নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেখানে সত্য-সুন্দর আধুনিকত্ব, সেখানেই সুবর্ণ আদিত্য।

কবি সুবর্ণ আদিত্য

চেয়েছিলাম আজন্ম সন্ন্যাসী হতে, হতে চেয়েছিলাম নির্জন দ্বীপ। কী হতে পারবো কিংবা পেরেছি, জানিনা, তবে মা বলেন আমি নাকি কোন কালেই মানুষ হবো না। হ্যাঁ, মঞ্চনাটক করি, গল্প-কবিতা পড়ি-লিখি আর পেশায় টেলিভিশন সাংবাদিক। আত্নার খোরাক নানা ভাষার সাহিত্য চর্চা আর বিচিত্র ধরনের বই সংগ্রহ, ম্যূভি দেখা অডিও কবিতা আর রবীন্দ্র সঙ্গীত।

কবি সুবর্ণ আদিত্য › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:২১

হে নশ্বর পৃথিবী এসো নষ্ট হয়ে যাই
সুবর্ণ আদিত্য
***
তুমুল হইচই। আমৃত্যু ক্ষুধা নিয়ে ছুটে চলি বাংলাদেশ।
শহরের সর্বত্র নগ্ন ভবন গুলিতে বাদুরের মতো ঝুলে
আছে বিলাসি দূর্নীতি। অবর্ননীয় ক্রোধ-ক্ষোভে এখনো কুড়িয়ে-কুড়িয়ে
খুঁজি ভ্যাকেন্সি।
সারাহ পেলিন-মোঘেরিনি‘রা বাংলায় জন্মায়না বোলে দারিদ্রতা বোঝেনা।
মনিকা-ক্লিনটন যুগ এখন সদ্য গোঁধুলীতে। মুখে না বললেও বুঝি
ঈশ্বরীও আমাকে এড়িয়ে চলে ।
পরিচিত নদী, তোমার খোলাচুল আর প্রতিবেশী বাতাশ এখনো আরাধ্য দেবযানি।
মায়ের কথামতো আমি মানুষ হয়েও হলামনা, কী এক ম্রিয়মান নির্মমতায়
নির্জন মেঘ খুঁজি।
গানের অনুষ্ঠান শেষে মঞ্চের পেছনে তোমার রয়েল ব্লু টিপ কখনো
এলোমেলো করিনি।
তোমার নি:শ্বাসে গা ছমছমিয়ে উঠলেও, ছুঁয়ে যাইনি তোমার অধর-ওষ্ঠাঙ্গ।
প্রেমিক কিংবা পাপি না হয়েও ভালোবাসা পাইনি।
অনুশোচনায় ঠোঁট কাঁপে মৌমাছির মতো
চিতকারে পুথিবী বিদীর্ণ হয়ে যায়
হাতে একরাশ সময়; সবই মমি করেছি
সুতরাং, হে নশ্বর পৃথিবী এসো নষ্ট হয়ে যাই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৮

বিজন রয় বলেছেন: অসাধারণ কবিতা!!
+++++

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৭

কবি সুবর্ণ আদিত্য বলেছেন: ধন্যবাদ....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.