নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেখানে সত্য-সুন্দর আধুনিকত্ব, সেখানেই সুবর্ণ আদিত্য।

কবি সুবর্ণ আদিত্য

চেয়েছিলাম আজন্ম সন্ন্যাসী হতে, হতে চেয়েছিলাম নির্জন দ্বীপ। কী হতে পারবো কিংবা পেরেছি, জানিনা, তবে মা বলেন আমি নাকি কোন কালেই মানুষ হবো না। হ্যাঁ, মঞ্চনাটক করি, গল্প-কবিতা পড়ি-লিখি আর পেশায় টেলিভিশন সাংবাদিক। আত্নার খোরাক নানা ভাষার সাহিত্য চর্চা আর বিচিত্র ধরনের বই সংগ্রহ, ম্যূভি দেখা অডিও কবিতা আর রবীন্দ্র সঙ্গীত।

কবি সুবর্ণ আদিত্য › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৯

ঈশ্বরের সাথে লড়াই
***
তোমার গল্প লেখা হয়ে গেলে অামাকে বলে দিও মেঘ, আমি কবিতার ঝুড়ি নিয়ে পৌঁছে যাবো ঝাড়খন্ডে
একফালি আকাশ, দু টুকরো জোসনা আর পাতি হাঁসের কয়েকটি ওমভর্তি পালকে
চিঠি তুলে দেব তোমার ঈশ্বরের হাতে।
জানি, ঈশ্বর তোমার বড়ই আপনজন;মহামহিম।
সেই সাথে কথপোকথনে জেনে নেব তার বাতসরিক পরিকল্পনা।
তোমায় নিয়ে কবে হাওয়া বদলাতে যাবে জেনে নেব তাও।
শুনেছি তোমার সুখ বাড়াবাড়ি রকমের বেশি হলেই বৃষ্টি হয়ে ঝরো!
ঈশ্বর নাকি তখন কান পেতে রাখেন ধ্রূপদি সংগীতের অণ্বেষনে...

তোমার গল্পে নীলাভ রজনীর কথা আছে নিশ্চয়ই? বলেছো, শরতে কতটা মুগ্ধ থাকো!
চিঠিতে লিখেছো তোমার অলৌকিক চাদরের দীর্ঘসূত্রিতার কথা?
যে চাদরে আবৃত রাখো হৃদয়, একপৃথিবী ভালোবাসা।

বলেছো কি আমার কবিতাজুড়ে তোমায় ঘুমপাড়ানি রাজটিকা-ঘুমভাঙ্গানো চন্দ্রটিকা,
আলতো চুমু, উঞ্চ সময়, কোমল আদর
পিছন থেকে জড়িয়ে রেখে চূর্ণচুলে গন্ধ খোঁজা....
অম্লআলোয় চোখপুড়িয়ে বুকের ভেতর তারা গোনা!

ঈশ্বরেরও কি মন কেঁপে ওঠে হঠাত-হঠাত?
ভালো-মন্দেয় গল্প কোরে বলতে পারি বন্ধু হবার
তোমায় আমি চাইতে পারি একনিমিষে
তোমায় নিয়ে বাঁধাতে পারি ঈশ্বরের সাথে যুদ্ধ-লড়াই;
গল্পগুলি গল্প হলেও বলে দিও সত্য কথাই।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

তুষার আহাসান বলেছেন: "তোমার গল্পে নীলাভ রজনীর কথা আছে নিশ্চয়ই? বলেছো, শরতে কতটা মুগ্ধ থাকো!
চিঠিতে লিখেছো তোমার অলৌকিক চাদরের দীর্ঘসূত্রিতার কথা?
যে চাদরে আবৃত রাখো হৃদয়, একপৃথিবী ভালোবাসা।"
ভাল লাগল।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২১

কবি সুবর্ণ আদিত্য বলেছেন: জেনে আনন্দিত হলাম....

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২১

ইমরাজ কবির মুন বলেছেন:
ভালৈ তো, বেশ সুন্দর ||

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৯

কবি সুবর্ণ আদিত্য বলেছেন: ধন্যবাদ....

৫| ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৭

বৃতি বলেছেন: বাহ, চমৎকার একটা কবিতা পড়লাম :) আপনি ব্লগ লিখেছেন ৩ দিন ১৫ ঘন্টা। স্বাগতম সামহোয়্যারইনে,সূবর্ণ আদিত্য :)

৬| ২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫০

কবি সুবর্ণ আদিত্য বলেছেন: ধন্যবাদ..বৃতি। সময়ের ব্যপারটা কি ? বুঝিয়ে বলুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.