নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাকসুদ আলম মিলন

মাকসুদ আলম মিলন › বিস্তারিত পোস্টঃ

আমরা আর অন্ধকার দেখে ভয় পাই না

২৬ শে মার্চ, ২০১৮ রাত ১:৪১




চারদিক নিকষ কালো অন্ধকার। ভয়াবহ আতঙ্কের হাতছানি। হুটহাট কখন কি ঘটে যায় বলা মুশকিল। কারো ঘরে হয়তো চুলা জ্বলেনি,শিশুটি কাঁদতে কাঁদতেই গুমিয়ে পড়েছে রাগ আর অভিমানে। মার কপালে চিন্তার ভাঁজ,চোখের নিচে কালো দাগ পড়েছে। বাবা শুকনো মুখ নিয়ে ঘরে ফিরেছে। কথা বলছে না কারো সাথে। কেমন যেন মিইয়ে গেছে সবকিছু একটি পরিবারে। তারা যে কতবছর ধরে আকাশ দেখে না কে জানে। দেখলে হয়তো চাঁদ মামার গল্প শুনিয়ে শিশুটিকে ঘুম পারাতো। চাঁদের বুড়ির গল্পে মেতে উঠতো। তারা দেখে শুধু অন্ধকার যেখানে আলো বলতে কিছু নেই,পাখপাখালির গুঞ্জন নেই আছে শুধু আতঙ্ক,আছে শুধু নিয়তির আক্ষেপ মাখা অনুসুচনা। ভোর হবে তো,কিছু খাওয়ার ব্যবস্থা হবে শুকনো বিরশ মুখে শত চিন্তার টেউ খেলানো চিন্তিত চিত্তে হাই তুলে কয়েকবার, সকাল থেকে পেটে কিছু পড়ে নাই শরীর এমনিতেই ক্লান্ত,ঘুম ঘুম ভাব চলে আসে চোখে। কখন যে ঘুমমগ্ন হয়েছে সে বলতে পারে না বাবা। আচমকাই গুলির আতঙ্কিত শব্দে ঘুম ভেঙে যায়। বাহিরে শত মানুষের হাইহুতাশ জড়ানো আক্ষেপ…এমনি কত পরিবারের অশ্রুসিক্ত ঘটনা জড়িয়ে আছে আজকেরে এই রাতে।
এই তো শুরু অন্ধকার থেকে আলোর মুখ দেখার ইতিকথা। আমরা আর অন্ধকার দেখে ভয় পায় না। এই অন্ধকার আমাদের অনেক কাঁদিয়েছে। আমরা আজ আলোকিত,নিজ সত্ত্বায়,নিজ জাতিতে। আমাদের বিজয়ের সাফল্য গাঁথা অনেক। আমরা বিজয়ী,আমরা অহংকারী। বিশ্বকে দেখিয়ে দেয়ার সুযোগ আমাদের অনেক এবং ইতিমধ্যে আমরা প্রমাণও করেছি। আমাদের উজ্জ্ববিত শরীরে এখনো শহীদদের রক্ত কম্পমান। আমরা সুযোগ পেলেই গর্জে উঠি। আমাদের জাত চিনিয়ে দেই। আমরা কি,আমরা কি করতে পারি,আমাদের দ্বারা কি সম্ভব। আতঙ্ক,অন্ধকারে যত বাধাই আসুক আমরা আর অন্ধকার দেখে ভয় পাই না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.