নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বড় মাপের একজন মানুষ হতে চাই। কারণ- ভালোবাসার মানুষটির নাম ছোট্ট কোন মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাইনা, ভালবাসার মানুষটির নাম বড় কোনো মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাই।আই লাভ ইউ (মা)

কাইকর

ফিল্মমেকার/নাট্যকার, গল্পকার। বাংলাদেশ টেলিভিশন মিডিয়া। ।এক পৃথিবী লিখতে চাই।Facebook/Abdullah AL Mamun(কাইকর)

কাইকর › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন-(ছোট গল্প)

২৫ শে মে, ২০১৮ সকাল ১১:৫০





জীবনটা কেমন যেন ম্যাড়মেড়ে হয়ে যাচ্ছে। জীবনটা আকাশের চরিত্রের মতো হয়ে যাচ্ছে। শীতের সকালে ঘাসের কুয়াশার মতো। কেমন যেন! এই ক্ষণেই সব আছে আবার ক্ষণেই কিছু নেই! সবকিছু কেমন জানি ঘোলাটে লাগছে।

রাস্তার নেড়ি কুকুরটার সাথে আমার খুব মিল খুঁজে পাচ্ছি। পারলে ওর সাথে হামাগুড়ি দিয়ে জিহবা বের করে কিছুটা সময় হাঁটতাম রাস্তায়। প্রশান্তি বলে যে একটা কথা আছে তা একেবারে নেই। সবকিছু অগোছালো। ইদানিং চাকরি করি না দেখে বাসায় বেশি থাকা হয়।মাঝেমধ্যে মাজায় গামছা কষে বেঁধে কবিতা লিখি, গল্প বুনি।
রুমের মধ্যে সুবোধ ঘোষের ছবি টানানো। আব্বা হঠাৎ করে এসেই ছবিটা টেনে ছিড়ে ফেলল। বড় বড় চোখ করে আমার দিকে কিছু সময় তাকিয়ে থেকে বিদায় নিল।যা বলার আমাকে বলতো। সুবোধ ঘোষ তাকে কি করেছে? তাকে দেখেই তো জীবনের পথ আঁকছি আমি! বেচারার মনে কষ্ট দিয়ে কি সুখ পেল বাবা একমনে তা বুঝলাম না। আমি তারপরেও কবিতা বিড়বিড় করছি। রুমের এক কোণে রবিঠাকুর গান গাইছে আপন মনে।আহা........জীবনটা এখন শান্তির চাইতেও শান্তিময় লাগছে।

মিছেমিছি মনকষাকষি ওসব প্রেম-ভালোবাসায় আমার জুড়ি নেই। তারপরেও কেন জানি ভালোবাসি অপ্সরাকে।সে আমাকে আদর করে গুড্ডি বলে শুধায়। মেয়েটা আমাকে আদর সোহাগ দিয়ে ভরিয়ে রাখে সবসময়। আমার শ্যামলা রংয়ের গালটা চুমু খেয়ে লাল করে রাখে। মাঝেমধ্যে ঠোঁট বাকিয়ে বাকিয়ে রবীন্দ্রসঙ্গীত শুনায়।
এক বিকেলে রিক্সা করে আমি আর অপ্সরা যাচ্ছিলাম। হঠাৎ করে কি মনে করে আমার শ্যামলা রংয়ের ময়লাযুক্ত হাতে চুমু খেয়ে ঠোঁট গোল করে বললো, লাভিউ। আমি উপলব্ধি করলাম, আর যাইহোক এমন ভালোবাসা আমার কপালে আর কোনো সময় জুটবেনা। তাই আমার কালচে ঠোটখানা বাকিয়ে তাকে আদুরে গলায় বললাম, ভালোবাসি তোমাকে ভালোবাসি। রিক্সার মধ্যে তাকে জড়িয়ে ধরে নগরের সমস্ত নিস্তব্ধতা ভেঙে উচ্চস্বরে আবারো বলে উঠলাম, ভালোবাসি তোমাকে আমি। এক পৃথিবী ভালোবাসি। রিকশাচালক মামা মুখের মধ্যে হাত দিয়ে জোরে-শোরে শিষ বাজিয়ে ভাটিয়ালি গান ধরে আপন-মনে টানতে থাকলো রিকশা।

বাসার ব্যালকনিতে ইজি চেয়ারে বসে বুদ্ধদেব গুহের "মাধুকরী" উপন্যাস টা পড়ছি। আকাশে গোল একটা চাঁদ উঠেছে। খুব জ্বলজ্বল করছে। মাঝেমধ্যে জানালার গ্রিলের ফাঁক দিয়ে মিছেমিছি চাঁদের বুড়ির সাথে কথা বলছি।মনগড়া সব কথাবার্তা।হঠাৎ করে অপ্সরা ফোন করে নিষিদ্ধ এক প্রেমের প্রস্তাব দিয়ে বসলো। সে নাকি তার শরীরের সমস্ত গন্ধ আর ভালোবাসা দিয়ে কফি বানিয়ে আমাকে খাওয়াবে।ঘোলাটে প্রস্তাবে আমি সাদামাটাভাবে রাজি হয়ে গেলাম।

আজ আমার জীবনের মত আকাশের রংটা পালটাচ্ছে! আকাশটা ঘন কালো হয়ে রিমঝিম আওয়াজ তুলবার তোড়জোড় করছে। অপ্সরা তার সমস্ত শরীরে গন্ধটুকু দিয়ে কফি বানিয়ে খাওয়াবার জন্য আমার কাছে এসেছে। বাতাসে কেমন জানি একটা প্রেম প্রেম গন্ধ পাচ্ছি। জ্যোৎস্নার আলো গায়ে মেখে গোসলের অভ্যেস এক মানবী আমার সামনে এসে বসেছে।কিছুটা বুনো আদর করবার জন্য। শরীরের এখানে সেখানে সে বিলাসীগন্ধি বোতল কাত করে এসেছে।সম্ভবত তার চাচা প্যারিসে থাকেন। আমরা দুজন খুব কাছাকাছি। আদর পর্ব শুরু হবে।
হুট করে আমার ঘুমটা ভেঙ্গে গেল। দেখি আব্বা ঘরে ঢুকে আমার চুল ধরে ঝাঁকাচ্ছে। চেঁচিয়ে চেঁচিয়ে বলছে," কোলবালিশকে ধরে এত জড়াজড়ি কিসের? কি বোঝাতে চাচ্ছিস? হারামজাদা বদ। আমি দীর্ঘশ্বাস গোপন করে বিছানা ছাড়ি। ব্যালকনিতে গিয়ে হাই তুলে বুড়ো বরই গাছটাকে চোখ মারি। বাবা পাশের রুম থেকে তখনো বলছে, "শোন- আজ থেকে তোর হাফপ্যান্ট পড়ে ঘুমানো নিষিদ্ধ। বিচ্ছিরি পায়ের লোম দেখা যায়। আজ থেকে আমার মত কুচি দিয়ে লুঙ্গি পড়বি।ঘরে মধ নেই। আমি বাসার নিচে টং দোকানের দিকে পা বাড়াই এক কাপ চা খাবো বলে। স্বৈরচারী তবু নির্বিরোধী চা।






মন্তব্য ৩২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৮ সকাল ১১:৫৪

মোহাম্মদ সজল রহমান বলেছেন: খুব ভালো লেখেন বটে।

২৫ শে মে, ২০১৮ দুপুর ১২:০২

কাইকর বলেছেন: অনুপ্রেরণা। ধন্যবাদ ও ভালবাসা রইলো।

২| ২৫ শে মে, ২০১৮ দুপুর ১২:০০

অনুতপ্ত হৃদয় বলেছেন: খুব সুন্দর হয়েছে

২৫ শে মে, ২০১৮ দুপুর ১২:০২

কাইকর বলেছেন: অনুপ্রেরণা। ধন্যবাদ আপনাকে

৩| ২৫ শে মে, ২০১৮ দুপুর ১২:০৬

ফজলুল কবির বলেছেন: সহজ সরল ভাষায় অনেক ভাল লিখেছেন। ধন্যবাদ।

২৫ শে মে, ২০১৮ দুপুর ১২:১৫

কাইকর বলেছেন: অনুপ্রেরণা। ধন্যবাদ আপনাকেও

৪| ২৫ শে মে, ২০১৮ দুপুর ১২:১১

সনেট কবি বলেছেন: সুন্দর হয়েছে

২৫ শে মে, ২০১৮ দুপুর ১২:১৫

কাইকর বলেছেন: অনুপ্রেরণা। ধন্যবাদ আপনাকে

৫| ২৫ শে মে, ২০১৮ দুপুর ১২:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: ভাল লাগলো বয়ঃসন্ধিকালের স্বপ্নের ভালো লাগা মুহূর্ত ।

শুভ কামনা রইল।

২৫ শে মে, ২০১৮ দুপুর ১২:১৬

কাইকর বলেছেন: অনুপ্রেরণা। পাশে থাকবেন।ধন্যবাদ আপনাকে

৬| ২৫ শে মে, ২০১৮ দুপুর ১২:১৫

মিথী_মারজান বলেছেন: স্যরি টু সে, খুব সস্তা টাইপ গল্প।
শিরোনাম টা যেখানে স্বপ্ন, সেখানে অনেক সুন্দর কিছু চিন্তা ভাবনা নিয়ে ইউনিক কিছু লিখতে পারতেন।
যদিও লেখার স্বাধীনতা পুরোটাই আপনার, এখানে কিছু বলাটা বেমানান।

আরেকটা কথা জানার ছিলো, কাইকর শব্দটার অর্থ কি ভাইয়া?

২৫ শে মে, ২০১৮ দুপুর ১২:১৭

কাইকর বলেছেন: নাম তো নাম।এটার মানে জানি না আমি ভাইয়া। লেখা ভাল না লাগতেই পারে।ধন্যবাদ আপনাকে

৭| ২৫ শে মে, ২০১৮ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: মোটামোটি।

সুনীল, শীরষেন্দু, হুমায়ূন আহমে, বনফুল অথবা রবীন্দ্রনাথের ছোট গল্প পড়েছেন?

২৫ শে মে, ২০১৮ দুপুর ২:০২

কাইকর বলেছেন: না ভাইয়া। সুবোধ ঘোষ, হুমায়ুন স্যার,তাইমুর মাহমুদ শমীক এদের ছোট গল্প পড়ি

৮| ২৫ শে মে, ২০১৮ দুপুর ২:৩৮

নীহার দত্ত বলেছেন: সাতিত্যের ঢের উন্নতি সাধিত হচ্ছে আপনার হাত ধরে

২৫ শে মে, ২০১৮ বিকাল ৪:০৭

কাইকর বলেছেন: অনুপ্রেরিত।

৯| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৩:০৩

ব্লগার_প্রান্ত বলেছেন: কাইকরের সাথে ''কারিগর'' শব্দের সূক্ষ মিল আছে।

২৫ শে মে, ২০১৮ বিকাল ৪:০৭

কাইকর বলেছেন: ভাল বলেছেন।ধন্যবাদ

১০| ২৫ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বয়সের দোষ...

২৫ শে মে, ২০১৮ রাত ৮:৩৬

কাইকর বলেছেন: হুম

১১| ২৬ শে মে, ২০১৮ রাত ১১:০৭

নিশাচড় বলেছেন: শুরুটা সুন্দর ছিলো শেষটা ভালো ছিলো। মাঝখানে কেমন যেনো হালকা হয়ে গেছে আরেকটু সুচিন্তিত এবং গল্পে গভীরতা আনা যেতো। সব মিলিয়ে ভালো হয়েছে শুভ কামনা।

২৬ শে মে, ২০১৮ রাত ১১:০৯

কাইকর বলেছেন: অনুপ্রেরণা। ধন্যবাদ আপনাকে

১২| ২৭ শে মে, ২০১৮ রাত ১২:৩৫

সোহানী বলেছেন: হুম স্বপ্নের বাস্তবতা। নীচের ছবিটাতে একরাশ সরলতা।+++++++

২৭ শে মে, ২০১৮ রাত ১২:৩৯

কাইকর বলেছেন: নিচের ছবির মানুষটি আমি

১৩| ২৭ শে মে, ২০১৮ রাত ১২:৪৪

সোহানী বলেছেন: ও মাই গড, তুমিতো অনেক ছোট্ । এই বয়সে তোমার চিন্তা ভাবনা অনেক পরিপক্ক। হাঁ এগিয়ে যাও, অবশ্যই ভালো কিছু করবে একদিন।

২৭ শে মে, ২০১৮ রাত ১২:৫২

কাইকর বলেছেন: অনুপ্রেরণা। ধন্যবাদ আপনাকে

১৪| ২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১২

বঘ বলেছেন: অনেক সুন্দর একটি গল্প।আপনার লেখায় অন্যরকম একটা ভাব আছে।অন্যরকমটা ব্যাখ্যা করতে পারবো না।

২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

কাইকর বলেছেন: অনুপ্রেরণা। ধন্যবাদ আপনাকে

১৫| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৫

রোকনুজ্জামান খান বলেছেন: (((((((আমার বল্গে ঘুরে আসার অনুরোধ রইলো।)))))))))

৩০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

কাইকর বলেছেন: অবশ্যই

১৬| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৩

খায়রুল আহসান বলেছেন: গল্প লিখে যান। ভাল হচ্ছে।

১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩০

কাইকর বলেছেন: ভালবাসাল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.