নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাকসুদ আলম মিলন

মাকসুদ আলম মিলন › বিস্তারিত পোস্টঃ

তিক্ত অভিজ্ঞতার বিষে ভরা নাগিন প্রতিক্রিয়া!

১৭ ই মার্চ, ২০১৮ রাত ১:৪৬



ঘরের মাঠে তিনটি সিরিজ হারের তিক্ত অভিজ্ঞতা অনেকটা বিষিয়ে তুলছিল । আর সেই তিক্ত অভিজ্ঞতাময় ঝাঁঝের তীব্র প্রতিক্রয়ার প্রতিফলন ঘটলো যেন আজকের এই বিষে ভরা নাগিন নাচের উদযাপনের মাধম্যে!
গৌরবময় মাসে,গৌরবময় অনিশ্চয়তার খেলায় গৌরবময় জয় আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অভাবনীয়,অসাধারণ,অভিশ্বাস্য,রুদ্ধশ্বাস,নাটকীয় জয় ইতিহাস নন্দিত তো বটেই সেই সাথে স্মরণীয়ই অকপটে।
ম্যাচটা ছিল অলেখিত সেমিফাইনাল এবং ভরপুর উত্তেজনায় ঠাসা যা পূর্বেই ধারণা করা হয়েছিল। হুট করে অধিনায়ক করে সাকিবকে খেলানো এর আগে ভারতের সাথে পরাজয়,টি২০তে ৪র্থ সর্বোচ্চ রান টপকিয়ে শ্রীলঙ্কাকে শ্রীহীন করে দেয়া,অনেক চড়ায়উতরায়,কাঠখোড় পোড়াতে হচ্ছে বাংলাদেশকে টি২০ এ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠার জন্য।
নিদাহাস টি২০ সিরিজের দিকে তাকালে দেখা যাবে, টস ভাগ্যটাই ছিল ম্যাচ জেতার ভাগ্য শুধু ব্যতিক্রম একটি ম্যাচ। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার সাথে এ ম্যাচে কিন্তু অভিন্ন কিছু ঘটেনি তবে খেলার শেষ ভাগে ঘটেছে অপ্রীতিকর কিছু ঘটনা। পরপর দুইটা ওভার বাউন্স হওয়ার পরেও আম্পেয়ার যখন নো কিংবা ওয়াইড সিঙ্গেলের কোন আভাস দেয় না কিংবা তার গায়ে বাতাস লাগে না তখন বাতাস লাগানোর জন্য সাকিবের তীব্র প্রতিক্রয়া আর শেষমেষ মাহমুদুল্লাহ বল মাঠের বাইরে পাঠিয়ে কানের পাশ দিয়ে বাতাস লাগানোর কাজ শেষ করে সেই সাথে ম্যাচটাও শেষ করে।
যাই হোক ফাইনালের আমেজ এখনো বাকি…শেষ ম্যাচে বিষে ভরা নাগরাজদের ভীবৎস,ভয়ানক ছোবল দেখার অপেক্ষোয়!!!!

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ২:৪০

মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী) বলেছেন: ফাইনালে নাগিন ডেন্স এর অপেক্ষায়

১৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪৮

মাকসুদ আলম মিলন বলেছেন: এবং তা হবে বিষে ভরা নাগরাজদের শেষ বিষাক্ত ছোবল

২| ১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৮

রাজীব নুর বলেছেন: ফাইনালেও জিতবো।

১৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫০

মাকসুদ আলম মিলন বলেছেন: এটা আত্নবিশ্বাসের সাথে বলাই যায়.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.