নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেখানে সত্য-সুন্দর আধুনিকত্ব, সেখানেই সুবর্ণ আদিত্য।

কবি সুবর্ণ আদিত্য

চেয়েছিলাম আজন্ম সন্ন্যাসী হতে, হতে চেয়েছিলাম নির্জন দ্বীপ। কী হতে পারবো কিংবা পেরেছি, জানিনা, তবে মা বলেন আমি নাকি কোন কালেই মানুষ হবো না। হ্যাঁ, মঞ্চনাটক করি, গল্প-কবিতা পড়ি-লিখি আর পেশায় টেলিভিশন সাংবাদিক। আত্নার খোরাক নানা ভাষার সাহিত্য চর্চা আর বিচিত্র ধরনের বই সংগ্রহ, ম্যূভি দেখা অডিও কবিতা আর রবীন্দ্র সঙ্গীত।

কবি সুবর্ণ আদিত্য › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০৩ রা জুন, ২০১৬ রাত ৮:০১

গোঁধূলীর ছবি, ছবির কবিতা
***
ও গোঁধুলী...এতো তীব্র হলে মরে যাই প্রেমে
তোমার রূপে হাতড়ে খুঁজি গতজন্মের ইতিহাস
ছিলেম কী, ব্যপক অঙ্গাঅঙ্গী তোমার সাথে? তুমি ছাড়িয়ে যাও সীমানা
আমার সীমানা কেবলই বিদীর্ণ করে দাও, আমি চূর্ণ হতে-হতে ন্যূজ্ব হতে
থাকি তোমার আগমনে, গমনে। উন্মোচিত সৃষ্টির বিস্ময় জাগানিয়া,
পরিচিত ভবন-ভুবণ প‘রে আকাশ কাঁপিয়ে ছেয়ে গেলে নিমিশেই
একি রূপ! সর্বনাসা, রক্তক্ষরণে বার-বার ভুলে যাই একাকী সঙ্গীণ
নীল বেদনায় লীন হতে, অথবা রক্রিম গোলাপের অকৃত্রিম শোভায়
তুমি শ্বাশত, নির্ভেজাল প্রকৃতির একমাত্র, একান্ত সত্য।
আকাশজুড়ে রংয়ের কোলাহলে আলো ছাড়িয়ে আলোয় মাখামাখি
তুমি কিংবা আমি শুধু অবাক-নির্বাক যেন বিমূর্ত
বার-বার ফিরে এসো রূপে, ভালোবেসে অলস ফ্রেমে
নি:শ্বাসে, উড়ে যেতে-যেতে দীর্ঘশ্বাসে
চোখভর্তি বিস্ময়...প্রিয়তমার ঘোরলাগা বিকেলে ওহ! গোঁধুলী।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৬ রাত ৮:৩৭

লক্ষ্মীছেলে বলেছেন: বাই আপনার লেখা চমেতকার হইছে #:-S 8-| :-B ++++++++++

আহা কি মায়াময় গোধূলি,
কি তার অপরূপ অন্ত দৃষ্টি...
কার গন্ধ যেন জাগিছে প্রানে__
হাটে সে হাটে__এক দৌড়ে খাট থেকে নেমে
দে ছুট জানালার কাছে গোধূলির রঙ দেখিতে...
দুরু দুরু বুকে লাজ রাঙা যায় আড়ালে লুকায়ে। :`> :`>
হে বিঁধি এ কোন দৃষ্টি বপিলে অন্তরে!!!
ও কোন বেহায়া, বেশরম যায় চোখে না পলক ফেলে :P !:#P !:#P
ঝাপিয়ে পড়না কেন বেকুফ ওই মরা নদীর জলে কলের বোর্ড টি তে চড়ে ;) X((


০৪ ঠা জুন, ২০১৬ রাত ১১:২১

কবি সুবর্ণ আদিত্য বলেছেন: কি বললেন বুঝলাম না। ব্যঙ্গ নাকি...
তবুও শুভেচ্ছ, ভালো থাকুন।

২| ০৩ রা জুন, ২০১৬ রাত ৯:০১

েমাঃ নূরুজ্জামান বলেছেন: কবিতা ভাল লাগলো। বানানে কয়কে জায়গায় বিভ্রাট আছে মনে হলো।

০৪ ঠা জুন, ২০১৬ রাত ১১:২১

কবি সুবর্ণ আদিত্য বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর...

৩| ০৩ রা জুন, ২০১৬ রাত ৯:০৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: গুড ------ সুন্দর হয়েছে কবিতা -- চালিয়ে যান

৪| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১১:২২

কবি সুবর্ণ আদিত্য বলেছেন: অশেষ শুভেচ্ছা ভাই...

৫| ২৬ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:



প্রকৃতির রূপ মানুষের জীবনের উপর বিশাল প্রভাব রেখে চলেছে; সুন্দর প্রকাশ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.