নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাকসুদ আলম মিলন

মাকসুদ আলম মিলন › বিস্তারিত পোস্টঃ

স্টেটাস বক্কর হালি ইস্যু মিয়া ১

২১ শে মার্চ, ২০১৮ রাত ১২:০০



আমি স্টেটাস বক্কর হালি ইস্যু। গরম কোন ইস্যুতে হিসু করা কিংবা হালি হালি স্টেটাস দেয়াই আমার কাজ। পাকনামি কথাবার্তা,অযৌক্তিক প্রসঙ্গ টেনে আনা,বিদ্রোহী ভাবনা নিয়ে মেলা মাথা ঘামায় আমি। যেকোন বিষয় লাড়াচাড়া দিয়ে বের করতে চেষ্টা করি ঘটনার সামনের ঘটনা……
তাহলে শুরু করা যাক…সম্প্রতি কোটা পদ্ধতি নিয়া বেশ লাড়াচাড়া হচ্ছে আর আমি সেদিকেই হাত ঘুরাচ্ছি স্পিন বলের মতো…খাইয়া দাইয়া কাজ কাম না থাকলে যা হয় আরকি।
কোটা পদ্ধতি এমন বিষিয়ে তুলছে, যারা প্রকৃতস্থ মেধাবী,যোগ্যতাসম্পন্ন তাদের কোন বেলই দেয়া হচ্ছে না,হাতে বেল ধরিয়ে রাখা হচ্ছে। শিক্ষা ব্যবস্থার এরকম নাজুক পরিস্থিতির উপর কোটা পদ্ধতিটা যেন মরার উপরে খাড়ার গা।
জনসংখ্যার যে ঘনত্ব সে তুলনায় ক্ষেত্র বিশেষ নিন্ত্যতই কম আর সেই ফজিলতে যদি প্রতিযোগিতা বাড়ছে বাড়ছে বলে মুখ দিয়া ফেনা তুলা হয়..সেটা অযৌক্তিক তো বটেই সাথে গাজাখুড়ি গপ্পের মতো…কোটা পদ্ধতি সত্যিকার অর্থে এগুলোর উপর বর্তানো উচিত বলে মনে করেন স্টেটাস বক্কর হালি ইস্যু মিয়া….
>লোকাল বাসে একটি করে কোটা
>দূর্নীতি করায় একটি করে কোটা
>পাবনায় থাকবে একটি করে কোটা
>ঘুষ খাওয়ায় থাকবে একটি করে কোটা
>ট্যাফিক জ্যামে থাকবে একটি করে কোটা
>কোটা একধরনের মূল্যহ্রাস অফার
>কোটাকে সিন্ডিকেটের সাথে তুলনা করলেও ভুল হবে না
যদি এগুলোকে কোটার আওতায় আনা যেতো..তবে উন্নয়নের জোযারে ভাসা যেতো। সবার উপরে কোটা সইত্য তাহার উপরে নাই। বাদ যাবে না কোন ক্ষেত্র,কোটা হবে সর্বত্র! এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো আপনি..৫৬ শতাংশ কোটা যেখানে ছিনিমিনি!!!!!

স্টেটাসের বকবকানি হালি হালি,নতুন ইস্যু কিন্ত খাড়া আছে মিয়া!!!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৭

শাহিন বিন রফিক বলেছেন: বেশ বেশ

২১ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৪

মাকসুদ আলম মিলন বলেছেন: সাবাস বাংলাদেশ..!!!

২| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩৩

আকতার আর হোসাইন বলেছেন: কোটা, কোটা, কোটা...

আমি চাই, কোটাদের সুযুগ দেয়া হোক, সুবিধা দেয়া হোক।
কিন্তু তাদের সুযোগ সুবিধা দিতে গিয়ে দেশের মেধাবীদের ক্যারিয়ার নষ্ট করা হবে এটা কেমন কথা....?

দরকার হলে কোটাধারীদেরকে বিনা কাজে পারিশ্রমিক দেয়া হোক, তবু মেধাবীরা যেন তাদের যৌগ্যতা অনুযায়ী কাজ করতে পারে

কারণ, তাদের উপরই আমাদের দেশ নির্ভর করবে।

লেখাটা খ্রাপ ছিল না।

২১ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩৭

মাকসুদ আলম মিলন বলেছেন: সরকারি চাকরি নিয়োগে যদি ৫৬ শতাংশ কোটা ভিত্তিক হয় তাহলে দক্ষ জনশক্তি কিভাবে উৎপাদন হবে....দরকার সংস্কার তাইলে হবে অলংকার.।

৩| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১:৪৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: এসব বৈষম্য কবে দূর হবে!

২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০০

মাকসুদ আলম মিলন বলেছেন: পাঞ্জেরী যেদিন বলবে সকাল হইছে.......

৪| ২১ শে মার্চ, ২০১৮ ভোর ৬:১২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সর্বক্ষেত্রে কোটা চালু করলে একদিকে ভালোই হবে - বাংলাদেশের আপামর পাবলিক কোনো না কোনো কোটায় স্থান পাবেই | আর তা সম্ভব না হলে পাবনার কোটা মনে হয় বাড়াতে হবে শীঘ্রই | ;) জয় হোক বঞ্চিত জনগণের |

২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০১

মাকসুদ আলম মিলন বলেছেন: সের্বক্ষেত্রে কোটা...বাদ যাবে না হেতা...!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.