নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেখানে সত্য-সুন্দর আধুনিকত্ব, সেখানেই সুবর্ণ আদিত্য।

কবি সুবর্ণ আদিত্য

চেয়েছিলাম আজন্ম সন্ন্যাসী হতে, হতে চেয়েছিলাম নির্জন দ্বীপ। কী হতে পারবো কিংবা পেরেছি, জানিনা, তবে মা বলেন আমি নাকি কোন কালেই মানুষ হবো না। হ্যাঁ, মঞ্চনাটক করি, গল্প-কবিতা পড়ি-লিখি আর পেশায় টেলিভিশন সাংবাদিক। আত্নার খোরাক নানা ভাষার সাহিত্য চর্চা আর বিচিত্র ধরনের বই সংগ্রহ, ম্যূভি দেখা অডিও কবিতা আর রবীন্দ্র সঙ্গীত।

কবি সুবর্ণ আদিত্য › বিস্তারিত পোস্টঃ

সাদা তদন্ত, হলুদ রির্পোট

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৪

দুবৃত্তদের হাতে নিহত হয়ে
এরপর যারা পোষ্টমর্টেমে যাবে হয়তোবা আমি তাদেরই একজন
অস্বাভাবিক মামলা-না হলেও অস্বাভাবিক সময় লাগবে ময়নাতদন্তের রির্পোট বের হতে...
তারপর বাবার চোখ শুকিয়ে যাবে, মার চোখের জল ফুরোবে
কেঁদে-কেটে হয়রান হবে বোন।
সাদা রির্পোটে থাকবে যতসব হলুদের কারসাজি।
আপামর জনতার কাতার ভারি হয়ে যাবে মিছিলে-আন্দোলনে।
ব্যানার-পোষ্টারে ছেয়ে যাবে দেশ;যে দেশের আমি কেউ নই।
অত:পর নানাবিধ টেলিভিশন টক শো, হইচই
চায়ের কাপে ঝড়;দিনকয়েক দারোগার দৌড়ঝাপ-লম্ফঝম্ফ
তদুপরি, রির্পোটে মৃত্যূর কোন আলামত থাকবে না।
আমারও না, তোমারও না;অন্য কারোরই নয়।
যেহেতু এদেশ তোমার নয়,আমার নয়;
এদেশ নিতান্তই উজবুকের।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০১

বিজন রয় বলেছেন: অসাম।
+++

০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

কবি সুবর্ণ আদিত্য বলেছেন: ধন্যবাদ.......

২| ৩০ শে জুন, ২০১৬ দুপুর ১২:৩৫

প্রথমকথা বলেছেন: "যেহেতু এদেশ তোমার নয়,আমার নয়;
এদেশ নিতান্তই উজবুকের"।




খুব কঠিন কথা বলেছে, সত্যি অসাম ////

০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৪:০০

কবি সুবর্ণ আদিত্য বলেছেন: ধন্যবাদ...ভালো লাগায় আপ্লুত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.