নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাকসুদ আলম মিলন

মাকসুদ আলম মিলন › বিস্তারিত পোস্টঃ

আন্দোলন মানেই কি সব সরকারের বিপক্ষে..?

০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫




কোটা সংস্কার আন্দোলন অধিকার আদায়ের আন্দোলন। কিন্তু একে ঘিরে সরকার জল ঘোলা কম করছে বৈ কি? ধর পাকর থেকে শুরু করে জীবন নাশের হুমকি,আন্দোলন কারীদের মা-বা,ভাই-বোন কে হেনেস্থা করা, আন্দোলনকারীকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করার জন্য হাসপাতাল থেকে বের করে দেয়া,ডিবি দিয়ে ধরিয়ে নেয়া,রিমান্ডে নেয়া এমনকি নারী আন্দোলন কারীদের ধর্ষনের অভিযোগও আসছে গণমাধ্যমের ভিডিও চিত্রে। গণতান্ত্রিক দেশে অধিকার আদায়ের আন্দোলনে এ কেমন বীভৎস ভয়াবহতার বর্বরতা চিত্র…? এ কেমন অযাচিত অত্যাচার..? এ কেমন শাসানো হচ্ছে ছাত্রলীগ কিংবা আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে…?

অযৌক্তিক ভাবে দেশে পানি,বিদ্যুৎ,গ্যাসের মূল্য বৃদ্ধিতে গণতান্ত্রিক দেশের নাগরিক হয়ে যৌক্তিক আন্দোলন করতেই পারে। অন্যদিকে সরকার এর পক্ষে হোক কিংবা বিপক্ষে হোক যেকোন একটা সমাধান দিবে এটাই স্বাভাবিক। আর পাঁচ দশটা আন্দোলনের মতোই কোটা সংস্কার আন্দোলন। কিন্তু একে ঘিরে এতো যারপরনায় কেনো..? এতো আহাজারি কেনো..? এতো ধস্তাধস্তি কোনো..? কোনো এতো বিস্ময়কর প্রশ্নসূচক অভিযোগ….?

আন্দোলন মানেই যে সরকার দলের বিপক্ষে যাওয়া,সরকারকে নিয়ে প্রশ্ন তুলা এমন তো নয়..? স্রেফ সরকারী চাকরীতে কোটা সংস্কারের আন্দোলন। যেখানে মেধাবীরা বঞ্চিত হচ্ছে এবং বৈষম্যের শিকার হচ্ছে। এই আন্দোলন মূল উদ্দেশ্যেই হচ্ছে বৈষম্য দূরীকরণের আন্দোলন,মেধাবীদের যৌক্তিক আন্দোলন। আপনার কাছে অযৌক্তিক মনে হলে বিপক্ষে অবস্থান আর যৌক্তিক মনে পক্ষে অবস্থান নেন এবং শক্ত একটা ঘোষণা দিয়ে দেন। এই আন্দোলনকে ঘিরে জল ঘোলা করার মানে তো খুঁজে পাচ্ছি না….?

আন্দোলনকারীদের উপর এমন ধর পাকড়,অযাচিত,নির্মম অত্যাচার,অযথা হয়রানী তাদের পরিবারকে যা চরম প্রহশন,অমানবিকতা,অযৌক্তিক,উদ্বেগজনক সংযোজন এবং গণতান্ত্রিক দেশ হিসেবে দৃষ্টিকটুই বটে…!!!!

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

চাঁদগাজী বলেছেন:



আন্দোলনের গুরুত্ব শেখ হাসিনা বুঝেছেন, তিনি ব্যবস্হা নেয়ার জন্য বলেছেন; আন্দোলনকারীদের বড় ভাইয়েরা মিনিষ্ট্রি ও সেক্রেটারিয়েটে চাকুরী করে; ফলের জন্য অপেক্ষা করতে হবে।

২| ০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

একাল-সেকাল বলেছেন: পরিবারের কোন সদস্যের দাবী পিতার (পরিবারের কর্তা ব্যাক্তির) বরাবর হয়,
কাজের বুয়ার কাছে নয়।।
ব্যাপারটা বোধ হয় এরকমই.. B:-)

৩| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:৪৯

রাজীব নুর বলেছেন: সত্যকে অবশ্যই প্রচার করতে হবে। তবে নিজের সততাকে প্রচার নয়, বরং কর্মে প্রমান করতে হবে।

৪| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৯:২৪

ঢাবিয়ান বলেছেন: নির্যাতনের ছবি আপ্লোড করেন।

৫| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৯:২৬

ঢাবিয়ান বলেছেন: @ চাদ্গাজী, আপনার কাছে বিষয়টা তামাশা মনে হলেও এই জাতির জন্য এটা তামাশা নয়। দয়া করে অফ যান । ক্ষালেদা জিয়াকে নিয়ে ভাবুন ও লিখুন।

৬| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ১০:৩৭

আলআমিন১২৩ বলেছেন: ]আন্দোলনকারীদের বড় ভাইয়েরা মিনিষ্ট্রি ও সেক্রেটারিয়েটে চাকুরী করে;

৭| ০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১০:০৪

চেংকু প্যাঁক বলেছেন: বাংলাদেশ সারা দুনিয়া থেকে রেমিটেন্স হিসেবে আয় করেছে- ১৩ বিলিয়ন ডলার।
আর ইন্ডিয়া বাংলাদেশ থেকেই আয় করেছে ১০ বিলিয়ন ডলার!
১০ লাখ ভারতীয় কাজ করে এদেশে !!!!
রিপোর্ট অনুযায়ী, ১০ লাখ ভারতীয় কাজ করে নিয়ে যায়- ১০ বিলিয়ন ডলার।
আবার, ১ কোটি বাংলাদেশী প্রবাসি কাজ করে দেশে পাঠায়- ১৩ বিলিয়ন ডলার !!!
আমাদের দেশের শিক্ষিত ছেলেরা চাকরির জন্যে হাহাকার করে। কোটা সংস্কারের দাবীতে আন্দোলন করে, ছাত্রলীগের মার খেয়ে রাস্তায় পড়ে থাকে। পুলিশের রিমান্ডের নির্যাতনের স্বীকার হয়।
এই ছেলেগুলোর কি নিজ দেশে চাকরী করার অধীকার নেই ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.