নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বড় মাপের একজন মানুষ হতে চাই। কারণ- ভালোবাসার মানুষটির নাম ছোট্ট কোন মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাইনা, ভালবাসার মানুষটির নাম বড় কোনো মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাই।আই লাভ ইউ (মা)

কাইকর

ফিল্মমেকার/নাট্যকার, গল্পকার। বাংলাদেশ টেলিভিশন মিডিয়া। ।এক পৃথিবী লিখতে চাই।Facebook/Abdullah AL Mamun(কাইকর)

কাইকর › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত জীবন (ছোট গল্প)

২৮ শে মে, ২০১৮ দুপুর ২:৫৩




আমার বন্ধু কাইকর, এলাকার সবচেয়ে সুদর্শন এবং সব বিষয়ে পটু। এলাকার সব মেয়েদের পিছন পিছন ঘুরায়। শহরের নামি-দামি পার্লারে গিয়ে হেয়ারস্টাইল বদলায়। ঘুম থেকে বেলা বারোটা বাজে উঠে চায়ের কাপে মুখ দেয়। সমাজের প্রভাবশালী হিসেবেই পরিচিত তাঁরা। বাসা থেকে বের হবার আগে শরীরের এপাশে-ওপাশে নামিদামি ব্র্যান্ডের সুগন্ধি ঢেলে বের হয়। কাইকরের সাথে আমার বন্ধুত্ব ছোটবেলা থেকেই। একই এলাকায় বড় হয়েছি।আমি বাস্তবতার শিকার হয়ে এখন ছোটখাটো একটা চাকরি করি।প্রতিদিন সকালে অফিসের জন্য বাসা থেকে বের হয়ে যায়। ফেরার কোন ঠিক নেই!

চার মাসেক পর। হঠাৎ করে আমার বন্ধু কাইকর কথা নেই বার্তা নেই হুট করে পাগল হয়ে গেল! সারাদিন মনে মনে কবিতা বিড়বিড় করে! আমি অফিস শেষে বাসায় ফেরার পথে দেখি, কাইকর শাহবাগের মোড়ে দাঁড়িয়ে পাগলামি করছে। আমি সামনে যেতেই আমার শার্টের কলার ধরে বললো," এই ফকিন্নিরপুত, তুই এখানে কি করিস? যা আবাসিকে গিয়ে শুয়ে থাক। আমি শুনে গম্ভীর হতে গিয়েও ফিক করে দাঁত বের করে হেসে দিলাম। গা দিয়ে প্রচুর পরিমাণে গন্ধ!হয়তো ওর জীবনের অভিধান থেকে গোসল নামের শব্দটা উঠে গেছে! প্রতিদিন এভাবে অফিস থেকে ফেরার পথে ওর খবর নিতাম।

একদিন অফিস শেষে বাসায় ফেরার পথে বাসের জানালা দিয়ে তাকিয়ে দেখি, পুরো নগ্ন হয়ে রোদের সাথে খেলা করছে কাইকর।সবাই দেখে বেশ মজা নিচ্ছে। আমি বাস থেকে তাড়াহুড়া করে নেমে কাইকরের কাছে গেলাম। কাইকরকে পাশের টং দোকানে যত্ন করে বসিয়ে চা,বিস্কুট কিনে খাওয়ালাম।শেষে একটা বাংলাদেশি বেনসন সিগারেট ধরিয়ে দিলাম।কাইকর খুশিমনে সিগারেটে সুখটান দিতে দিতে বলল, মামা তুমি অনেক ভালা। দোয়া করি সানিলিওনের মত একটা ভবিষ্যতে বউ পাও। শুনে আমার চোখে জল জমে এলো। পাড়ার সবচাইতে সুদর্শন আর পটু ছেলেটা আজ রাস্তার পাগল!

এককালে কাইকর ভালোবাসতো অপ্সরাকে! দুজন মিলে কতনা আড্ডা জমিয়েছে রমনার পার্কে। এক পূর্ণিমার রাতে ফুটফুটে চাঁদ ও তার আলো গায়ে মেখে অপ্সরা তাকে কথা দিয়েছিল, হাজার ঝড় আসলেও তাকে ছেড়ে যাবে না কোনদিন। শুনে প্রশান্তির এক দীর্ঘশ্বাস ফেলে ছিল কাইকর।অপ্সরার ভালোবাসা পেয়ে ফ্লাটিং করা ছেলেটা কোন মেয়ের দিকে তাকাতো না।কারণ -এখন সে এক পৃথিবী ভালোবাসে অপ্সরাকে। হঠাৎ কাইকরকে না জানিয়েই প্রবাসী সুমুনের গলায় সুরক্ষা মালা পরিয়ে দিয়ে এখন সিডনিতে সুখে-পরিতৃপ্তিতে ঘর সংসার করছে অপ্সরা। অপ্সরা এখন মহাসুখে। মাঝেমাঝে সিডনির বড় বড় অভিজাত রেস্টুরেন্টে বসে বার্গার চিবুতে চিবুতে বর্তমান স্বামী সাথে মহাসুখে দিন কাটাচ্ছে।

কাইকর এসবের খবর রাখেনা। রোজ রাতে নেড়ি কুকুর টাকে জড়িয়ে ধরে ঘুমায়। ফুটপাতের পাশে পড়ে থাকা ময়লা গন্ধযুক্ত রুটি খেয়ে থাকে। রাতে ড্রেনের দুপাশে দুই পা ছড়িয়ে আরাম করে বসে প্রাকৃতিক কাজটা সারে। ড্রেনের পানিতে চাঁদের আলো আরো চিরযৌবনা দেখায়। অপ্সরার নাম উচ্চারন করতে করতে চাঁদকে চুমু খেতে গিয়ে নোংরা পানিতে হুমড়ি খেয়ে পড়ে কাইকর।খুব কাঁদতে থাকে।পাশ দিয়ে যাওয়া দুই তিনজন পথচারী দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখে। কেউ কেউ তো আগবাড়িয়ে সেলফি তুলে ফেলে গোটা কয়েক। তারা তো আর জানে না আমার বন্ধু কাইকর পাগল হয়ে গেছে!

রাতে নর্দমার পাশে আধা ময়লা গন্ধযুক্ত জায়গায় প্রশান্তির ঘুম দেয় নাক ডেকে। তার সঙ্গী সাথী এখন ফুটপাতের নেড়ি কুকুর গুলো আর মশা-মাছি। ভোরের আলো তার গায়ে এসেই প্রথমে পরে। সে সূর্যমামার সাথে খেলা করতে করতে হাই তুলে। পকেট থেকে কমদামি একটা আকিজ বিড়ি বের করে ধরিয়ে মহাসুখে টানে। আমার বন্ধু কাইকর শহরের আট-দশটা ধান্দাবাজদের থেকে ভালই আছে। সুখে আছে, মহাসুখে আছে।

মন্তব্য ৫৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:০০

অচেনা হৃদি বলেছেন: কাইকর !

২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:০১

কাইকর বলেছেন: হুম।গল্প কেমন লেগেছে তা কিন্তু বললেন না।

২| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:০৩

অচেনা হৃদি বলেছেন: ভালো, আগে সে মেয়েদের পাগল করেছে । এখন সে নিজেই পাগল হয়ে বসে আছে ! প্রকৃতির প্রতিশোধ !

২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:০৪

কাইকর বলেছেন: ঠিক বলেছেন।ধন্যবাদ আপনাকে

৩| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:০৪

সৈয়দ ইসলাম বলেছেন: ছবিতে থাকা কাইকর কী প্রোফাইলের কাইকের বৃদ্ধাবস্থা?

প্রশ্ন কাইকরের বয়স কত?


২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:০৫

কাইকর বলেছেন: লেখক কাইকরের বয়স নাকী গল্পের কাইকরের বয়স কোনটা?

৪| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:০৬

সৈয়দ ইসলাম বলেছেন: দু'টাই!

২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:০৮

কাইকর বলেছেন: পোস্টের ছবিতে শুধু গল্প বুঝানোর জন্য দিয়েছি।তবে, গল্পে কাইকরের বয়স ২৬।আর লেখক কাইকরের বয়স উনিশ।

৫| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:১১

আকিব হাসান জাভেদ বলেছেন: কায়কর পাগল হয় নি , কায়কর পাগল হতে পারে না । তারপর কায়কর একদিন ভালো হয়ে গেলো । নাম টা শুধু পরিবর্তন হয়েছে । এখন সে জাদুগর । জাদুগরি লেখা । সুন্দর জাদু লেখা ।

২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:১২

কাইকর বলেছেন: অনুপ্রেরণা। ধন্যবাদ আপনাকে ভাই।

৬| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:২১

রাজীব নুর বলেছেন: কি লিখেছেন এই সব?
আত্ম কথা?
এটা কিছুতেই গল্প হতে পারে না।

২৮ শে মে, ২০১৮ রাত ৯:০৫

কাইকর বলেছেন: হতে পারে।ধন্যবাদ আপনাকে

৭| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: কাইকর, অপ্সরা, এক পৃথিবী। শেষ তিনটি গল্পে দুটি চরিত্র ও শব্দটি ঘুরে ফিরে এসেছে। আমার ক্ষুদ্র বুদ্ধিতে ছোট গল্প না করে ধারাবাহিক আকারে কী প্রকাশ করলে বোধহয় একঘেয়েমিটা কাঁটতো। গঠন মূলক দৃষ্টিতে নেওয়ার অনুরোধ করবো। পাশাপাশি গল্প ভাল হয়েছে। লাইক দিয়েছি । ( তোমার একটা স্পেশাল ছবি দিচ্ছি)


শুভ কামনা রইল, প্রিয় অনুজ কাইকরকে।

২৮ শে মে, ২০১৮ রাত ৯:০৫

কাইকর বলেছেন: অনুপ্রেরণা। ধন্যবাদ আপনাকে

৮| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:২৮

কথার ফুলঝুরি! বলেছেন: খুবই সাধারন এবং কমন একটি গল্প কে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আমাদের আশেপাশে এমন অনেক কাইকর আছেন। পার্থক্য শুধু একটাই আপনার গল্পের কাইকর পাগল হয়ে ঘুরে বেরায় আর আশেপাশের কাইকরেরা পাগল হয়ে যাওয়ার মত অবস্থায় ভালো মানুষ সেজে ঘুরে বেরায়।
শুভকামনা আপনার জন্য।

২৮ শে মে, ২০১৮ রাত ৯:০৬

কাইকর বলেছেন: অনুপ্রেরণা।

৯| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:৩১

পদাতিক চৌধুরি বলেছেন:

দেখোতো চিনতে পারোকি?

২৮ শে মে, ২০১৮ রাত ৯:০৬

কাইকর বলেছেন: হুম চিনলাম

১০| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: :(

২৮ শে মে, ২০১৮ রাত ৯:০৭

কাইকর বলেছেন: হুম

১১| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৭

আখেনাটেন বলেছেন: রাজীব নুর বলেছেন: কি লিখেছেন এই সব?
আত্ম কথা?
এটা কিছুতেই গল্প হতে পারে না।
-- হা হা হা; নুর ভাই হয়ত ভুলে গেছেন যে আমাদের কাইকর ভায়া আপনাকেই ফলো করা শুরু করেছে লেখনির মাধ্যমে। অাপনি সেটা ধরতে পেরেছেন জেনে খুশি হলুম। :P

মজনু কাইকর অপ্সরার প্রেম যাতনায় ড্রেনের পানিতে (যদি ঢাকা শহরে আদৌ ড্রেনে অাবর্জনার বদলে পানি থাকে) চাঁদকে দেখে চুমু খাওয়ার দৃশ্যটা কল্পনা করলুম। বেশ রূপক! ড্রেনে হাগু করে সেখানেই চুমু খেতে গিয়ে মুখ থুবড়ে পড়ে যাওয়া। অসাম।

আপনার লেখাগুলো পড়ে ছোটবেলার বৃত্তাকার খালের ভেতরে মোটর সাইকেল খেলার কথা মনে পড়ল। কী চমৎকারভাবে যে মোটর সাইকেল অতটুকু বৃত্তের মধ্যে ঘুরপাক খাওয়ায়! আমি আপ্লুত হতাম!

কাইকর বাইকে ভালো খেলা দেখায় এটা অস্বীকার করছি না। সেজন্য শুভকামনা।
এবার একটু খাল থেকে বাইকটা উঠাও ভায়া। :P

শুভকামনা নিরন্তর।

২৮ শে মে, ২০১৮ রাত ৯:০৮

কাইকর বলেছেন: হা হা হা।ধন্যবাদ আপনাকে

১২| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৭

সোহাগ তানভীর সাকিব বলেছেন: "কাইকর" কোন ভাষার শব্দ? এবং এই শব্দের বাংলা সমার্থক শব্দ বা অর্থ কী?
লেখায় শব্দটিকে পুরুষ বাচক শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপরও মনে প্রশ্ন থেকে যায়, "কাইকর" শব্দটি পুরুষ না স্ত্রী বাচক শব্দ?

২৮ শে মে, ২০১৮ রাত ৯:০৯

কাইকর বলেছেন: পুরুষ। আমি বুঝি না গল্পের নাম দিয়ে কি গল্প বিচার করা হয়??এখানে কাইকর না দিয়ে যদি আপনার না দিতাম সেখানেও কি এমন কথা উঠতো?

১৩| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যাহোক এমন আবস্থা যেন
আমাদের কাইকরে না হয়!

গল্প মন্দ লাগেনি তবে
ভালো পোলাটা পাগল হয়ে
যাওয়ায় ব্যাথিত হয়েছি।
গল্পে মুন্সিয়ানায় কিছুটা
ঘাটতি আছে, ব্যাপার না !!

২৮ শে মে, ২০১৮ রাত ৯:০৯

কাইকর বলেছেন: অনুপ্রেরণা। ধন্যবাদ আপনাকে

১৪| ২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: উপরের সবার মত আমারও প্রশ্ন কাইকর মানে কী?

২৮ শে মে, ২০১৮ রাত ৯:১১

কাইকর বলেছেন: কাইকর একটি কাল্পনিক নাম।গল্পে নাম হিসেবে ব্যাবহার করেছি।নাম দিয়ে কি গল্প বিচার করবেন আপনি?এখানে জরিনা,সকিনা দিলেও একই কথা কাইকর দিলেও একই কথা।

১৫| ২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রভাবশালী পিতা মাতাও কি কাইকরের ল্যাংটামি দেখে মজা পায়? থাপড়াইয়া ঘরে ফেরত আনেনা কেন?

২৮ শে মে, ২০১৮ রাত ৯:১৪

কাইকর বলেছেন: আপনি সবচেয়ে ভাল মন্তব্য করেছেন।এটা সবচেয়ে বড় কথা।আমি গল্পটাতে কাইকর কে এতিম হিসেবে দেখাতে পারতাম।এটা আমিও ভেবেছি।তবে,প্রথম লিখেই পোস্ট করে দিয়েছি।ধন্যবাদ আপনাকে

১৬| ২৮ শে মে, ২০১৮ রাত ৮:১৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কিরে ব্যাটা মামুন??X(
লেখাতে বিশেষ্য পদ যে বাড়াবাড়ি রকম ব্যবহার করা হচ্ছে, সেটা কি প্রতিদিনই বলতে হবে??X(


তুমি কেমন ফিল্ম মেকার হে?
নাচা গানা পারো???;)

মডুরা ভেবেছিল লেখক কি নাকি??:P ওরা আর মানুষ হল না!!:(

২৮ শে মে, ২০১৮ রাত ৯:১৬

কাইকর বলেছেন: হা হা হা।নাচা গান পারি একটু একটু।আপনার কথা মাথায় থাকবে।আসল নামটা জেনে গেলেন ভাই।

১৭| ২৮ শে মে, ২০১৮ রাত ৮:৫৪

শামচুল হক বলেছেন: কাইকর নিজেই নায়ক নিজেই ভিলেন। কখনও ভালো মানুষ কখনও পাগল। যাইহোক চলতে থাকুক।

২৮ শে মে, ২০১৮ রাত ৯:১৫

কাইকর বলেছেন: হা হা হা।ধন্যবাদ আপনাকে

১৮| ২৮ শে মে, ২০১৮ রাত ৯:২৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: যিনি শুয়ে আছেন সে কি আপনি? যাক মজা করলাম।।

লেখা ভালো হয়েছে। আরেকটু রিফাইন করলে, একটু বিস্তারিত করলে আরো ভালো হত। ধন্যবাদ।।

২৮ শে মে, ২০১৮ রাত ৯:২৮

কাইকর বলেছেন: অনুপ্রেরণা। ধন্যবাদ আপনাকে

১৯| ২৮ শে মে, ২০১৮ রাত ১০:২০

শিখণ্ডী বলেছেন: আপনার কয়েকটি গল্প পড়েছি। নতুন, ছোট্ট লেখক বলেই। বেশিরভাগ ব্লগার প্রেরণাদায়ক মন্তব্য করছেন। তো আমি বলব তাদের মন্তব্যে হয়ত আপনার মনে হতে পারে সত্যিই অসাধারণ গল্প লিখে চলেছেন। বয়স হিসেবে যথেষ্ট ভাল বলতে হবে। কিন্তু সমালোচনা না করলে প্রতিভার বিকাশ হবে কি?

এখন আপনার পড়ার সময়। হাত ভাল চলতে থাকুক। কিন্তু নিজেকে তৈরি আগে। বানানে গণ্ডগোল, হালকা বিষয়, শব্দের পৌনঃপুনিক ব্যবহার, হুমায়ুন আহমেদের গল্পগুলো তাঁর উপন্যাসের চেয়ে মান সম্পন্ন। তাঁর বিরুদ্ধেই অভিযোগ তাঁর গল্পের চরিত্রগুলো সব একই রকম কথা বলে, একই রকম কাজ করে, পাগলামি-উদ্ভট মনে হয় বিভিন্ন গল্পে বারবার ফিরে আসে। পৃথিবীর সেরা তিন/চারের গল্পকারের একজন আমাদের দেশি লেখক। তাঁকে দিয়েই শুরু করেন। হুমায়ুন ভাল লাগে ঠিক আছে, লিখতে চাইলে দেশ-বিদেশের ক্লাসিক গল্পকারের গল্প পড়া ছাড়া অসম্ভব। শুভেচ্ছা।

২৮ শে মে, ২০১৮ রাত ১০:৩৬

কাইকর বলেছেন: অনুপ্রেরণা। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

২০| ২৯ শে মে, ২০১৮ রাত ৩:৪০

সনেট কবি বলেছেন: ভাল। চলতে থাকুক।

২৯ শে মে, ২০১৮ সকাল ১০:৩৩

কাইকর বলেছেন: অনুপ্রেরণা।

২১| ২৯ শে মে, ২০১৮ সকাল ৭:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ল‌জিক ছাড়া পৃ‌থিবী চ‌লে না। উপযুক্ত ল‌জিক ছাড়া কা‌হিনী বেমানান লা‌গে। আ‌রো বয়স হ‌লে বুঝ‌তে পার‌বেন।

২৯ শে মে, ২০১৮ সকাল ১০:৩৩

কাইকর বলেছেন: হয়ত। ধন্যবাদ আপনাকে

২২| ২৯ শে মে, ২০১৮ সকাল ১০:৩০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হতে পারে।ধন্যবাদ আপনাকে

বুদ্ধদেব গুহের 'মাধুকরী' বা 'অভিলাষ' কিংবা 'কোয়েলের কাছে' এমন কোন বই পড়তে পড়তে কুর্চি ফুলের নাম দেখে এই ফুলটিকে আমি মনে মনে কুর্চি ভেবে নিয়েছিলাম । ভেবে ভেবে খুব একটা আহ্লাদ হতো যে গুহবাবুর এই রোমান্টিক কুর্চির সাথে আমার শৈশবের বহু স্মৃতি জড়িয়ে !

২৯ শে মে, ২০১৮ সকাল ১০:৩৫

কাইকর বলেছেন: আমিও বুদ্ধদেব গুহের মাধুকরী উপন্যাস টা পড়েছি। ধন্যবাদ আপনাকে। আপনার মন্তব্যটা সঠিক হয়তোবা

২৩| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৩

আকতার আর হোসাইন বলেছেন: সুন্দর হয়েছে তবে রাজিব নুর ভাই এর সাথে একমত। আর একটা ভুল আছে মনে হয়। লেখলেন যে চার মাসেক পর। কয় এর আগে তো কোন ঘটে যাওয়া ঘটনা বলেননি, তাই চার মাসেক পর। এই জিনিষটা আমার কাছে ভুলই মনে হয়েছে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টে দেখবেন।

আর এই কাইকর ভাই এর যাতে এমন অবস্থা না হয়... সেই দোয়া করি

২৯ শে মে, ২০১৮ দুপুর ১:২০

কাইকর বলেছেন: অনুপ্রেরণা। ধন্যবাদ আপনাকে

২৪| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৪

ইব্‌রাহীম আই কে বলেছেন: ছোট গল্প।
ভালো লেগেছে।

২৯ শে মে, ২০১৮ দুপুর ১:২১

কাইকর বলেছেন: অনুপ্রেরণা। ধন্যবাদ আপনাকে

২৫| ২৯ শে মে, ২০১৮ দুপুর ২:৪৯

ব্লগার_প্রান্ত বলেছেন: বারবার এক নাম ব্যবহার করা আপনার নিজের একটা স্টাইল হতে পারে,
এই লিংটা ঘুরে আসেন, =p~
go

২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

কাইকর বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২৬| ২৯ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৮

রোকনুজ্জামান খান বলেছেন: একলা একা জোনাক পোকা কানে কানে কয়
দেইখা লরে এি ভুবনে
কেউ তো কারো নয়।

২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

কাইকর বলেছেন: ভাইজান ভাল লাগলো।

২৭| ৩০ শে মে, ২০১৮ রাত ২:৪২

নিশাচড় বলেছেন: গল্প সুন্দর হয়েছে তবে গল্প থেকে একগেয়েমি কাটানোর জন্য আরো জত্নশীল হতে হবে।

৩০ শে মে, ২০১৮ দুপুর ১২:০৭

কাইকর বলেছেন: অনুপ্রেরণা

২৮| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:৪০

বিজন রয় বলেছেন: কাইকর মানে কি?

৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:০৬

কাইকর বলেছেন: ভাই এটা একটা কাল্পনিক নাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.