নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাকসুদ আলম মিলন

মাকসুদ আলম মিলন › বিস্তারিত পোস্টঃ

আলোকিত মৃত্য

৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩৭



গুম,হত্যা কিংবা খুন যা অপ্রত্যাশিতের অকাল বাহুল্যতার বহমান নিয়মে অপ্রাপ্তির বিস্বাদ নিখাদ ভাবে সংকলিত হয়।মৃত্যু প্রত্যাশি সকল প্রাণী অহংকারীর অলংঙ্কনে নিবেদিত।সরাসরি প্রাণ নাশের অলেখিত অধ্যায় রচিত হলে সেটার স্থায়িত্ব মলিন,ধোয়াসা হওয়ার উপক্রম হলেও ভালোবাসার অপ্রত্যাশিতের অকাল মৃত্যু হয় অবলিয়ায় ক্ষণেক্ষণে নীরব ঘাতকের ন্যায় অস্পষ্টতার সুরে নিখাদ আমৃত্যু।রচিত হয় কালজয়ী সাহিত্য,সিনেমা,গান,অভিনয়ের অভিনব সহায়ক হিসেবে।

মানুষ সৃষ্টিশীল,পরিবর্তনশীল,অজানাকে জানতে অতি আগ্রহী,অভিনয়ে পটু।সারাজীবন মানুষকে দক্ষতার সহিত অভিনয়,জীবন সংগ্রামের উন্থান পতনের রীতিনীতি মানিয়ে চলতে হয়।আবেগী মানুষকে করে তুলে অতি আগ্রহী,হিংস্র,অনিয়ন্ত্রনমুখী।ভালোবাসা তার মধ্যে অন্যতম একটি নাম।যার বিপরীত প্রতিক্রিয়া অপ্রত্যাশিত,অসহনশীল,অসহিঞ্চু,অনাকাঙ্খিত,অপরাজয়ের অপরিণত অধ্যায়।

অপরিণত অধ্যায়ের অনুচ্ছেদঃ

"সেদিন ছিল চৈত্র মাস,তোমার চোখে দেখেছিলেম আমার সর্বনাশ"।চোখের দিকে তাকিয়ে হয়তো সর্বনাশের শুরুটা।মায়াবী,মিষ্টি,সারল্য চোখের চাহনিতে ধপ করে মনে সঞ্চার হতে থাকলো প্রচলিত রীতিনীতি।একনিমিষে আলোকছটার সবকটি রঙে রাঙিয়ে তুললো পুরো পৃথিবী।অপ্রত্যাশিত সব ঘটনার সূত্রপাত বুঝি অপ্রত্যাশিত ভাবেই উদিত হয়,সংক্রমন করে প্রতিটি রন্ধ্যে রন্ধ্যে ।এক ঝটকায় উঞ্চ রক্ত হিম হতে থাকে,প্রফুল্লতা বহন করে অপ্রকাশিত সুরে আগ্রহী করে তুলে।এতো আগ্রহী করে তুলে যে আত্নোউপলব্দিতে পরস্পরের সান্নিধ্যে তুলকালাম ঘটে যায়।
প্রেমের প্রচলিত ধারার অভিন্ন নয় গতানুগতিক নিয়মে চলতে থাকে আগ্রহের পরিব্যপ্তি।আগ্রহের সীমা ছাড়িয়ে অসীমের বৃহনালে।অপরিণত অপরিপক্কতা ছাপিয়ে জমে উঠেছিল প্রেম।যার পরিণতি,অপরিণতি অপ্রাপ্তির বিস্বাদ মাখানো গোধূলীর ছাপ।অনিয়মের বাইরে না গিয়ে নিয়নের আলোয় স্বপ্নগাঁথা সেই প্রেম সেই রঙ।
অপ্রত্যাশিত এসেছিল সেই অপ্রত্যাশিতের সুরে অপ্রকাশিত আশাব্যঞ্জক বুলি স্বপ্নগাঁথার ঝুলি নিরাশার চাদরে মুড়িয়ে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে অহমিকার বিস্তৃর্ণ নিরর্থক অভিলাষে।কারো আলো জ্বলে কেউ অন্ধকারে নিপাতনে সিদ্ধ হতে থাকে প্রতিনিয়ত,অনন্তকাল আমৃত্যুর বিস্বাদে!আলোকিত মৃত্যুর সূত্রপাত সেখান থেকেই...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.