নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেখানে সত্য-সুন্দর আধুনিকত্ব, সেখানেই সুবর্ণ আদিত্য।

কবি সুবর্ণ আদিত্য

চেয়েছিলাম আজন্ম সন্ন্যাসী হতে, হতে চেয়েছিলাম নির্জন দ্বীপ। কী হতে পারবো কিংবা পেরেছি, জানিনা, তবে মা বলেন আমি নাকি কোন কালেই মানুষ হবো না। হ্যাঁ, মঞ্চনাটক করি, গল্প-কবিতা পড়ি-লিখি আর পেশায় টেলিভিশন সাংবাদিক। আত্নার খোরাক নানা ভাষার সাহিত্য চর্চা আর বিচিত্র ধরনের বই সংগ্রহ, ম্যূভি দেখা অডিও কবিতা আর রবীন্দ্র সঙ্গীত।

কবি সুবর্ণ আদিত্য › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৮

সুবর্ণ আদিত্যে'র কবিতা
***
সিনোরিটার হাতে মেঘ

তোমার হাতে জমেছিল মেঘ, নিবীড় যত্ন নিয়ে তুলেনিলাম ঠোঁটে। ঠোঁটের অম্লকোমল স্পর্শে দেখেছিলাম মায়াবী বিস্ময়,
নিরবতায় চোখ কাঁপা হাসিতে ভুলে গিয়েছিলাম তুমিই ঈশ্বরী। চোখে-চোখ রেখে বসে রই, নিরবে।
যতটা আগুন লাগলো শরীরে;তারচে বেশি রক্তক্ষরনে কেঁপে যায় পৃথিবী...
অসীম ভালোবাসায় পাশাপাশি বসে মহাকাল পাড়ী দেই, নিলীমায় রূপকল্প হয়ে উঠে ঢাকেশ্বরী।
শব্দদোত্যনায় সংবেদ সংঙ্গীত তোমার সিন্ধুর হাসিতে।
যতটা পথ হাটা যায় পাশাপাশি, বসা যায় আপন হয়ে, আঙ্গুলে-আঙ্গুল ছুঁয়ে যায় অবলীলায়।
ধূসর নূজ্ব্যতায় ক্লান্ত হতে-হতে সরিয়ে দেই চুল...কপোল থেকে কান অবধী।
ভুবনমোহন ঐন্দযালীক মুগ্ধতায় আমি চোখে ঝাঁপসা দেখি, সিনোরিটা তোমার মুখশ্রী।
গোপনে পিঠে রাখা লাল গোলাপ থেকে যায় নিরবে-গোপনেই, গোলাপের লাল, রক্তের সাথে মেশে...
তবুও বিষাদ নয়, বিরহ নয়;অশ্লেষ নয়...শুধু ভালোবাসা সিনোরিটা।
ভেবো না, যতটা মেঘ জমার, জমে যাক;
আগামীবার নিয়ন আলোয় ঠিকই ছুঁয়ে যাবো তোমার কোমল অধর-ওষ্ঠ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৯

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: খুবই ভাল লাগল

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

কবি সুবর্ণ আদিত্য বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর...........

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৪

বিজন রয় বলেছেন: অসাম।
+++++

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২১

কবি সুবর্ণ আদিত্য বলেছেন: ধন্যবাদ...ভালো থাকুন নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.