নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাকসুদ আলম মিলন

মাকসুদ আলম মিলন › বিস্তারিত পোস্টঃ

এশিয়া কাপে বাংলাদেশ মানে দুঃসাহসিক,অপ্রতিরুদ্ধ…….. !

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩




দুঃসাহসিক,অপ্রতিরুদ্ধ,হিংস্র শব্দ দিয়েই কেবল এই এশিয়া কাপে বাংলাদেশকে উপলব্ধি করা কিংবা বুঝার অথবা তুলনা করার সুযোগ নেই। ক্রিকেটের অনিশ্চয়তা,শ্বাসরুদ্ধকর,ঘুরে দাড়ানোর সব সংলাপ লিখে পুরো ঐতিহাসিক কাব্য সাজিয়ে জাত চিনিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এখন খঁচিত হওয়ার বাকি স্বর্ণোজ্জ্বল মহাকাব্য লেখার!

একটা দুঃসাহসিক অভিযানের গল্প লিখতে বাকেঁ বাঁকে যেসব প্রতিরোধ,বাধা,বিপদের সম্মুখীন হওয়াকে লেখক সামনে আনে অতঃপর গল্পের নায়ক এবং তার সহযোগিরা যেভাবে বাধা-বিপত্তি গুলো খুব সূক্ষ ভাবে দিকবিদিক চিন্তা করে নিজেদের অনুকুলে আনে ঠিক সেটাই করে দেখিয়েছে এবারের এশিয়া কাপে মাশরাফি বাহিনী।

হাতে মারাত্নক ইনজুরি থাকা সত্বেওে এক হাতে ব্যাট নিয়ে যখন তামিম ব্যাটিংয়ে নেমে যায় তখন তাকে দুঃসাহসিক প্রতিচ্ছবি শব্দের মধ্যেই শুধু সীমাবদ্ধ থাকে না এর ব্যপ্তি এবং সাহসিক গভীরতা,দেশপ্রেমের দুঃসাহসিকতা অ-অনুধাবনীয়। সাকিব আল হাসানের আঙুলে চুট থাকাতে খেলা নিয়ে সংশয় থাকলেও সে খেলতে থাকে বীর বলয়ে অন্যদিকে পাজরে ব্যান্ডেস পেচিয়ে মুশফিকের অপ্রতিরুদ্ধ ইনিংস শুধু প্রতিকুল অবস্থায় হাল ধরার স্বাক্ষরতা প্রকাশ পায় না,প্রকাশ পায় তীব্র,প্রখর,দূর্বার দেশপ্রেমের। মাশরাফির উড়ন্ত ঐ ম্যাজিক্যালি ক্যাচ সুপার হিরোর মতো সাহসিকতার তুঙ্গে উঠতেই মনে প্রাণে শুধু ঝড় তুলে না সংশয়,ভয়কে উড়িয়ে দিয়ে বিল্পবী মনে জয়ধ্বনির তুফান বইতে শুরু করে……

এশিয়া কাপে বাংলাদেশ মানে সুকান্ত ভট্টাচার্য়ের “আঠারো বছর বয়স”…

আঠারো বছর বয়স কী দুঃসহ
র্স্পধায় নেয় মাথা তোলবার ঝুঁকি,
আঠারো বছর বয়সেই অহরহ
বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি।

আঠারো বছর বয়সের নেই ভয়
পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা,
এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়-
আঠারো বছর বয়স জানে না কাঁদা।

এ বয়স জানে রক্তদানের পুণ্য
বাষ্পের বেগে স্টিমারের মতো চলে,
প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য
সঁপে আত্মাকে শপথের কোলাহলে।

আঠরো বছর বয়স ভয়ঙ্কর
তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা,
এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর
এ বয়সে কানে আসে কত মন্ত্রণা।

আঠারো বছর বয়স যে দুর্বার
পথে প্রান্তরে ছোটায় বহু তুফান,
দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার
ক্ষত-বিক্ষত হয় সহস্র প্রাণ।

আঠারো বছর বয়সে আঘাত আসে
অবিশ্র্রান্ত; একে একে হয় জড়ো,
এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে
এ বয়স কাঁপে বেদনায় থরোথরো।

তব আঠারোর শুনেছি জয়ধ্বনি,
এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে,
বিপদের মুখে এ বয়স অগ্রণী
এ বয়স তবু নতুন কিছু তো করে।

এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয়
পথ চলতে এ বয়স যায় না থেমে,
এ বয়সে তাই নেই কোনো সংশয়-
এ দেশের বুকে আঠারো আসুক নেমে।।

আসুক নেমে এশিয়া কাপে স্বর্ণ খচিত সাফল্য,লেখা হোক ঐতিহাসিক মহাকাব্য ! আঠারো বছর বয়স....২হজার আঠারো সাল !!!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কত রান হল??

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

মাকসুদ আলম মিলন বলেছেন: ১৮ ওভারে ১২০ !

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

হাবিব মোহাম্মদ ইমরান বলেছেন: প্রিয় টিমের প্রতি শুভ কামনা।
আবেগের অপর নাম বাংলাদেশ টিম।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২১

সনেট কবি বলেছেন: দেখা যাক কি হয়!

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৫

রাজীব নুর বলেছেন: ২২২ রান কম না। তাও আবার ইন্ডিয়ার বিরুদ্ধে।

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৩

মেহেদী হাসান হাসিব বলেছেন: বাংলাদেশ ক্রিকেট দলের উপর বাঙালির আবেগটা স্বাভাবিকের চেয়ে বেশি। আমার জানা নেই আবেগ কি ক্ষতিকর নাকি হিতকর। আপনার জানা আছে কি মিলন ভাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.