগাযোগের সাথে কোনদিনই খাপ খায় না।বন্ধুদের সাথে সরাসরি আড্ডা দেয়া আর ভার্চুয়াল আড্ডা দেয়া কখনোই এক হতে পারে না।অনেকদিন পর কিংবা স্বল্পক্ষণের জন্য অদেখার মধ্যে যে অবাক হওয়া বিষয়টি থাকে তা সহজ যোগাযোগ মাধ্যম হ্রাস করছে ইদানিং।
ইদানীং ফেসবুকের যে ভয়াবহ আসক্তি নতুন প্রজন্মের চিন্তাজগতকে ঘ্রাস করছে,চিন্তা জগতের প্রসারণে ব্যাঘাত ঘটাচ্ছে,সংকীর্ণ করে তুলছে তা বেশ লক্ষ্যণীয়।এর সর্বোচ্চ কারণ খুঁজতে দেখা যায় পারিপার্শ্বিকতা,পারিবারিক পরিচর্যা এবং সমাজ,রাষ্ট্র পরিচালনা।কারণ হিসেবে আরো লক্ষণীয় বিষয় ফেসবুকের সহজবোধ্যতা,ফেসবুকর মাধ্যমে নিজেকে বড় করে দেখা।প্রযুক্তি ব্যবহারে ভালোদিক,মন্দদিক উভয়ই বিদ্যমান।বর্তমানে ফেসবুক প্রযুক্তি ব্যবহারে মন্দের পাল্লাটাই ভারি।
জীবন গঠন,জ্ঞানের পরিচর্যা,পৃথিবীতে আলো ছড়ানোর জন্য যে নৈমিত্তিক চাহিদা ফ্রেসবই তথা বইয়ের যে অপরিহার্য প্রয়োজনীয়তা দিনদিন তা ফেসবুক নামক জীবন নাশকের অকল্যাণে হারিয়ে যাচ্ছে।জীবন গঠন,জ্ঞান অর্জন,জ্ঞান পরিচর্যা,পৃথিবীতে আলো ছড়ানোর জন্য পরিশ্রমের প্রয়োজন।যা আমাদের অলস মস্তিষ্ক গ্রহণে বরাবরই নাখোশ।আমরা যদি জ্ঞান আহরণ সহজবোধ্য ভাবে অভ্যাসে পরিণত করি এর প্রাসঙ্গিক বিষয় পাঠাগার স্থাপন,নিয়মিত মজার মজার বই পড়ার অভ্যাস করতে পারি তাহলে পাঠ্য বইয়ের প্রতি অনীহা অচিরেই লাঘব হবে।সারাক্ষণ ফেসবুকে ডুবে থাকার বদঅভ্যাস করলে ফ্রেসবুক তথা পাঠ্যবই পড়ার অভ্যাস কিভাবে তৈরি হবে?মানুষের সহজবোধ্য অভ্যাস সহজে পরিবর্তন করা সম্ভব নয়।প্রয়োজন পারিপার্শ্বিকতা,পারিবারিক পরিচর্যা, এবং সমাজ,রাষ্ট্র পরিচালনার উন্নতি।ফ্রেস মস্তিষ্কে ফেসবুক নামক ভয়াবহ জীবন নাশক অপ্রয়োজনীয় বদঅভ্যাসে নয় ফ্রেসবই তথা পাঠ্যবই,বইয়ের অত্যাবশ্যকীয় আবশ্যিক প্রয়োজনীয় চাহিদাকে অভ্যাসে পরিণত করার প্রেক্ষাপট তৈরি করুন।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.