নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বড় মাপের একজন মানুষ হতে চাই। কারণ- ভালোবাসার মানুষটির নাম ছোট্ট কোন মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাইনা, ভালবাসার মানুষটির নাম বড় কোনো মঞ্চে দাঁড়িয়ে থেকে বলতে চাই।আই লাভ ইউ (মা)

কাইকর

ফিল্মমেকার/নাট্যকার, গল্পকার। বাংলাদেশ টেলিভিশন মিডিয়া। ।এক পৃথিবী লিখতে চাই।Facebook/Abdullah AL Mamun(কাইকর)

কাইকর › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত আমরা!!!!!!!!

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৯










একটি নতুন জিনিস বাজারে আসার পড়ে বা কেউ নতুন একটি জিনিস তৈরি করলে সেটা পরে সবাই সহজভাবে নেয় বা ভাবে। যে এটা কোন কিছুই না -- এটা আমি আগে থেকেই জানতাম বা এটা আমি তৈরি করতে পাড়তাম।

কিন্তু সত্যি কথা হলো এটা :

জানা সবকিছুই,
সবার মধ্যে অজানা হয়ে থাকে।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৫

অর্ক বলেছেন: খুব ভালো কথা বলেছেন। এরকমই হয়। সত্যি, দারুণ স্পর্শ করলো ছোট লেখাটি। পড়ে বানানটা সম্ভবত "পরে" হবে এ ক্ষেত্রে। শুভেচ্ছা অফুরন্ত কাইকর।

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৭

কাইকর বলেছেন: অনুপ্রেরণা। মন্তব্য করার জন্য ধন্যবাদ

২| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৩

অচেনা হৃদি বলেছেন: ভাইয়া আমার ব্লগে আপনার কমেন্টটা ভুলবশত ডিলিট করে ফেলেছি ! (রিপ্লাই দিতে গিয়ে ডিলিট বাটনে ক্লিক করে ফেলেছি) প্লিজ কিছু মনে করবেন না ।
আপনার কমেন্ট ছিল- শুভকামনা, আমি সবচেয়ে কম সময়ে সেফ হয়েছিলাম যা সামুর একটি ইতিহাস ।
আমার প্রতিউত্তর- ধন্যবাদ ভাইয়া, আপনি একজন ভালো লেখক । তাই ব্লগ কর্তৃপক্ষ বুঝে শুনেই আপনাকে সেফ করেছিল ।
.
যাহোক, গত দুইদিন ব্লগে ছিলেন না কেন ভাইয়া ?

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৫:০১

কাইকর বলেছেন: একটু সমস্যায় ছিলাম।কাজ নিয়ে একটু ব্যস্ত। কেমন আছেন আপনি?

৩| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৭

সৈয়দ ইসলাম বলেছেন: ভাই কাইকর,
তোমার লেখাকে আরেকটু সুন্দরভাবে সাজাও। কথা যথার্থ বলেছো; অগ্রাহ্য করার মত নয়, তবে আরেকটু দীর্ঘ করে, আরেকটু সাজিয়ে লেখলে পাঠকরা আরেকটু বেশি আকর্ষিত হতো।

তোমার জন্য শুভকামনা।

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৫:০২

কাইকর বলেছেন: অনুপ্রেরণা। মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে

৪| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৫:০৩

অচেনা হৃদি বলেছেন: জী ভাইয়া ভালো, আমিও আসলে ব্যস্ত থাকি । দিনের অল্প যে সময় পাচ্ছি তা ব্লগে কাটানোর চেষ্টা করছি । আশা করি ব্যস্ততার মাঝে আপনিও ব্লগে নিয়মিত আসবেন ।

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৫:০৬

কাইকর বলেছেন: অবশ্যই। পাশে থাকবেন

৫| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৫:২৯

রাজীব নুর বলেছেন: কালো টাকাকে সাদা করার সুযোগ দেয়া মানে কি দুর্নীতিকে উৎসাহিত করা বোঝায় না ! দুঃখ মাঝে মাঝে এতই বেশী হয় যে সেই ভাঙ্গা মন দুমড়ে মুচড়ে কলিজায় খোঁচা দেয়।
সবকিছু আজ বড় মিথ্যে মনে হয়।

০৭ ই জুন, ২০১৮ রাত ৮:৫৯

কাইকর বলেছেন: মনের কথা বলেছেন প্রিয় রাজীব নুর ভা

৬| ০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রাজার পদ চর্ম-আবরণে
ঢাকিল বুড়া বসিয়া পদোপান্তে
মন্ত্রী কহে, `আমারো ছিল মনে,
কেমনে বেটা পেরেছে সেটা জানতে ।'

০৭ ই জুন, ২০১৮ রাত ৮:৫৯

কাইকর বলেছেন: ভাল বলেছেন ভাই।

৭| ০৭ ই জুন, ২০১৮ রাত ৮:১২

আহমেদ জী এস বলেছেন: কাইকর ,




জানা অনেক কিছুই সময়ে সময়ে অজানা হয়ে মনের মাঝে ঘাপটি মেরে থাকে । তাকে জাগিয়ে তুলতেই তো আপনার হাতে ব্লগ রয়েছে । লিখুন , জানা জিনিষকেই আবার নতুন আঙ্গিকে জানুক সবাই ।
শুভেচ্ছান্তে ।

০৭ ই জুন, ২০১৮ রাত ৯:০০

কাইকর বলেছেন: হা হা হা। একেক জন একেক ভাবে বুঝে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.